ওয়ানটাইম প্লাস্টিক পণ্য ইতিমধ্যে দেশের পরিবেশের জন্য আপদ হয়ে দেখা দিয়েছে। এর ব্যবহার যত বাড়ছে পরিবেশের জন্য ততটাই বিপদ ডেকে আনছে। আর পলিথিনের কাছে দেশ ও জাতির জিম্মি অবস্থার অবসান কিছুতেই ঘটছে না। পলিথিন ব্যাগ ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যকরের কোনো অথরিটি দেশে আছে বলে মনে হয় না। এসব দেখভাল করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় যাদের পোষা হয় তাদের আনুগত্য পলিথিন উৎপাদনকারীদের প্রতি। সোজা কথায়, তাদের কাছে নিজেদের বিবেককে বিক্রি করে দেওয়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ অবাধে ব্যবহৃত হচ্ছে। সরকারের কর্মকর্তা-কর্মচারীরা আইন ভঙ্গের বিরুদ্ধে কুম্ভকর্ণের ঘুমে থাকলেও হতাশার মধ্যে আশার আলো জ্বালাতে পরিবেশবাদী সংগঠন বেলার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এগিয়ে এসেছে দেশের উচ্চ আদালত। সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ উপকূলীয় অঞ্চলসহ দেশের হোটেল, মোটেল ও রেস্টুরেন্টে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার এক বছরের মধ্যে নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পলিথিন ব্যবহার বন্ধে বিদ্যমান আইনি নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকরের জন্য বাজার তদারকি এবং পলিথিন উৎপাদনকারী যন্ত্রপাতি জব্দ ও কারখানা বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। আগামী বছরের ৫ জানুয়ারির মধ্যে রিটের বিবাদীদের এ আদেশ বাস্তবায়নের বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালত তার রুলে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সারা দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের বিপরীতে নিরাপদ বিকল্প কী হতে পারে সে বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে। একই সঙ্গে পলিথিন ব্যাগ বন্ধে বিদ্যমান আইনি নিষেধাজ্ঞা কার্যকরে সরকারকে কেন ব্যর্থ বলা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আদালতে বেলার পক্ষে শুনানিতে অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমদ কবির। আমাদের বিশ্বাস, পলিথিন এবং ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের আগ্রাসন বন্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন সক্রিয় হবে। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’