কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণ শেষ হলে চট্টগ্রাম চীনের সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউনে পরিণত হবে। ঢাকার সঙ্গে পর্যটন নগর কক্সবাজারের দূরত্বও বঙ্গবন্ধু টানেলের কারণে ৫০ কিলোমিটার কমে যাবে। এ টানেল চালু হলে ঢাকার যানবাহনগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের ফৌজদারহাট হয়ে বন্দর টোল রোড-নির্মাণাধীন আউটার রিং রোড-পতেঙ্গা হয়ে কর্ণফুলী টানেল ব্যবহার করলে পথ কমবে প্রায় ১৫ কিলোমিটার। তা ছাড়া কর্ণফুলী টানেল হয়ে আনোয়ারা উপজেলার সিইউএফএল ঘাট-চাতরি-চৌমুহনী-বাঁশখালী-পেকুয়ার মগনামা হয়ে সরাসরি কক্সবাজার সদরে যুক্ত হতে সড়ক কমবে প্রায় ৩৫ কিলোমিটার। সব মিলিয়ে ঢাকা-কক্সবাজার যাতায়াতে দূরত্ব কমবে প্রায় ৫০ কিলোমিটার। বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে পতেঙ্গার আউটার রিং রোডের কাজ চলছে। পক্ষান্তরে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া হয়ে কক্সবাজারের বিকল্প সড়ক নির্মাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল তৈরি করা হয়েছে। তা ছাড়া নতুন করে তৈরি হবে টানেল থেকে কালাবিবি দীঘি হয়ে ক্রসিং পর্যন্ত সড়ক। ২০১৬ সালের ১৪ অক্টোবর বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল খননকাজ উদ্বোধন করেন। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৯ হাজার ৮৮০ কোটি টাকা। এর মধ্যে চীন অর্থায়ন করছে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। কর্ণফুলীর নিচের টানেলকে আরও একটি কারণে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নদ-নদীতে সেতু নির্মাণে নদীশাসনের প্রয়োজন হয়। এর ফলে নদীর স্বাভাবিক গতি ব্যাহত হয়। সেতুর পিলারও নদীর গতিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নদীর নিচ দিয়ে সুড়ঙ্গ পথে যাতায়াত-ব্যবস্থা গড়ে তুললে সে ধরনের আশঙ্কা কম থাকে। নিরাপত্তার দিক থেকেও এ পদ্ধতি সেতুর চেয়ে এগিয়ে। কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণের পর এর অভিজ্ঞতা পরবর্তীতে নির্মিতব্য দেশের সব টানেলের ক্ষেত্রে ব্যবহৃত হবে। বঙ্গবন্ধু টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম মহানগরের পরিধি অনেক বেড়ে যাবে। চট্টগ্রাম মহানগরের অন্য পাশে পরিকল্পিত উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল
যোগাযোগ ক্ষেত্রে দেবে বহুমুখী সুফল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর