শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্রিকেট বীরদের প্রত্যাবর্তন

আত্মপ্রসাদ নয়, আরও শানিত হতে হবে

বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ দলকে বীরবরণের মতো স্বাগত জানিয়েছে জাতি। রাজনীতিতে মন্দা, অর্থনীতিতে বিসংবাদ আর করোনাভাইরাসের আতঙ্কে দেশের মানুষ যখন অস্থির সময় কাটাচ্ছে তখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসরে বাংলাদেশের যুব টাইগাররা শিরোপা জয় করে নিজেদের সম্ভাবনার কথা তুলে ধরেছে। বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বজয়ী দলকে সংবর্ধনা জানানো হয়েছে বীরের মর্যাদায়। দেশের সোনার ছেলেদের স্বাগত জানিয়ে বাদ্যের তালে তালে নেচেছেন ক্রিকেটামোদীরা। ঢাকঢোল বাজিয়ে আনন্দ-উচ্ছ্বাসে উৎসবী পরিবেশ সৃষ্টি হয়েছিল। মিরপুর স্টেডিয়ামের চারপাশ ছিল লোকারণ্য। এর আগে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় আকবর আলীদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন আকবর আলীরা। এ জয়ে পুরো দেশই আনন্দের সাগরে অবগাহন করছে। মিরপুরে হাজারো ক্রিকেটভক্তের উপস্থিতি পুরো দেশের আবেগের অভিন্ন চিত্রই তুলে ধরেছে। বিজয়ের এ গৌরব ভবিষ্যতের প্রতিটি মঞ্জিলে কাজে লাগিয়ে দূর-বহুদূর ছুটে চলার প্রত্যয় এখন ক্রীড়াঙ্গনের সবার মধ্যে। বিসিবি সভাপতি টাইগার যুবাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, এখানেই শেষ নয়, আমাদের ছুটতে হবে বহুদূর। সামনে আসবে আরও কঠিন পথ। অগ্রযাত্রায় বিশ্বকাপ জয়ের এ গৌরব যেন প্রেরণা হিসেবে বিবেচিত হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। সাংবাদিকদের বলেছেন, অনূর্ধ্ব-১৯ দলকে দুই বছর নিবিড় পরিচর্যা করা হবে। ভবিষ্যতের জাতীয় দল গড়ার লক্ষ্য সামনে রেখে তাদের মানোন্নয়নে নেওয়া হবে সব ধরনের উদ্যোগ। ক্রিকেটে বাংলাদেশের সম্ভাবনাকে এগিয়ে নিতে হলে স্কুল পর্যায়ে ক্রিকেটার সৃষ্টির উদ্যোগ নিতে হবে। বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপের নিবিড় পরিচর্যার বিষয়টিও খুব জরুরি। অনূর্ধ্ব-১৯ দলের  সদস্যরা বিশ্বকাপ জয়ে আত্মপ্রসাদ নয়, একে আরও নিবেদিত  হওয়ার অনুপ্রেরণা হিসেবে নেবেন- এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর