চলন্ত ট্রেনের ভিডিও করতে গিয়ে কাটা পড়ে তরুণ আলোকচিত্রীর মৃত্যু- এ দুর্ঘটনা অতিসাম্প্রতিক। রেললাইনে বসে গল্প, কাটা পড়ে নিহত ৪। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, আটজন হতাহত। এ ধরনের সংবাদ শিরোনাম প্রায়ই ছাপা হয় কাগজে। এসব মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য দেখেন টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের দর্শকরা। এ ছাড়াও আছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা, ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু, ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে মৃত্যু। কানে এয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় কাটা পড়ে মৃত্যু। এসব যেন নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। পেশাদার খুনিরাও অনেক সময় হত্যার সত্য গোপন করতে লাশ ফেলে রাখে রেললাইনে। সব মিলিয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে রেললাইন। দেশে প্রতি বছর সহস্রাধিক মানুষের মৃত্যু হয় ট্রেনে কাটা পড়ে। ২০২৪-এ ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় মামলা হয় ৯৯৮টি। লাশ উদ্ধার সহস্রাধিক। ২০২৩-এ মৃত্যু ১ হাজার ৬৪ জনের। এ মর্মান্তিক মৃত্যুস্রোত প্রতিরোধের উপায় কী? প্রাথমিক কর্তব্য- নাগরিকদের সচেতন হওয়া এবং তাদের যথাযথ পর্যায়ে সচেতন করে তোলা। রেললাইন যে হাঁটাচলা-আড্ডা দেওয়া বা হাটবাজার বসানোর জায়গা নয়, এ ব্যাপারে ব্যাপকভিত্তিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকেও প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৩ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ রেলপথের বিভিন্ন স্থানে অসংখ্য অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে। প্রায় ৩০ হাজার কর্মী নিযুক্ত থাকলেও মানতেই হবে যে, দেড় শতাব্দীরও অধিক প্রাচীন এই সুদীর্ঘ পরিবহন ক্ষেত্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তা পর্যাপ্ত নয়। যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে, পরিবহন হয় বিস্তর পণ্য। এখানে আরও দক্ষ, প্রশিক্ষিত, উদ্যমী জনশক্তি নিয়োগের দাবি রাখে। পাশাপাশি প্রয়োজন আধুনিক প্রযুক্তির সন্নিবেশ। ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে, প্রতিরোধ বেষ্টনী স্থাপন করে এবং সব লেভেল ক্রসিংয়ে উপযুক্ত সংখ্যক রক্ষক নিয়োগ করে দুর্ঘটনা রোধের পদক্ষেপ নিতে হবে। ‘জীবন অমূল্য’ এটা ব্যক্তি, সমষ্টি, সংস্থা- সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মর্মে ধারণ করতে হবে। রেলের মৃত্যুথাবা থেকে জীবন ও সম্পদ রক্ষার সর্বাত্মক সাধনা হোক সংশ্লিষ্ট সবার।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল