চলন্ত ট্রেনের ভিডিও করতে গিয়ে কাটা পড়ে তরুণ আলোকচিত্রীর মৃত্যু- এ দুর্ঘটনা অতিসাম্প্রতিক। রেললাইনে বসে গল্প, কাটা পড়ে নিহত ৪। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, আটজন হতাহত। এ ধরনের সংবাদ শিরোনাম প্রায়ই ছাপা হয় কাগজে। এসব মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য দেখেন টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের দর্শকরা। এ ছাড়াও আছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা, ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু, ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে মৃত্যু। কানে এয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় কাটা পড়ে মৃত্যু। এসব যেন নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। পেশাদার খুনিরাও অনেক সময় হত্যার সত্য গোপন করতে লাশ ফেলে রাখে রেললাইনে। সব মিলিয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে রেললাইন। দেশে প্রতি বছর সহস্রাধিক মানুষের মৃত্যু হয় ট্রেনে কাটা পড়ে। ২০২৪-এ ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় মামলা হয় ৯৯৮টি। লাশ উদ্ধার সহস্রাধিক। ২০২৩-এ মৃত্যু ১ হাজার ৬৪ জনের। এ মর্মান্তিক মৃত্যুস্রোত প্রতিরোধের উপায় কী? প্রাথমিক কর্তব্য- নাগরিকদের সচেতন হওয়া এবং তাদের যথাযথ পর্যায়ে সচেতন করে তোলা। রেললাইন যে হাঁটাচলা-আড্ডা দেওয়া বা হাটবাজার বসানোর জায়গা নয়, এ ব্যাপারে ব্যাপকভিত্তিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকেও প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৩ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ রেলপথের বিভিন্ন স্থানে অসংখ্য অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে। প্রায় ৩০ হাজার কর্মী নিযুক্ত থাকলেও মানতেই হবে যে, দেড় শতাব্দীরও অধিক প্রাচীন এই সুদীর্ঘ পরিবহন ক্ষেত্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তা পর্যাপ্ত নয়। যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে, পরিবহন হয় বিস্তর পণ্য। এখানে আরও দক্ষ, প্রশিক্ষিত, উদ্যমী জনশক্তি নিয়োগের দাবি রাখে। পাশাপাশি প্রয়োজন আধুনিক প্রযুক্তির সন্নিবেশ। ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে, প্রতিরোধ বেষ্টনী স্থাপন করে এবং সব লেভেল ক্রসিংয়ে উপযুক্ত সংখ্যক রক্ষক নিয়োগ করে দুর্ঘটনা রোধের পদক্ষেপ নিতে হবে। ‘জীবন অমূল্য’ এটা ব্যক্তি, সমষ্টি, সংস্থা- সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মর্মে ধারণ করতে হবে। রেলের মৃত্যুথাবা থেকে জীবন ও সম্পদ রক্ষার সর্বাত্মক সাধনা হোক সংশ্লিষ্ট সবার।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর