চলন্ত ট্রেনের ভিডিও করতে গিয়ে কাটা পড়ে তরুণ আলোকচিত্রীর মৃত্যু- এ দুর্ঘটনা অতিসাম্প্রতিক। রেললাইনে বসে গল্প, কাটা পড়ে নিহত ৪। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, আটজন হতাহত। এ ধরনের সংবাদ শিরোনাম প্রায়ই ছাপা হয় কাগজে। এসব মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য দেখেন টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের দর্শকরা। এ ছাড়াও আছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা, ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু, ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে মৃত্যু। কানে এয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় কাটা পড়ে মৃত্যু। এসব যেন নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। পেশাদার খুনিরাও অনেক সময় হত্যার সত্য গোপন করতে লাশ ফেলে রাখে রেললাইনে। সব মিলিয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে রেললাইন। দেশে প্রতি বছর সহস্রাধিক মানুষের মৃত্যু হয় ট্রেনে কাটা পড়ে। ২০২৪-এ ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় মামলা হয় ৯৯৮টি। লাশ উদ্ধার সহস্রাধিক। ২০২৩-এ মৃত্যু ১ হাজার ৬৪ জনের। এ মর্মান্তিক মৃত্যুস্রোত প্রতিরোধের উপায় কী? প্রাথমিক কর্তব্য- নাগরিকদের সচেতন হওয়া এবং তাদের যথাযথ পর্যায়ে সচেতন করে তোলা। রেললাইন যে হাঁটাচলা-আড্ডা দেওয়া বা হাটবাজার বসানোর জায়গা নয়, এ ব্যাপারে ব্যাপকভিত্তিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকেও প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৩ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ রেলপথের বিভিন্ন স্থানে অসংখ্য অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে। প্রায় ৩০ হাজার কর্মী নিযুক্ত থাকলেও মানতেই হবে যে, দেড় শতাব্দীরও অধিক প্রাচীন এই সুদীর্ঘ পরিবহন ক্ষেত্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তা পর্যাপ্ত নয়। যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে, পরিবহন হয় বিস্তর পণ্য। এখানে আরও দক্ষ, প্রশিক্ষিত, উদ্যমী জনশক্তি নিয়োগের দাবি রাখে। পাশাপাশি প্রয়োজন আধুনিক প্রযুক্তির সন্নিবেশ। ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে, প্রতিরোধ বেষ্টনী স্থাপন করে এবং সব লেভেল ক্রসিংয়ে উপযুক্ত সংখ্যক রক্ষক নিয়োগ করে দুর্ঘটনা রোধের পদক্ষেপ নিতে হবে। ‘জীবন অমূল্য’ এটা ব্যক্তি, সমষ্টি, সংস্থা- সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মর্মে ধারণ করতে হবে। রেলের মৃত্যুথাবা থেকে জীবন ও সম্পদ রক্ষার সর্বাত্মক সাধনা হোক সংশ্লিষ্ট সবার।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর