গ্রীষ্মের দাবদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। দেশের বহু সড়ক-মহাসড়কে পিচ গলছে ভয়াবহ উষ্ণতায়। শুক্রবার চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে তিন দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত দুই দিন সকাল থেকেই তীব্র রোদ আর ভ্যাপসা গরমে মানুষের স্বাভাবিক চলাফেরা ছিল কম। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে কম বের হয়েছেন। খেটে খাওয়া মানুষকে গরমের ভোগান্তি আর দুর্ভোগ বেশি পোহাতে হয়েছে। গত সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু বুধবার থেকে বাড়তে শুরু করে। আবহাওয়াবিদদের অভিমত, এপ্রিলে গরম অপেক্ষাকৃত কম ছিল। পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকায় মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাব আপাতত নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়েই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এ পরিবর্তনের জন্য দায়ী ব্যাপকহারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বন উজাড় এবং কৃষি ও শিল্প খাতে গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়ায় বিপদ বাড়ছে। এসব গ্যাস সূর্য থেকে আগত তাপ শোষণের পর পৃথিবীতে সেই তাপ বিকিরণ করে ও তার কিছু অংশ ধরে রাখে। ফলে নিম্ন বায়ুমণ্ডল উষ্ণ হয়। জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে প্রভাব ফেলছে। সম্প্রসারিত হচ্ছে মরুকরণ প্রক্রিয়া। বিশ্বজুড়ে আগুন লাগার ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। মেরু দেশে উষ্ণতা বৃদ্ধির ফলে গলছে চিরহিম ভূমি। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত বৃদ্ধির পেছনেও আবহাওয়া মণ্ডলের উষ্ণতা বৃদ্ধি অনেকাংশে দায়ী। বাড়ছে এসব প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা। ভয়াবহ দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে লোডশেডিংয়ের মহাআপদ। চিকিৎসাবিজ্ঞানীরা দাবদাহের সময় বাইরের শরবতজাতীয় পানীয় পানের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। রোদে বাইরে বের হওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বনেরও পরামর্শও দিয়েছেন তাঁরা।
শিরোনাম
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু
- রুনা লায়লাকে নিয়ে আসছে উপন্যাস
- বিরোধীদের দাবি ৭০০ নিহত, সরকার বলছে ‘বিচ্ছিন্ন ঘটনা’
- গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
- ‘তালেবান সরকারকে না জানিয়েই দুই আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান’
- বিদেশে নেওয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
- ক্যারিবীয় সাগরে আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ৩
- জাপানে ভালুকের আক্রমণ ঠেকাতে মাঠে নামছে সেনাবাহিনী
- চীনের চমক, মানুষের সঙ্গে মহাকাশে চার ইঁদুর!
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় জাতি
- ইরানে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত
- কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এনবিআর
- তুরস্ক থেকে সিরিয়ায় ফিরেছেন সাড়ে পাঁচ লাখ শরণার্থী
- কর ফাঁকিতেও চ্যাম্পিয়ন সেই ডাক্তাররা
- ভারতীয় বংশোদ্ভূত সিইও’র বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের জালিয়াতির অভিযোগ
গ্রীষ্মের দাবদাহ
জনজীবনে অস্থিরতা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর