গ্রীষ্মের দাবদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। দেশের বহু সড়ক-মহাসড়কে পিচ গলছে ভয়াবহ উষ্ণতায়। শুক্রবার চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে তিন দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত দুই দিন সকাল থেকেই তীব্র রোদ আর ভ্যাপসা গরমে মানুষের স্বাভাবিক চলাফেরা ছিল কম। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে কম বের হয়েছেন। খেটে খাওয়া মানুষকে গরমের ভোগান্তি আর দুর্ভোগ বেশি পোহাতে হয়েছে। গত সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু বুধবার থেকে বাড়তে শুরু করে। আবহাওয়াবিদদের অভিমত, এপ্রিলে গরম অপেক্ষাকৃত কম ছিল। পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকায় মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাব আপাতত নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়েই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এ পরিবর্তনের জন্য দায়ী ব্যাপকহারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বন উজাড় এবং কৃষি ও শিল্প খাতে গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়ায় বিপদ বাড়ছে। এসব গ্যাস সূর্য থেকে আগত তাপ শোষণের পর পৃথিবীতে সেই তাপ বিকিরণ করে ও তার কিছু অংশ ধরে রাখে। ফলে নিম্ন বায়ুমণ্ডল উষ্ণ হয়। জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে প্রভাব ফেলছে। সম্প্রসারিত হচ্ছে মরুকরণ প্রক্রিয়া। বিশ্বজুড়ে আগুন লাগার ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। মেরু দেশে উষ্ণতা বৃদ্ধির ফলে গলছে চিরহিম ভূমি। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত বৃদ্ধির পেছনেও আবহাওয়া মণ্ডলের উষ্ণতা বৃদ্ধি অনেকাংশে দায়ী। বাড়ছে এসব প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা। ভয়াবহ দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে লোডশেডিংয়ের মহাআপদ। চিকিৎসাবিজ্ঞানীরা দাবদাহের সময় বাইরের শরবতজাতীয় পানীয় পানের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। রোদে বাইরে বের হওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বনেরও পরামর্শও দিয়েছেন তাঁরা।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
গ্রীষ্মের দাবদাহ
জনজীবনে অস্থিরতা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর