গ্রীষ্মের দাবদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। দেশের বহু সড়ক-মহাসড়কে পিচ গলছে ভয়াবহ উষ্ণতায়। শুক্রবার চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে তিন দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত দুই দিন সকাল থেকেই তীব্র রোদ আর ভ্যাপসা গরমে মানুষের স্বাভাবিক চলাফেরা ছিল কম। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে কম বের হয়েছেন। খেটে খাওয়া মানুষকে গরমের ভোগান্তি আর দুর্ভোগ বেশি পোহাতে হয়েছে। গত সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু বুধবার থেকে বাড়তে শুরু করে। আবহাওয়াবিদদের অভিমত, এপ্রিলে গরম অপেক্ষাকৃত কম ছিল। পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকায় মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাব আপাতত নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়েই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এ পরিবর্তনের জন্য দায়ী ব্যাপকহারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বন উজাড় এবং কৃষি ও শিল্প খাতে গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়ায় বিপদ বাড়ছে। এসব গ্যাস সূর্য থেকে আগত তাপ শোষণের পর পৃথিবীতে সেই তাপ বিকিরণ করে ও তার কিছু অংশ ধরে রাখে। ফলে নিম্ন বায়ুমণ্ডল উষ্ণ হয়। জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে প্রভাব ফেলছে। সম্প্রসারিত হচ্ছে মরুকরণ প্রক্রিয়া। বিশ্বজুড়ে আগুন লাগার ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। মেরু দেশে উষ্ণতা বৃদ্ধির ফলে গলছে চিরহিম ভূমি। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত বৃদ্ধির পেছনেও আবহাওয়া মণ্ডলের উষ্ণতা বৃদ্ধি অনেকাংশে দায়ী। বাড়ছে এসব প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা। ভয়াবহ দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে লোডশেডিংয়ের মহাআপদ। চিকিৎসাবিজ্ঞানীরা দাবদাহের সময় বাইরের শরবতজাতীয় পানীয় পানের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। রোদে বাইরে বের হওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বনেরও পরামর্শও দিয়েছেন তাঁরা।
শিরোনাম
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চের কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান