গ্রীষ্মের দাবদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। দেশের বহু সড়ক-মহাসড়কে পিচ গলছে ভয়াবহ উষ্ণতায়। শুক্রবার চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে তিন দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত দুই দিন সকাল থেকেই তীব্র রোদ আর ভ্যাপসা গরমে মানুষের স্বাভাবিক চলাফেরা ছিল কম। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে কম বের হয়েছেন। খেটে খাওয়া মানুষকে গরমের ভোগান্তি আর দুর্ভোগ বেশি পোহাতে হয়েছে। গত সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু বুধবার থেকে বাড়তে শুরু করে। আবহাওয়াবিদদের অভিমত, এপ্রিলে গরম অপেক্ষাকৃত কম ছিল। পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকায় মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাব আপাতত নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়েই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এ পরিবর্তনের জন্য দায়ী ব্যাপকহারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বন উজাড় এবং কৃষি ও শিল্প খাতে গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়ায় বিপদ বাড়ছে। এসব গ্যাস সূর্য থেকে আগত তাপ শোষণের পর পৃথিবীতে সেই তাপ বিকিরণ করে ও তার কিছু অংশ ধরে রাখে। ফলে নিম্ন বায়ুমণ্ডল উষ্ণ হয়। জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে প্রভাব ফেলছে। সম্প্রসারিত হচ্ছে মরুকরণ প্রক্রিয়া। বিশ্বজুড়ে আগুন লাগার ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। মেরু দেশে উষ্ণতা বৃদ্ধির ফলে গলছে চিরহিম ভূমি। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত বৃদ্ধির পেছনেও আবহাওয়া মণ্ডলের উষ্ণতা বৃদ্ধি অনেকাংশে দায়ী। বাড়ছে এসব প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা। ভয়াবহ দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে লোডশেডিংয়ের মহাআপদ। চিকিৎসাবিজ্ঞানীরা দাবদাহের সময় বাইরের শরবতজাতীয় পানীয় পানের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। রোদে বাইরে বের হওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বনেরও পরামর্শও দিয়েছেন তাঁরা।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
গ্রীষ্মের দাবদাহ
জনজীবনে অস্থিরতা
প্রিন্ট ভার্সন
