দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক শতাধিক লুটেরাকে চিহ্নিত করে তাদের তালিকা বানিয়েছে। এসব লুটেরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন। সেখানে তারা যাপন করছেন বিলাসী-জীবন। অথচ ঋণের টাকা অনাদায়ী থাকায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো এসব ঋণকে মন্দ ঋণ ঘোষণা করতে বাধ্য হচ্ছে। এমনকি এদের কারণে একটি ননব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন করা হয়েছে। অখ্যাত এক ব্যবসায়ী একাই কয়েকটি ব্যাংক ও ননব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা মেরে দিয়ে কানাডায় পলাতক-জীবন যাপন করছে। ইসা বাদশা ও মুসা বাদশা নামে দুই ভাই আটটি ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা নিয়ে পাড়ি জমিয়েছেন একই দেশে। শুধু তাই নয়, অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন। পাশাপাশি ব্যাংক থেকেও বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেই টাকা মেরে দিয়ে নিরাপদে দেশও ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত স্বাস্থ্য অধিদফতরের একজন প্রশাসনিক কর্মকর্তা, যার নামে বিভিন্ন ব্যাংকে থাকা প্রায় ৫০০ কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক। পরে তিনি দেশ থেকে পালিয়ে এখন অস্ট্রেলিয়ায় বিলাসী-জীবন যাপন করছেন। ব্যাংক জালিয়াতির মহারথী হিসেবে পরিচিত বিসমিল্লাহ গ্রুপ ব্যাংকের টাকা মেরে নিয়ে যায় দুবাইতে। এমন আরও অনেকে ব্যাংকের টাকা মেরে ব্যাংকক, দুবাই, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। ব্যাংকে মজুদ অর্থের উৎস দেশের সাধারণ মানুষ। কিন্তু একশ্রেণির প্রতারক ব্যাংক ঋণ নিয়ে লোপাট করার যে ‘কৃতিত্ব’ দেখিয়েছেন তা আরব্য উপন্যাসের অন্যতম চরিত্র ‘থিফ অব বাগদাদ’ বা বাগদাদের চোরদেরও হার মানায়। বাংলাদেশ ব্যাংক লুটেরাদের তালিকা তৈরির যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে লুটেরাদের চিহ্নিত করা কিংবা তালিকা তৈরি করে ক্ষান্ত দিলে চলবে না, তাদের দেশে ফেরত এনে লুণ্ঠিত অর্থ আদায়ের উদ্যোগ নিতে হবে। পশ্চিমা দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর জনগণের জন্য মায়াকান্না করলেও এসব দেশ থেকে যারা অর্থ পাচার করে তাদের দেশে ঠাঁই নেয়, তাদের ব্যাপারে খুবই উদার। এই ভন্ডামির অবসানে সরকারি পর্যায়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে অপরাধীদের ফেরত আনার ব্যাপারে দেনদরবার করতে হবে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার