দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক শতাধিক লুটেরাকে চিহ্নিত করে তাদের তালিকা বানিয়েছে। এসব লুটেরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন। সেখানে তারা যাপন করছেন বিলাসী-জীবন। অথচ ঋণের টাকা অনাদায়ী থাকায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো এসব ঋণকে মন্দ ঋণ ঘোষণা করতে বাধ্য হচ্ছে। এমনকি এদের কারণে একটি ননব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন করা হয়েছে। অখ্যাত এক ব্যবসায়ী একাই কয়েকটি ব্যাংক ও ননব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা মেরে দিয়ে কানাডায় পলাতক-জীবন যাপন করছে। ইসা বাদশা ও মুসা বাদশা নামে দুই ভাই আটটি ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা নিয়ে পাড়ি জমিয়েছেন একই দেশে। শুধু তাই নয়, অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন। পাশাপাশি ব্যাংক থেকেও বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেই টাকা মেরে দিয়ে নিরাপদে দেশও ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত স্বাস্থ্য অধিদফতরের একজন প্রশাসনিক কর্মকর্তা, যার নামে বিভিন্ন ব্যাংকে থাকা প্রায় ৫০০ কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক। পরে তিনি দেশ থেকে পালিয়ে এখন অস্ট্রেলিয়ায় বিলাসী-জীবন যাপন করছেন। ব্যাংক জালিয়াতির মহারথী হিসেবে পরিচিত বিসমিল্লাহ গ্রুপ ব্যাংকের টাকা মেরে নিয়ে যায় দুবাইতে। এমন আরও অনেকে ব্যাংকের টাকা মেরে ব্যাংকক, দুবাই, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। ব্যাংকে মজুদ অর্থের উৎস দেশের সাধারণ মানুষ। কিন্তু একশ্রেণির প্রতারক ব্যাংক ঋণ নিয়ে লোপাট করার যে ‘কৃতিত্ব’ দেখিয়েছেন তা আরব্য উপন্যাসের অন্যতম চরিত্র ‘থিফ অব বাগদাদ’ বা বাগদাদের চোরদেরও হার মানায়। বাংলাদেশ ব্যাংক লুটেরাদের তালিকা তৈরির যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে লুটেরাদের চিহ্নিত করা কিংবা তালিকা তৈরি করে ক্ষান্ত দিলে চলবে না, তাদের দেশে ফেরত এনে লুণ্ঠিত অর্থ আদায়ের উদ্যোগ নিতে হবে। পশ্চিমা দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর জনগণের জন্য মায়াকান্না করলেও এসব দেশ থেকে যারা অর্থ পাচার করে তাদের দেশে ঠাঁই নেয়, তাদের ব্যাপারে খুবই উদার। এই ভন্ডামির অবসানে সরকারি পর্যায়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে অপরাধীদের ফেরত আনার ব্যাপারে দেনদরবার করতে হবে।
শিরোনাম
- ইরানের পাশে দাঁড়াল প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
ব্যাংক লুটেরাদের তালিকা
ওদের ফেরত আনার উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর