দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক শতাধিক লুটেরাকে চিহ্নিত করে তাদের তালিকা বানিয়েছে। এসব লুটেরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন। সেখানে তারা যাপন করছেন বিলাসী-জীবন। অথচ ঋণের টাকা অনাদায়ী থাকায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো এসব ঋণকে মন্দ ঋণ ঘোষণা করতে বাধ্য হচ্ছে। এমনকি এদের কারণে একটি ননব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন করা হয়েছে। অখ্যাত এক ব্যবসায়ী একাই কয়েকটি ব্যাংক ও ননব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা মেরে দিয়ে কানাডায় পলাতক-জীবন যাপন করছে। ইসা বাদশা ও মুসা বাদশা নামে দুই ভাই আটটি ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা নিয়ে পাড়ি জমিয়েছেন একই দেশে। শুধু তাই নয়, অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন। পাশাপাশি ব্যাংক থেকেও বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেই টাকা মেরে দিয়ে নিরাপদে দেশও ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত স্বাস্থ্য অধিদফতরের একজন প্রশাসনিক কর্মকর্তা, যার নামে বিভিন্ন ব্যাংকে থাকা প্রায় ৫০০ কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক। পরে তিনি দেশ থেকে পালিয়ে এখন অস্ট্রেলিয়ায় বিলাসী-জীবন যাপন করছেন। ব্যাংক জালিয়াতির মহারথী হিসেবে পরিচিত বিসমিল্লাহ গ্রুপ ব্যাংকের টাকা মেরে নিয়ে যায় দুবাইতে। এমন আরও অনেকে ব্যাংকের টাকা মেরে ব্যাংকক, দুবাই, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। ব্যাংকে মজুদ অর্থের উৎস দেশের সাধারণ মানুষ। কিন্তু একশ্রেণির প্রতারক ব্যাংক ঋণ নিয়ে লোপাট করার যে ‘কৃতিত্ব’ দেখিয়েছেন তা আরব্য উপন্যাসের অন্যতম চরিত্র ‘থিফ অব বাগদাদ’ বা বাগদাদের চোরদেরও হার মানায়। বাংলাদেশ ব্যাংক লুটেরাদের তালিকা তৈরির যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে লুটেরাদের চিহ্নিত করা কিংবা তালিকা তৈরি করে ক্ষান্ত দিলে চলবে না, তাদের দেশে ফেরত এনে লুণ্ঠিত অর্থ আদায়ের উদ্যোগ নিতে হবে। পশ্চিমা দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর জনগণের জন্য মায়াকান্না করলেও এসব দেশ থেকে যারা অর্থ পাচার করে তাদের দেশে ঠাঁই নেয়, তাদের ব্যাপারে খুবই উদার। এই ভন্ডামির অবসানে সরকারি পর্যায়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে অপরাধীদের ফেরত আনার ব্যাপারে দেনদরবার করতে হবে।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
ব্যাংক লুটেরাদের তালিকা
ওদের ফেরত আনার উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর