জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলের শিরস্ত্রাণে সোনালি পালক সংযোজন করেছে। সিলেটে প্রথম খেলায় টাইগাররা সফরকারী দলের বিরুদ্ধে ১৬৯ রানের বিশাল ব্যবধানে হেসেখেলে জিতলেও দ্বিতীয় ম্যাচে জয় এসেছে ঘাম ঝরিয়ে। বলা যায়, হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। হারলেও অষ্টম জুটিতে জিম্বাবুয়ের লড়াকু মনোভাব ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। হার না মানা মনোভাব নিয়ে লড়াইয়ের জন্য কৃতিত্বের দাবিদার সফরকারী দল। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৩২২ রান। জিম্বাবুয়ের বিরুদ্ধে এটি একটি রেকর্ড। আফ্রিকার দলটির বিরুদ্ধে আগের ম্যাচেই ৩২১ রান করেছিল মাশরাফি বাহিনী। তবে ৩২৩ রানের পাহাড় টপকাতে নেমে লড়াকু মনোভাবের কারণে জয়ের খুব কাছে চলে গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ৩১৮ রানে আটকে যায় তাদের ইনিংস। এ ম্যাচে ১৫৮ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন তামিম ইকবাল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের এটি নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১৫৪ রানের রেকর্ডটিও ছিল তামিমের। ৫০ বলে ৫৫ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিমও। ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৫ রান করতেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। তখন মনে হচ্ছিল জয় যেন সময়ের ব্যাপার। কিন্তু অষ্টম উইকেট জুটিতে তিরিপানো ও মুতুম্বজি মাত্র ৪৪ বলে ৮০ রান করে ম্যাচের চিত্র পাল্টে দেন। শেষ ওভারের নাটকে অবশ্য জিতে যায় বাংলাদেশ। এ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২০ রান। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের পণ তখন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। বোলার ব্যাটসম্যান তিরিপানো টানা ২ বলে ছক্কা হাঁকালে উজ্জ্বল হয়ে ওঠে জিম্বাবুয়ের সম্ভাবনা। শেষ ২ বলে তাদের দরকার ছিল ৬ রান। কিন্তু আল আমিন পরাজয় এড়াতে সক্ষম হন কৌশলী বল করে। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের ফলে এখন সফরকারীদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ওয়ানডেতে মঙ্গলবার অর্জিত হয়েছে বাংলাদেশের ২৫তম সিরিজ জয়। এর মধ্যে ১১টিই জিম্বাবুয়ের বিরুদ্ধে। কঠিন হলেও জয় মানেই জয়। শেষ মুহূর্তেও স্নায়ুর চাপ ঠিক রাখার পুরস্কার পেয়েছে টাইগাররা। আরও এগিয়ে যেতে এমন হার না মানা মনোভাব জিইয়ে রাখার বিকল্প নেই।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
টাইগারদের সিরিজ জয়
হার না মানা মনোভাব জিইয়ে রাখতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর