জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলের শিরস্ত্রাণে সোনালি পালক সংযোজন করেছে। সিলেটে প্রথম খেলায় টাইগাররা সফরকারী দলের বিরুদ্ধে ১৬৯ রানের বিশাল ব্যবধানে হেসেখেলে জিতলেও দ্বিতীয় ম্যাচে জয় এসেছে ঘাম ঝরিয়ে। বলা যায়, হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। হারলেও অষ্টম জুটিতে জিম্বাবুয়ের লড়াকু মনোভাব ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। হার না মানা মনোভাব নিয়ে লড়াইয়ের জন্য কৃতিত্বের দাবিদার সফরকারী দল। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৩২২ রান। জিম্বাবুয়ের বিরুদ্ধে এটি একটি রেকর্ড। আফ্রিকার দলটির বিরুদ্ধে আগের ম্যাচেই ৩২১ রান করেছিল মাশরাফি বাহিনী। তবে ৩২৩ রানের পাহাড় টপকাতে নেমে লড়াকু মনোভাবের কারণে জয়ের খুব কাছে চলে গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ৩১৮ রানে আটকে যায় তাদের ইনিংস। এ ম্যাচে ১৫৮ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন তামিম ইকবাল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের এটি নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১৫৪ রানের রেকর্ডটিও ছিল তামিমের। ৫০ বলে ৫৫ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিমও। ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৫ রান করতেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। তখন মনে হচ্ছিল জয় যেন সময়ের ব্যাপার। কিন্তু অষ্টম উইকেট জুটিতে তিরিপানো ও মুতুম্বজি মাত্র ৪৪ বলে ৮০ রান করে ম্যাচের চিত্র পাল্টে দেন। শেষ ওভারের নাটকে অবশ্য জিতে যায় বাংলাদেশ। এ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২০ রান। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের পণ তখন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। বোলার ব্যাটসম্যান তিরিপানো টানা ২ বলে ছক্কা হাঁকালে উজ্জ্বল হয়ে ওঠে জিম্বাবুয়ের সম্ভাবনা। শেষ ২ বলে তাদের দরকার ছিল ৬ রান। কিন্তু আল আমিন পরাজয় এড়াতে সক্ষম হন কৌশলী বল করে। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের ফলে এখন সফরকারীদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ওয়ানডেতে মঙ্গলবার অর্জিত হয়েছে বাংলাদেশের ২৫তম সিরিজ জয়। এর মধ্যে ১১টিই জিম্বাবুয়ের বিরুদ্ধে। কঠিন হলেও জয় মানেই জয়। শেষ মুহূর্তেও স্নায়ুর চাপ ঠিক রাখার পুরস্কার পেয়েছে টাইগাররা। আরও এগিয়ে যেতে এমন হার না মানা মনোভাব জিইয়ে রাখার বিকল্প নেই।
শিরোনাম
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
টাইগারদের সিরিজ জয়
হার না মানা মনোভাব জিইয়ে রাখতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর