জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলের শিরস্ত্রাণে সোনালি পালক সংযোজন করেছে। সিলেটে প্রথম খেলায় টাইগাররা সফরকারী দলের বিরুদ্ধে ১৬৯ রানের বিশাল ব্যবধানে হেসেখেলে জিতলেও দ্বিতীয় ম্যাচে জয় এসেছে ঘাম ঝরিয়ে। বলা যায়, হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। হারলেও অষ্টম জুটিতে জিম্বাবুয়ের লড়াকু মনোভাব ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। হার না মানা মনোভাব নিয়ে লড়াইয়ের জন্য কৃতিত্বের দাবিদার সফরকারী দল। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৩২২ রান। জিম্বাবুয়ের বিরুদ্ধে এটি একটি রেকর্ড। আফ্রিকার দলটির বিরুদ্ধে আগের ম্যাচেই ৩২১ রান করেছিল মাশরাফি বাহিনী। তবে ৩২৩ রানের পাহাড় টপকাতে নেমে লড়াকু মনোভাবের কারণে জয়ের খুব কাছে চলে গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ৩১৮ রানে আটকে যায় তাদের ইনিংস। এ ম্যাচে ১৫৮ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন তামিম ইকবাল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের এটি নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১৫৪ রানের রেকর্ডটিও ছিল তামিমের। ৫০ বলে ৫৫ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিমও। ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৫ রান করতেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। তখন মনে হচ্ছিল জয় যেন সময়ের ব্যাপার। কিন্তু অষ্টম উইকেট জুটিতে তিরিপানো ও মুতুম্বজি মাত্র ৪৪ বলে ৮০ রান করে ম্যাচের চিত্র পাল্টে দেন। শেষ ওভারের নাটকে অবশ্য জিতে যায় বাংলাদেশ। এ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২০ রান। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের পণ তখন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। বোলার ব্যাটসম্যান তিরিপানো টানা ২ বলে ছক্কা হাঁকালে উজ্জ্বল হয়ে ওঠে জিম্বাবুয়ের সম্ভাবনা। শেষ ২ বলে তাদের দরকার ছিল ৬ রান। কিন্তু আল আমিন পরাজয় এড়াতে সক্ষম হন কৌশলী বল করে। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের ফলে এখন সফরকারীদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ওয়ানডেতে মঙ্গলবার অর্জিত হয়েছে বাংলাদেশের ২৫তম সিরিজ জয়। এর মধ্যে ১১টিই জিম্বাবুয়ের বিরুদ্ধে। কঠিন হলেও জয় মানেই জয়। শেষ মুহূর্তেও স্নায়ুর চাপ ঠিক রাখার পুরস্কার পেয়েছে টাইগাররা। আরও এগিয়ে যেতে এমন হার না মানা মনোভাব জিইয়ে রাখার বিকল্প নেই।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
টাইগারদের সিরিজ জয়
হার না মানা মনোভাব জিইয়ে রাখতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর