শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

কবর দেশের খবর নিয়ে যাও

মাওলানা সেলিম হোসাইন আজাদী

কবর দেশের খবর নিয়ে যাও

এই সুন্দর ফুল, সুন্দর ফল আর মিঠা নদীর পানি ঘেরা দুনিয়া ফেলে এক দিন চলে যেতে হবে অন্ধকার কবরের দেশে। যেখানে আমল ছাড়া কোনো বন্ধু থাকবে না। নবী ছাড়া কোনো আত্মীয় পাব না। আল্লাহ ছাড়া কেউ ছায়া দেবেন না। হে মানুষ! তুমি যদি আমলের জীবন গঠন করে যেতে পার, তাহলে অন্ধকার কবর ঘরেও তুমি আলো পাবে। নিঃসঙ্গ জীবনেও সঙ্গী পাবে। ভয়ের জগতে পাবে নিরাপত্তা। তোমার নসিব যদি মন্দ হয়, কবর দেশের কথা ভুলে যাও, আর বেপরোয়া জীবনযাপন কর, তাহলে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই দুনিয়া-আখেরাতের সব আলো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। একাকী নিঃসঙ্গ জীবন তোমার জন্য আরও কঠিন, আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। দুনিয়ার রংমহলে ডুবে থেকে আমরা আখেরাত ভুলে হারিয়ে যাই রঙের দুনিয়ায়। ভুলে থাকি আল্লাহকে। ভুলে যাই কবরের জীবনকে। কবর দেশের খবর নেওয়ার ফুরসত পাই না একেবারে। কবর ভোলা মানুষ মাত্রই লাগামহীন জীবনযাপন করে থাকে। সে মনে করে, তার অন্যায়-অপরাধ, জুলুম-নির্যাতন কেউ দেখছে না। তার কাজকর্মের কোনো হিসাব দিতে হবে না কারও কাছে। আসলে কিন্তু তা নয়, আমাদের প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে পাই পাই করে দিতে হবে। যখন কবর দেশের পালকি আমাদের জন্য আসবে, তখন আমরা বুঝতে পারব কতটা অসচেতন অবহেলায় কাটিয়েছি জীবন। পবিত্র কোরআনে বারবার আল্লাহ বলেছেন, হে মানুষ! এ ছোট্ট জীবন তোমাদের পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। আমাদের এ পরীক্ষা চলবে কবর দেশে যাওয়ার আগ পর্যন্ত। কবর দেশের ডাক চলে এলেই আমাদের পরীক্ষার ফল জেনে যাব। তখন কারও মুখে হাসি ফুটবে। আর কারও মুখে দেখা যাবে অপমান-হতাশার চিহ্ন। আজকে আমরা টাকার গরমে, ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করছি, আমরা ভুলে যাই যে আমার চেয়েও বেশি টাকাওয়ালা ছিল কারুন। ও বন্ধু! তুমি কি জান তোমার চেয়ে কত বেশি ক্ষমতাধর ছিল নমরুদ, ফেরাউন। তুমি কি জান, তোমার চেয়ে কত বেশি জ্ঞানী ছিল কবরের দেশে চলে যাওয়া মানুষগুলো। টাকার মায়া, ক্ষমতার অহংকার আর ইলমের বাহাদুরি তাদেরও ছিল। দুনিয়াজুড়ে তারাও খ্যাতি লাভ করেছিল। পৃথিবীর এ প্রান্তে ও প্রান্তে একবাক্যে মানুষ তাদের চিনত। হায় আফসোস! আজ তাদের কবরের চিহ্নটুকু পর্যন্ত নেই। এক দিন তোমার ওপরও এমন একটি সময় আসবে। অন্ধকার কবর দেশে অসহায়-এতিমের মতো তুমি পড়ে থাকবে। তোমার কবরের ওপর গরু ঘাস খাবে, ছাগল বসে থাকবে। কুকুর দৌড়াবে; কিন্তু হায়! একটি পোকা তাড়ানোর ক্ষমতাও তোমার থাকবে না। আজ তোমার রক্ত গরম। ক্ষমতা বেশি। তোমার আগে কেউ চলে গেলে, তোমার কথার ওপর কথা বললে, হুঙ্কার দিয়ে ওঠো। হে আল্লাহর বান্দা, মনে করে দেখ, এমন এক দিন ছিল, তুমি কথাও বলতে পারতে না। আবার এক দিন আসবে তুমি কথা শুনবে; কিন্তু জবাব দিতে পারবে না। তাহলে এই যে অল্প সময়ের জন্য আল্লাহপাক তোমাকে ক্ষমতা দিয়েছেন, কেন এ ক্ষমতার অপব্যবহার করছ? কেন আল্লাহকে ভুলে আছ? কেন তুমি কবর দেশের খবর নিচ্ছ না? হে আল্লাহর বান্দা! আজ তোমার চারপাশে কত মানুষের ভিড়। সবাই কত ভালোবাসে তোমাকে। মনে হয় যেন সবাই আপনজন। তোমার সফলতায় তারা হাসে। তোমায় ব্যর্থতায় কাঁদে। তুমি যোগ্যতার বলে একেকটি সিঁড়ি অতিক্রম করে যাচ্ছ। নতুন সম্পর্ক গড়ছ। সম্পর্ক ভাঙছ। তুমি কি জান, এই যে জীবনযাত্রা, এই যে প্রতিদিনের ব্যস্ততা, এসব কিছুই এক দিন থেমে যাবে ওই ঘড়ির কাঁটার মতোই।

আসুন এই দেহ থেকে রুহু পাখিটি চলে যাওয়ার আগে কবর দেশের জন্য ভালো কিছু করি। পরকালের সম্বল সংগ্রহ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ মুফাস্সির সোসাইটি

www.selimazadi.com

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর