উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে বিশাল বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির। ভিপি, জিএস ও এজিএস এবং ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার আগে-পরে প্রার্থীরা একে-অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু অভিযোগ করলেও ভোটে বড় কোনো অনিয়ম ঘটেনি। শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ়তার সঙ্গে বলেছে, নির্বাচনে কারচুপির কোনো সুযোগ ছিল না। বিশেষজ্ঞদের অভিমত, ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। যে গণতন্ত্র গত দেড় দশক ‘শিকল পরা’ ছিল স্বৈরাচারের নানা কূটকৌশলে। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। সবাই একসঙ্গে কাজ করব। সবাই মিলে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলব।’ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয় জুলাই বিপ্লব। এখান থেকেই রচিত হবে আগামী বাংলাদেশের স্বপ্ন-আকাক্সক্ষাও।’ উনিশশ বায়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর, একাত্তর, নব্বই এবং সর্বশেষ ২০২৪-এর গণ অভ্যুত্থানে ঢাবি শিক্ষার্থীদের অগ্রণী প্রতিবাদী ভূমিকা সারা দেশকে একত্র করেছে। শুধু শিক্ষার্থী নয়, সর্বসাধারণকে পথে নামিয়েছে তরুণ প্রজন্মের সঠিক, সাহসী, চৌকশ নেতৃত্ব। বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোট ও ভোটাধিকার বঞ্চিত। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনও একই প্রক্রিয়ায় মুখ থুবড়ে পড়ে ছিল। ডাকসু একটা জংধরা তালা খুলল। গণতন্ত্রায়ণের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। পর্যায়ক্রমে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হোক। ডাকসুর নতুন নেতৃত্বের শতভাগ সদিচ্ছা ও সর্বোচ্চ প্রচেষ্টায়- শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক স্বার্থ রক্ষা নিশ্চিত হোক। তাদের একাগ্র প্রচেষ্টায় এককালে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো গরিমা ফিরে পাক- এ প্রত্যাশা দেশের প্রতিটি সচেতন মানুষের।
শিরোনাম
- জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
- রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু ভারতের
- আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল, অনেকে হতাহত
- জেন-জি আন্দোলন : নেপালে নিহত বেড়ে ৩০
- রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
- যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
- বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
- সাফারি পার্কে পেছন থেকে সিংহের আক্রমণ, পরিচর্যাকারী নিহত
- জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
- অস্থিরতার সুযোগে নেপালে জেল থেকে পালিয়েছে ১৩৫৭২ বন্দি
- বিসিএস পরীক্ষার নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- অবৈধ অভিবাসন রোধে ইইউ’র সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার
- রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটোর অনুচ্ছেদ ৪ প্রয়োগের আহ্বান পোল্যান্ডের
- ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তরুণরা
- সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক
- বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নে মতবিনিময়
- ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন বৃহস্পতিবার
- চালু হলো নেপালের ত্রিভূবন বিমানবন্দর
ডাকসু নির্বাচন
জয় হয়েছে গণতন্ত্রের
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর