করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে দেশজুড়ে। লকডাউনে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক দুই ধরনের কর্মসংস্থানেই সংকট সৃষ্টি হচ্ছে। দিন আনে দিন খায় এমন লাখ লাখ মানুষের জন্য অনাহার-অর্ধাহারের আশঙ্কা সৃষ্টি করেছে লকডাউন। ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিক অর্থনীতি। স্বীকার করতেই হবে মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। সেহেতু অর্থনীতি, জাতীয় সমৃদ্ধি ইত্যাদির চেয়ে জীবন বাঁচানোর বিষয়টি অগ্রাধিকারের দাবি রাখে। তবে জীবিকার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এ বিষয়টির সঙ্গে স্পর্শকাতরতাও জড়িত। ক্ষুধার ক্ষেত্রে মানুষ যে যুক্তি মানতে চায় না এও বাস্তবতা। এ প্রেক্ষাপটে লকডাউনকালে সমাজের নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার বিষয়টি প্রাধান্য পাওয়া দরকার। কারণ চলমান এ লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া দিনমজুর শ্রেণির মানুষ। অপ্রাতিষ্ঠানিক খাতের এসব মানুষকে আর্থিক সহায়তা দিতে সরকারের আর্থিক সহায়তা কর্মসূচির আওতা বাড়াতে হবে। গত বছরের এই সময়ে আর্থিক সহায়তা দিতে গিয়ে কিছু অনিয়ম-দুর্নীতি সংঘটিত হলেও মানুষের কাছে সহায়তা পৌঁছেছে। এবারও এ সহায়তা চালু করা শুধু নয়, বাড়াতে হবে। গ্রামের তুলনায় নগরকেন্দ্রিক দরিদ্র মানুষ বেশি কষ্টের মধ্যে রয়েছে। তাদের সংকটটা একটু বেশিই। কেননা গ্রামে এমনিতেই কভিডের প্রভাব কম, ফলে মানুষের দুর্ভোগও কম। এজন্য নগরকেন্দ্রিক দরিদ্র মানুষের জন্য আলাদাভাবে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া প্রয়োজন। জীবন বাঁচানোর জন্যই সরকার লকডাউনের মতো কঠিন পথ বেছে নিয়েছে। চিকিৎসা-বিজ্ঞানীদের মতে করোনার দ্বিতীয় অভিঘাতের দাপট প্রথমবারের চেয়ে বেশি। দিন দিন তা অবনতিশীল হয়ে উঠছে। এ অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। করোনাকালে কলকারখানা স্বাস্থ্যবিধি মেনে চালু রাখা হয়েছে। এগুলো ভালো উদ্যোগ। আমাদের মতে ঘরের বাইরে সবাই মাস্ক ব্যবহার তথা স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হবে না। এজন্য সর্বত্র যাতে স্বাস্থ্যবিধি জোরালোভাবে মানা হয় তা নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
স্বাস্থ্যবিধিতে কঠোর হোন
লকডাউনের প্রয়োজন হবে না
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ: আর্জেন্টিনার স্কোয়াডে মেসি, নেই মার্তিনেজ
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে