করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে দেশজুড়ে। লকডাউনে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক দুই ধরনের কর্মসংস্থানেই সংকট সৃষ্টি হচ্ছে। দিন আনে দিন খায় এমন লাখ লাখ মানুষের জন্য অনাহার-অর্ধাহারের আশঙ্কা সৃষ্টি করেছে লকডাউন। ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিক অর্থনীতি। স্বীকার করতেই হবে মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। সেহেতু অর্থনীতি, জাতীয় সমৃদ্ধি ইত্যাদির চেয়ে জীবন বাঁচানোর বিষয়টি অগ্রাধিকারের দাবি রাখে। তবে জীবিকার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এ বিষয়টির সঙ্গে স্পর্শকাতরতাও জড়িত। ক্ষুধার ক্ষেত্রে মানুষ যে যুক্তি মানতে চায় না এও বাস্তবতা। এ প্রেক্ষাপটে লকডাউনকালে সমাজের নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার বিষয়টি প্রাধান্য পাওয়া দরকার। কারণ চলমান এ লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া দিনমজুর শ্রেণির মানুষ। অপ্রাতিষ্ঠানিক খাতের এসব মানুষকে আর্থিক সহায়তা দিতে সরকারের আর্থিক সহায়তা কর্মসূচির আওতা বাড়াতে হবে। গত বছরের এই সময়ে আর্থিক সহায়তা দিতে গিয়ে কিছু অনিয়ম-দুর্নীতি সংঘটিত হলেও মানুষের কাছে সহায়তা পৌঁছেছে। এবারও এ সহায়তা চালু করা শুধু নয়, বাড়াতে হবে। গ্রামের তুলনায় নগরকেন্দ্রিক দরিদ্র মানুষ বেশি কষ্টের মধ্যে রয়েছে। তাদের সংকটটা একটু বেশিই। কেননা গ্রামে এমনিতেই কভিডের প্রভাব কম, ফলে মানুষের দুর্ভোগও কম। এজন্য নগরকেন্দ্রিক দরিদ্র মানুষের জন্য আলাদাভাবে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া প্রয়োজন। জীবন বাঁচানোর জন্যই সরকার লকডাউনের মতো কঠিন পথ বেছে নিয়েছে। চিকিৎসা-বিজ্ঞানীদের মতে করোনার দ্বিতীয় অভিঘাতের দাপট প্রথমবারের চেয়ে বেশি। দিন দিন তা অবনতিশীল হয়ে উঠছে। এ অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। করোনাকালে কলকারখানা স্বাস্থ্যবিধি মেনে চালু রাখা হয়েছে। এগুলো ভালো উদ্যোগ। আমাদের মতে ঘরের বাইরে সবাই মাস্ক ব্যবহার তথা স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হবে না। এজন্য সর্বত্র যাতে স্বাস্থ্যবিধি জোরালোভাবে মানা হয় তা নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
স্বাস্থ্যবিধিতে কঠোর হোন
লকডাউনের প্রয়োজন হবে না
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর