কভিড-১৯ প্রতিরোধের জন্য বিশ্বের বিভিন্ন দেশে টিকার ব্যবহার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য প্রভৃতি দেশে গণটিকাদান কর্মসূচি বেশ সফলও হয়েছে। বাংলাদেশও একই পথে এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ৭৪ লাখ ২৩ হাজার ২৭৪ ডোজ। সরকারের হাতে মোট টিকা ছিল ১ কোটি ২ লাখ ডোজ। এখন হাতে আছে ২৭ লাখ ৭৬ হাজার ৭২৬ ডোজ। সুতরাং একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় ডোজ চালু রাখলে হাতে থাকা টিকা দিয়ে আর দুই সপ্তাহের মতো চলতে পারে। কিন্তু পরের জন্য টিকা সংগ্রহ নিয়ে ক্রমেই চিন্তা বাড়ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী পাওনা বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা তাড়াতাড়ি দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি নতুন করে তোড়জোড় শুরু হয়েছে অন্যান্য দেশ থেকেও টিকা সংগ্রহের। এ ক্ষেত্রে সরাসরি সরকারি পর্যায়েও বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে। আমেরিকা থেকে মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেশে আনার জন্য এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে একাধিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। রাশিয়া ও চীন থেকেও টিকা আনার জন্য দেনদরবার শুরু হয়েছে সরকারি পর্যায়েই। এ ক্ষেত্রে দেশের একাধিক প্রতিষ্ঠান ওই দুই দেশের টিকা দেশে উৎপাদনের প্রস্তুতি নিয়েছে। আমরা মনে করি সম্ভাব্য সব উৎস থেকে করোনার টিকা সংগ্রহের সরকারি ভাবনাটি যথাযথ, তবে টিকার গুণগতমান, কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মানুষকে টিকা নিশ্চিত করতে হবে। টিকা আমদানি, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে কি না সেদিকে সতর্ক দৃষ্টি রাখা একান্ত জরুরি। সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
করোনা টিকা
সবার জন্য নিশ্চিত করা জরুরি
Not defined
প্রিন্ট ভার্সন
