গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দেশের দক্ষিণাঞ্চলে দাবদাহের প্রচন্ডতা তুলনামূলকভাবে বেশি। লবণাক্ততার কারণে মাঝারি মাত্রার তাপেও জনজীবনে ভোগান্তি বাড়ছে। আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, কয়েক দিন ধরে খুলনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে মাঝারি আকারের তাপমাত্রা বয়ে যাচ্ছে। শনিবার খুলনায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত সপ্তাহে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। প্রচন্ড গরমে কর্মজীবী মানুষজন পড়েছে সীমাহীন দুর্ভোগে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কিছুটা প্রশান্তির জন্য মানুষ ছুটছে গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। তারপরও দুপুরের পর থেকে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। সারা দিন টানা রোদের পর রাতেও উত্তপ্ত থাকছে ঘরবাড়ি। গরমে ডায়রিয়ার পাশাপাশি জ্বর সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। গরমের কারণে শিশুরা অসুস্থ হচ্ছে বেশি। হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে বৃষ্টি না হওয়ায় খুলনা এলাকায় পানির স্তর আগের বছরের তুলনায় প্রায় চার ফুট বেশি নিচে নেমে গেছে। রাজধানীতেও কয়েক দিন ধরে চলছে ভয়াল দাবদাহ। কখনো কখনো বৃষ্টির ফলে পরিবেশে স্বস্তি এলেও তার স্থায়িত্ব শেষ হচ্ছে রোদ্দুরের ভয়াল আগ্রাসনে। এ বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় দেশজুড়ে লুলু হাওয়া থাবা বিস্তার করেছে। সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টির সম্ভাবনা বাড়লেও তা ঘূর্ণিঝড় হিসেবে আবির্ভূত হবে কি না সে আতঙ্কও কম নয়। গ্রীষ্মের দাবদাহ জনস্বাস্থ্যের জন্য দারুণ হুমকি হয়ে দেখা দিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানযোগ্য পানির সংকট চরমে উঠেছে। যা থেকে রক্ষা পেতে বৃষ্টিপাতই এখন বড় ভরসা।
শিরোনাম
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
গ্রীষ্মের দাবদাহ
পানি সংকটে কষ্ট পাচ্ছে মানুষ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর