গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দেশের দক্ষিণাঞ্চলে দাবদাহের প্রচন্ডতা তুলনামূলকভাবে বেশি। লবণাক্ততার কারণে মাঝারি মাত্রার তাপেও জনজীবনে ভোগান্তি বাড়ছে। আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, কয়েক দিন ধরে খুলনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে মাঝারি আকারের তাপমাত্রা বয়ে যাচ্ছে। শনিবার খুলনায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত সপ্তাহে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। প্রচন্ড গরমে কর্মজীবী মানুষজন পড়েছে সীমাহীন দুর্ভোগে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কিছুটা প্রশান্তির জন্য মানুষ ছুটছে গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। তারপরও দুপুরের পর থেকে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। সারা দিন টানা রোদের পর রাতেও উত্তপ্ত থাকছে ঘরবাড়ি। গরমে ডায়রিয়ার পাশাপাশি জ্বর সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। গরমের কারণে শিশুরা অসুস্থ হচ্ছে বেশি। হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে বৃষ্টি না হওয়ায় খুলনা এলাকায় পানির স্তর আগের বছরের তুলনায় প্রায় চার ফুট বেশি নিচে নেমে গেছে। রাজধানীতেও কয়েক দিন ধরে চলছে ভয়াল দাবদাহ। কখনো কখনো বৃষ্টির ফলে পরিবেশে স্বস্তি এলেও তার স্থায়িত্ব শেষ হচ্ছে রোদ্দুরের ভয়াল আগ্রাসনে। এ বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় দেশজুড়ে লুলু হাওয়া থাবা বিস্তার করেছে। সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টির সম্ভাবনা বাড়লেও তা ঘূর্ণিঝড় হিসেবে আবির্ভূত হবে কি না সে আতঙ্কও কম নয়। গ্রীষ্মের দাবদাহ জনস্বাস্থ্যের জন্য দারুণ হুমকি হয়ে দেখা দিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানযোগ্য পানির সংকট চরমে উঠেছে। যা থেকে রক্ষা পেতে বৃষ্টিপাতই এখন বড় ভরসা।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গ্রীষ্মের দাবদাহ
পানি সংকটে কষ্ট পাচ্ছে মানুষ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর