অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা করোনাকালে দেশের অর্থনীতিতে প্রাণসঞ্চার এবং কর্মসংস্থানের প্রবাহ বাড়াতে অপ্রদর্শিত অর্থ আবাসন, শেয়ারবাজার ও উৎপাদনশীল শিল্প খাতে নিয়োগের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, অপ্রদর্শিত অর্থ সব অর্থনৈতিক অঞ্চল ও শিল্প খাতে বিনিয়োগ হলে দেশের টাকা বিদেশে পাচার হওয়া যেমন বন্ধ হবে তেমন বাড়বে কর্মসংস্থানের সুযোগ। অর্থনীতিবিদদের পাশাপাশি ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি সব শিল্প খাতে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ সমর্থন করে বলেছেন ঢালাওভাবে সারা জীবনের জন্য এমন সুযোগ নয়। এ ধরনের অর্থ মূল স্রোতে আনতে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা প্রয়োজন। শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই সভাপতি দেশের অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য শিল্প খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধাসহ নতুন ও তরুণ উদ্যোক্তারাও যাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে পারেন, সে সুযোগ সৃষ্টির পক্ষে বলেছেন। দেশের প্রচলিত আইনে যা-ই থাকুক না কেন, অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবেন না- চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে থাকা এ আইনি নির্দেশনা আগামী পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের যুক্তি, দায়মুক্তির এ সুবিধায় দেশে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ হয়েছে। বেড়েছে রাজস্ব। যা অব্যাহত থাকলে জাতীয় সম্পদ ও প্রবৃদ্ধি বাড়বে। অন্যথায় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাবে। অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য দেশের শিল্প ও আবাসন খাতে বিনিয়োগের প্রস্তাব খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যের দাবিদার। নৈতিক দিক থেকে এমন প্রস্তাবের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা গেলেও বাস্তবতার নিরিখে তা খুবই যৌক্তিক। কারণ অপ্রদর্শিত অর্থ দেশে বৈধভাবে বিনিয়োগ না হলে তা পাচার হয়ে যাবে। পক্ষান্তরে বৈধতা পেলে পাচার হওয়ার বদলে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সচল হবে অর্থনীতি। এ মুহুর্তে এর কোনো বিকল্প নেই।
শিরোনাম
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
অপ্রদর্শিত অর্থ
দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হোক
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর