করোনভাইরাসের টিকা সংগ্রহ নিয়ে সংকটে রয়েছে দুনিয়ার প্রতিটি জাতি। বাংলাদেশের মতো নিম্নমধ্য আয়ের জনবহুল দেশের জন্য এ সংকট বেশি হওয়ারই কথা। টিকার চাহিদা পূরণের দুটি পথের একটি হলো দেশেই টিকা উৎপাদন করা। অন্যটি হলো বিদেশ থেকে করোনা প্রতিষেধক টিকা আমদানি করা। দেশে উৎপাদনের জন্যও রয়েছে দুটি পদ্ধতি। এর একটি হলো বৈজ্ঞানিক গবেষণার ওপর ভর করে নিজস্ব টিকা উৎপাদন, অন্যটি যেসব দেশ করোনার টিকা আবিষ্কার করেছে তাদের কাছ থেকে লাইসেন্স নিয়ে কিংবা যৌথ ব্যবস্থাপনায় দেশে উৎপাদন করা। বাংলাদেশ প্রথম থেকে টিকা আমদানি করে চাহিদা পূরণের দিকে নজর দেওয়ায় দেশে উৎপাদনের বিষয়টি উপেক্ষিত হয়েছে। এখন প্রয়োজনীয় টিকা সংগ্রহে জটিলতা দেখা দেওয়ায় দেশেই স্বল্প খরচে নিজেদের উদ্ভাবিত টিকা উৎপাদন অথবা চীন রাশিয়ার সঙ্গে যৌথভাবে বা লাইসেন্স নিয়ে উৎপাদনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে সরকারের নীতিনির্ধারকদের কাছে। বাংলাদেশের ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলো সুনামের সঙ্গে বিশ্বের ১৫১ দেশে ওষুধ রপ্তানি করছে। দেশের সেরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো, এসকেএফ, অপসোনিন, রেনেটা, হেলথ কেয়ার, এক্মি, এসিআই, অ্যারিস্টোফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ওষুধ রপ্তানি করছে উন্নত দেশগুলোয়। এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকটির রয়েছে টিকা তৈরির অভিজ্ঞতা। চীন, রাশিয়ার প্রযুক্তি এনে টিকা উৎপাদনের আলোচনা বেশ কয়েক মাস ধরেই চলছে। রাশিয়ার স্পুটনিক-ভি ও চীনের সিনোফার্মের টিকা দেশে উৎপাদন নিয়ে আলোচনা সফল হবে বলে আশা করা হচ্ছে। বেশ কয়েকটি ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান টিকা উৎপাদনে আগ্রহও দেখিয়েছে। সরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউটেরও রয়েছে টিকা উৎপাদনের অভিজ্ঞতা। দেশে টিকা উৎপাদন হলে সবার জন্য টিকা নিশ্চিত করা সম্ভব হবে। বাঁচবে বৈদেশিক মুদ্রা। জীবন-জীবিকাও হুমকি থেকে রক্ষা পাবে।
শিরোনাম
- মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজি চর্চা করা উচিত: ধর্ম উপদেষ্টা
- দক্ষতা দিবসে ১১ তরুণ পেলেন জাতীয় পুরস্কার
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী