অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সৌরভ জিইয়ে রেখে নিউজিল্যান্ডকেও লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তারা ব্ল্যাক ক্যাপসদের ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে পেয়েছে ৭ উইকেটের বিশাল জয়। অস্ট্রেলিয়ার সঙ্গে গত সিরিজে টি-২০তে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ করতে না পারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে তারা। নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে বেঁধে রেখে টাইগাররা যে জয় পেয়েছে, অবিশ্বাস্য কিছু না ঘটলে তা সিরিজ জয় পর্যন্ত এগোবে বলে আশা করা যায়। এমনকি টাইগাররা ব্ল্যাক ক্যাপসদের হোয়াইটওয়াশ করার স্বপ্নও হয়তো দেখছে। বুধবার সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুরন্ত বোলিংয়ে ১৬.৫ ওভারে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অলআউট হওয়া ৬০ রানের মধ্যে মাত্র দুজন কিউই ব্যাটসম্যান ২ অঙ্কের রান করেন। অধিনায়ক টম ল্যাথাম ২৫ বলে ১৮ ও হেনরি নিকোলস ২৪ বলে ১৮ রান করার সামর্থ্য দেখান। নিউজিল্যান্ডের ৬০ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৪৫ রান। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের আগের স্কোর অস্ট্রেলিয়ার ৬২। মিরপুরের ধীরগতির উইকেটে তিন স্পিনার সাকিব, নাসুম ও মেহেদি ছিলেন দুরন্ত। তবে বিধ্বংসী ছিলেন মুস্তাফিজ। ‘কাটার বোলার’ বুধবার ২.৫ স্পেলে ১৩ রানের খরচে নেন ৩ উইকেট। মন্থর আর নিচু বাউন্সের বাজে উইকেটে নিউজিল্যান্ড দলের হাত খুলে খেলার সুযোগ ছিল সত্যিকার অর্থে কম। ফলে টাইগারদের কাছে তাদের অসহায়ভাবে হারতে হয়েছে। প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাক্সিক্ষত জয় বিরাট অর্জন হলেও এমন উইকেটের খেলা টাইগারদের কতটা এগোতে সহায়তা করবে? সামনে যেহেতু টি-২০ বিশ্বকাপ তাই সে হিসাবও মাথায় থাকা দরকার। মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা