অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সৌরভ জিইয়ে রেখে নিউজিল্যান্ডকেও লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তারা ব্ল্যাক ক্যাপসদের ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে পেয়েছে ৭ উইকেটের বিশাল জয়। অস্ট্রেলিয়ার সঙ্গে গত সিরিজে টি-২০তে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ করতে না পারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে তারা। নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে বেঁধে রেখে টাইগাররা যে জয় পেয়েছে, অবিশ্বাস্য কিছু না ঘটলে তা সিরিজ জয় পর্যন্ত এগোবে বলে আশা করা যায়। এমনকি টাইগাররা ব্ল্যাক ক্যাপসদের হোয়াইটওয়াশ করার স্বপ্নও হয়তো দেখছে। বুধবার সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুরন্ত বোলিংয়ে ১৬.৫ ওভারে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অলআউট হওয়া ৬০ রানের মধ্যে মাত্র দুজন কিউই ব্যাটসম্যান ২ অঙ্কের রান করেন। অধিনায়ক টম ল্যাথাম ২৫ বলে ১৮ ও হেনরি নিকোলস ২৪ বলে ১৮ রান করার সামর্থ্য দেখান। নিউজিল্যান্ডের ৬০ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৪৫ রান। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের আগের স্কোর অস্ট্রেলিয়ার ৬২। মিরপুরের ধীরগতির উইকেটে তিন স্পিনার সাকিব, নাসুম ও মেহেদি ছিলেন দুরন্ত। তবে বিধ্বংসী ছিলেন মুস্তাফিজ। ‘কাটার বোলার’ বুধবার ২.৫ স্পেলে ১৩ রানের খরচে নেন ৩ উইকেট। মন্থর আর নিচু বাউন্সের বাজে উইকেটে নিউজিল্যান্ড দলের হাত খুলে খেলার সুযোগ ছিল সত্যিকার অর্থে কম। ফলে টাইগারদের কাছে তাদের অসহায়ভাবে হারতে হয়েছে। প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাক্সিক্ষত জয় বিরাট অর্জন হলেও এমন উইকেটের খেলা টাইগারদের কতটা এগোতে সহায়তা করবে? সামনে যেহেতু টি-২০ বিশ্বকাপ তাই সে হিসাবও মাথায় থাকা দরকার। মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি