অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সৌরভ জিইয়ে রেখে নিউজিল্যান্ডকেও লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তারা ব্ল্যাক ক্যাপসদের ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে পেয়েছে ৭ উইকেটের বিশাল জয়। অস্ট্রেলিয়ার সঙ্গে গত সিরিজে টি-২০তে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ করতে না পারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে তারা। নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে বেঁধে রেখে টাইগাররা যে জয় পেয়েছে, অবিশ্বাস্য কিছু না ঘটলে তা সিরিজ জয় পর্যন্ত এগোবে বলে আশা করা যায়। এমনকি টাইগাররা ব্ল্যাক ক্যাপসদের হোয়াইটওয়াশ করার স্বপ্নও হয়তো দেখছে। বুধবার সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুরন্ত বোলিংয়ে ১৬.৫ ওভারে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অলআউট হওয়া ৬০ রানের মধ্যে মাত্র দুজন কিউই ব্যাটসম্যান ২ অঙ্কের রান করেন। অধিনায়ক টম ল্যাথাম ২৫ বলে ১৮ ও হেনরি নিকোলস ২৪ বলে ১৮ রান করার সামর্থ্য দেখান। নিউজিল্যান্ডের ৬০ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৪৫ রান। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের আগের স্কোর অস্ট্রেলিয়ার ৬২। মিরপুরের ধীরগতির উইকেটে তিন স্পিনার সাকিব, নাসুম ও মেহেদি ছিলেন দুরন্ত। তবে বিধ্বংসী ছিলেন মুস্তাফিজ। ‘কাটার বোলার’ বুধবার ২.৫ স্পেলে ১৩ রানের খরচে নেন ৩ উইকেট। মন্থর আর নিচু বাউন্সের বাজে উইকেটে নিউজিল্যান্ড দলের হাত খুলে খেলার সুযোগ ছিল সত্যিকার অর্থে কম। ফলে টাইগারদের কাছে তাদের অসহায়ভাবে হারতে হয়েছে। প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাক্সিক্ষত জয় বিরাট অর্জন হলেও এমন উইকেটের খেলা টাইগারদের কতটা এগোতে সহায়তা করবে? সামনে যেহেতু টি-২০ বিশ্বকাপ তাই সে হিসাবও মাথায় থাকা দরকার। মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ