অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সৌরভ জিইয়ে রেখে নিউজিল্যান্ডকেও লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তারা ব্ল্যাক ক্যাপসদের ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে পেয়েছে ৭ উইকেটের বিশাল জয়। অস্ট্রেলিয়ার সঙ্গে গত সিরিজে টি-২০তে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ করতে না পারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে তারা। নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে বেঁধে রেখে টাইগাররা যে জয় পেয়েছে, অবিশ্বাস্য কিছু না ঘটলে তা সিরিজ জয় পর্যন্ত এগোবে বলে আশা করা যায়। এমনকি টাইগাররা ব্ল্যাক ক্যাপসদের হোয়াইটওয়াশ করার স্বপ্নও হয়তো দেখছে। বুধবার সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুরন্ত বোলিংয়ে ১৬.৫ ওভারে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অলআউট হওয়া ৬০ রানের মধ্যে মাত্র দুজন কিউই ব্যাটসম্যান ২ অঙ্কের রান করেন। অধিনায়ক টম ল্যাথাম ২৫ বলে ১৮ ও হেনরি নিকোলস ২৪ বলে ১৮ রান করার সামর্থ্য দেখান। নিউজিল্যান্ডের ৬০ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৪৫ রান। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের আগের স্কোর অস্ট্রেলিয়ার ৬২। মিরপুরের ধীরগতির উইকেটে তিন স্পিনার সাকিব, নাসুম ও মেহেদি ছিলেন দুরন্ত। তবে বিধ্বংসী ছিলেন মুস্তাফিজ। ‘কাটার বোলার’ বুধবার ২.৫ স্পেলে ১৩ রানের খরচে নেন ৩ উইকেট। মন্থর আর নিচু বাউন্সের বাজে উইকেটে নিউজিল্যান্ড দলের হাত খুলে খেলার সুযোগ ছিল সত্যিকার অর্থে কম। ফলে টাইগারদের কাছে তাদের অসহায়ভাবে হারতে হয়েছে। প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাক্সিক্ষত জয় বিরাট অর্জন হলেও এমন উইকেটের খেলা টাইগারদের কতটা এগোতে সহায়তা করবে? সামনে যেহেতু টি-২০ বিশ্বকাপ তাই সে হিসাবও মাথায় থাকা দরকার। মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
নিউজিল্যান্ড বধ
টাইগারদের অভিনন্দন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর