অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সৌরভ জিইয়ে রেখে নিউজিল্যান্ডকেও লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তারা ব্ল্যাক ক্যাপসদের ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে পেয়েছে ৭ উইকেটের বিশাল জয়। অস্ট্রেলিয়ার সঙ্গে গত সিরিজে টি-২০তে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ করতে না পারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে তারা। নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে বেঁধে রেখে টাইগাররা যে জয় পেয়েছে, অবিশ্বাস্য কিছু না ঘটলে তা সিরিজ জয় পর্যন্ত এগোবে বলে আশা করা যায়। এমনকি টাইগাররা ব্ল্যাক ক্যাপসদের হোয়াইটওয়াশ করার স্বপ্নও হয়তো দেখছে। বুধবার সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুরন্ত বোলিংয়ে ১৬.৫ ওভারে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অলআউট হওয়া ৬০ রানের মধ্যে মাত্র দুজন কিউই ব্যাটসম্যান ২ অঙ্কের রান করেন। অধিনায়ক টম ল্যাথাম ২৫ বলে ১৮ ও হেনরি নিকোলস ২৪ বলে ১৮ রান করার সামর্থ্য দেখান। নিউজিল্যান্ডের ৬০ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৪৫ রান। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের আগের স্কোর অস্ট্রেলিয়ার ৬২। মিরপুরের ধীরগতির উইকেটে তিন স্পিনার সাকিব, নাসুম ও মেহেদি ছিলেন দুরন্ত। তবে বিধ্বংসী ছিলেন মুস্তাফিজ। ‘কাটার বোলার’ বুধবার ২.৫ স্পেলে ১৩ রানের খরচে নেন ৩ উইকেট। মন্থর আর নিচু বাউন্সের বাজে উইকেটে নিউজিল্যান্ড দলের হাত খুলে খেলার সুযোগ ছিল সত্যিকার অর্থে কম। ফলে টাইগারদের কাছে তাদের অসহায়ভাবে হারতে হয়েছে। প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাক্সিক্ষত জয় বিরাট অর্জন হলেও এমন উইকেটের খেলা টাইগারদের কতটা এগোতে সহায়তা করবে? সামনে যেহেতু টি-২০ বিশ্বকাপ তাই সে হিসাবও মাথায় থাকা দরকার। মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
নিউজিল্যান্ড বধ
টাইগারদের অভিনন্দন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর