দেশ এখন এক অঘোষিত সাইবার যুদ্ধের শিকার। সরকারের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতায় সীমাবদ্ধতা থাকায় সে দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধী চক্র। বিশেষত যুদ্ধাপরাধী ও আগুনসন্ত্রাসের কুশীলবরা দেশে ও বিদেশে বসে বাংলাদেশবিরোধী ভয়ংকর তৎপরতা চালাচ্ছে। এ জন্য ভাড়া করা হয়েছে সাইবার সন্ত্রাসী গোষ্ঠী। আইন প্রয়োগকারী সংস্থা তাদের চিহ্নিত করার পরও নানা সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার করে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু পরিবার, সরকার, বিচার বিভাগ ও দেশের বিরুদ্ধে চালাচ্ছে চিহ্নিত সাইবার অপরাধী চক্রের সদস্যরা। বেপরোয়াভাবে প্রতিনিয়ত বিষবাষ্প ছড়াচ্ছে তারা। সরকার সংশ্লিষ্টদের একাংশের দায়হীন অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না। বাস্তবায়ন হচ্ছে না হাই কোর্টের নির্দেশনাও। সামাজিক যোগাযোগমাধ্যমকে জবাবদিহির আওতায় আনতে সরকারকে কঠোর হতে হবে। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অফিস খুলতে বাধ্য করতে হবে। সরকারের দেওয়া শর্ত ও আইন না মানলে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে দেশবাসীকে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সেবা থেকে দূরে রাখা বাঞ্ছনীয় নয়। কিন্তু মহান মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার বিরুদ্ধে কেউ নির্বিবাদে অপপ্রচার চালাবে আর সরকার কুম্ভকর্ণের ঘুমে থাকবে এমনটিও প্রত্যাশিত নয়। যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসের নোংরা জীবরা জাতির পিতার পরিবারকে তাদের টার্গেট হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু যেহেতু সমার্থক শব্দ সেহেতু বিবেক বিক্রেতা অপরাধীরা তাদের দেশদ্রোহী তৎপরতা চালাতে যেভাবে বঙ্গবন্ধু পরিবারকে বেছে নিয়েছে তা থামাতে কঠিন অবস্থানের বিকল্প নেই।
শিরোনাম
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
সাইবার অপরাধ
সরকারকে কঠোর হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর