বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অসাম্প্রদায়িক বাংলাদেশ

সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হোক

সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ। সারা দেশের মানুষ মুখর হয়ে উঠেছে প্রতিবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ শাহবাগ মোড় চার ঘণ্টা অবরোধ করে সাম্প্রদায়িক হানাহানির জঘন্য দানবদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। একই ধরনের প্রতিবাদ উচ্চারিত হয়েছে জেলায় জেলায়।  ইতিমধ্যে রংপুরের সহিংস ঘটনায় ৫০০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে। গুজব সৃষ্টিকারীদের মনিটর করছে পুলিশ। প্রধানমন্ত্রী পঁচাত্তরের শহীদ ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে সুস্পষ্টভাবে বলেছেন, তিনি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চান। গড়তে চান সোনার বাংলা। যেখানে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। মানুষ সুন্দরভাবে বাঁচবে তিনি এমনটিই দেখতে চান। এ দেশে যেন ’৭৫-এর মতো হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের পুনরাবৃত্তি না ঘটে এবং আর কোনো শিশুকে যেন রাসেলের ভাগ্যবরণ করতে না হয় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যাতে এভাবে জীবন দিতে না হয় এবং দেশের অগ্রগতি যাতে থেমে না যায় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। একজন শিশুকে হত্যা মানেই লাখো কোটি শিশুর জীবন শঙ্কায় ফেলা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে একটাই আহ্‌বান- শিশুদের নিরাপত্তা দেওয়া, ভালোবাসা দেওয়া, সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনকে সার্থক ও অর্থবহ করা যেন সবার আদর্শ হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর আহ্‌বানে গণমানুষের অভিব্যক্তিই ফুটে উঠেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রশাসনসহ সব মহলকে সক্রিয় হতে হবে। শিশু-নারীসহ জাতি-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর