প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ সাউথ উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে সহায়তার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, অনেক উন্নত দেশ আন্তর্জাতিকভাবে সম্মত উন্নয়ন প্রতিশ্রুতির ক্ষেত্রে পিছিয়ে আছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের রাজধানীতে প্যারিস পিস ফোরামে (পিপিএফ) সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে ওই তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, সাউথ সাউথ সহযোগিতার ধারণাটি চার দশকের বেশি দিন ধরে বিদ্যমান। উন্নয়নের ২০৩০ এজেন্ডায়ও তা স্থান পেয়েছে। তার পরও এ সহযোগিতার প্রয়াস আন্তর্জাতিক উন্নয়ন আলোচনায় পেছনে পড়ে রয়েছে। কভিড-১৯ মহামারীকালে আন্তর্জাতিক শাসনব্যবস্থা গ্লোবাল সাউথের লাখ লাখ লোককে সেবা দিতে ব্যর্থ হয়েছে। ভ্যাকসিন ও চিকিৎসার সুযোগ লাভের বিশাল ব্যবধানটি খুব বেশি উল্লেখ করার মতো। বাংলাদেশের মতো কয়েকটি উন্নয়নশীল দেশের ভ্যাকসিনের সমতা ও গুণমান নিশ্চিত করার সক্ষমতা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভ্যাকসিন শেয়ার করার লক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রযুক্তিগত জ্ঞান বা ট্রিপস ছাড় দেওয়াসহ সহায়তা প্রয়োজন। বাংলাদেশ মহামারী চলাকালীন জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ ও অন্যান্য সুবিধা কয়েকটি বন্ধু দেশে পাঠিয়েছে এবং একটি ক্ষেত্রে ভ্যাকসিন প্রদানের জন্য তার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবাহিনীকে প্রেরণ করেছে। বাংলাদেশ অনেক বছর ধরে অন্যান্য দেশের সঙ্গে তার নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের জন্য কাজ করছে। কৃষি, কমিউনিটি হেলথ কেয়ার, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ঋণ প্রদানে বাংলাদেশের অর্জন বিশ্বের অন্যান্য অংশে পৌঁছে গেছে। উন্নয়নের ক্ষেত্রে পশ্চাৎপদ দেশগুলোকে এগিয়ে নিতে প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নিতে হবে উন্নত দেশগুলোকে। মানব জাতির বিপদাপদে ব্যবসায়িক মনোভাবকে প্রাধান্য না নিয়ে মানবিক মনোভাব জাগ্রত রাখতে হবে। কভিড-১৯-এর মতো বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় বেরিয়ে আসতে হবে সংকীর্ণ চিন্তা-চেতনা থেকে।
শিরোনাম
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান