প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ সাউথ উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে সহায়তার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, অনেক উন্নত দেশ আন্তর্জাতিকভাবে সম্মত উন্নয়ন প্রতিশ্রুতির ক্ষেত্রে পিছিয়ে আছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের রাজধানীতে প্যারিস পিস ফোরামে (পিপিএফ) সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে ওই তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, সাউথ সাউথ সহযোগিতার ধারণাটি চার দশকের বেশি দিন ধরে বিদ্যমান। উন্নয়নের ২০৩০ এজেন্ডায়ও তা স্থান পেয়েছে। তার পরও এ সহযোগিতার প্রয়াস আন্তর্জাতিক উন্নয়ন আলোচনায় পেছনে পড়ে রয়েছে। কভিড-১৯ মহামারীকালে আন্তর্জাতিক শাসনব্যবস্থা গ্লোবাল সাউথের লাখ লাখ লোককে সেবা দিতে ব্যর্থ হয়েছে। ভ্যাকসিন ও চিকিৎসার সুযোগ লাভের বিশাল ব্যবধানটি খুব বেশি উল্লেখ করার মতো। বাংলাদেশের মতো কয়েকটি উন্নয়নশীল দেশের ভ্যাকসিনের সমতা ও গুণমান নিশ্চিত করার সক্ষমতা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভ্যাকসিন শেয়ার করার লক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রযুক্তিগত জ্ঞান বা ট্রিপস ছাড় দেওয়াসহ সহায়তা প্রয়োজন। বাংলাদেশ মহামারী চলাকালীন জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ ও অন্যান্য সুবিধা কয়েকটি বন্ধু দেশে পাঠিয়েছে এবং একটি ক্ষেত্রে ভ্যাকসিন প্রদানের জন্য তার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবাহিনীকে প্রেরণ করেছে। বাংলাদেশ অনেক বছর ধরে অন্যান্য দেশের সঙ্গে তার নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের জন্য কাজ করছে। কৃষি, কমিউনিটি হেলথ কেয়ার, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ঋণ প্রদানে বাংলাদেশের অর্জন বিশ্বের অন্যান্য অংশে পৌঁছে গেছে। উন্নয়নের ক্ষেত্রে পশ্চাৎপদ দেশগুলোকে এগিয়ে নিতে প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নিতে হবে উন্নত দেশগুলোকে। মানব জাতির বিপদাপদে ব্যবসায়িক মনোভাবকে প্রাধান্য না নিয়ে মানবিক মনোভাব জাগ্রত রাখতে হবে। কভিড-১৯-এর মতো বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় বেরিয়ে আসতে হবে সংকীর্ণ চিন্তা-চেতনা থেকে।
শিরোনাম
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
আন্তর্জাতিক সহযোগিতা
উন্নত দেশগুলোকে উদার হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর