প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ সাউথ উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে সহায়তার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, অনেক উন্নত দেশ আন্তর্জাতিকভাবে সম্মত উন্নয়ন প্রতিশ্রুতির ক্ষেত্রে পিছিয়ে আছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের রাজধানীতে প্যারিস পিস ফোরামে (পিপিএফ) সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে ওই তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, সাউথ সাউথ সহযোগিতার ধারণাটি চার দশকের বেশি দিন ধরে বিদ্যমান। উন্নয়নের ২০৩০ এজেন্ডায়ও তা স্থান পেয়েছে। তার পরও এ সহযোগিতার প্রয়াস আন্তর্জাতিক উন্নয়ন আলোচনায় পেছনে পড়ে রয়েছে। কভিড-১৯ মহামারীকালে আন্তর্জাতিক শাসনব্যবস্থা গ্লোবাল সাউথের লাখ লাখ লোককে সেবা দিতে ব্যর্থ হয়েছে। ভ্যাকসিন ও চিকিৎসার সুযোগ লাভের বিশাল ব্যবধানটি খুব বেশি উল্লেখ করার মতো। বাংলাদেশের মতো কয়েকটি উন্নয়নশীল দেশের ভ্যাকসিনের সমতা ও গুণমান নিশ্চিত করার সক্ষমতা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভ্যাকসিন শেয়ার করার লক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রযুক্তিগত জ্ঞান বা ট্রিপস ছাড় দেওয়াসহ সহায়তা প্রয়োজন। বাংলাদেশ মহামারী চলাকালীন জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ ও অন্যান্য সুবিধা কয়েকটি বন্ধু দেশে পাঠিয়েছে এবং একটি ক্ষেত্রে ভ্যাকসিন প্রদানের জন্য তার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবাহিনীকে প্রেরণ করেছে। বাংলাদেশ অনেক বছর ধরে অন্যান্য দেশের সঙ্গে তার নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের জন্য কাজ করছে। কৃষি, কমিউনিটি হেলথ কেয়ার, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ঋণ প্রদানে বাংলাদেশের অর্জন বিশ্বের অন্যান্য অংশে পৌঁছে গেছে। উন্নয়নের ক্ষেত্রে পশ্চাৎপদ দেশগুলোকে এগিয়ে নিতে প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নিতে হবে উন্নত দেশগুলোকে। মানব জাতির বিপদাপদে ব্যবসায়িক মনোভাবকে প্রাধান্য না নিয়ে মানবিক মনোভাব জাগ্রত রাখতে হবে। কভিড-১৯-এর মতো বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় বেরিয়ে আসতে হবে সংকীর্ণ চিন্তা-চেতনা থেকে।
শিরোনাম
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আন্তর্জাতিক সহযোগিতা
উন্নত দেশগুলোকে উদার হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর