প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ সাউথ উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে সহায়তার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, অনেক উন্নত দেশ আন্তর্জাতিকভাবে সম্মত উন্নয়ন প্রতিশ্রুতির ক্ষেত্রে পিছিয়ে আছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের রাজধানীতে প্যারিস পিস ফোরামে (পিপিএফ) সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে ওই তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, সাউথ সাউথ সহযোগিতার ধারণাটি চার দশকের বেশি দিন ধরে বিদ্যমান। উন্নয়নের ২০৩০ এজেন্ডায়ও তা স্থান পেয়েছে। তার পরও এ সহযোগিতার প্রয়াস আন্তর্জাতিক উন্নয়ন আলোচনায় পেছনে পড়ে রয়েছে। কভিড-১৯ মহামারীকালে আন্তর্জাতিক শাসনব্যবস্থা গ্লোবাল সাউথের লাখ লাখ লোককে সেবা দিতে ব্যর্থ হয়েছে। ভ্যাকসিন ও চিকিৎসার সুযোগ লাভের বিশাল ব্যবধানটি খুব বেশি উল্লেখ করার মতো। বাংলাদেশের মতো কয়েকটি উন্নয়নশীল দেশের ভ্যাকসিনের সমতা ও গুণমান নিশ্চিত করার সক্ষমতা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভ্যাকসিন শেয়ার করার লক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রযুক্তিগত জ্ঞান বা ট্রিপস ছাড় দেওয়াসহ সহায়তা প্রয়োজন। বাংলাদেশ মহামারী চলাকালীন জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ ও অন্যান্য সুবিধা কয়েকটি বন্ধু দেশে পাঠিয়েছে এবং একটি ক্ষেত্রে ভ্যাকসিন প্রদানের জন্য তার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবাহিনীকে প্রেরণ করেছে। বাংলাদেশ অনেক বছর ধরে অন্যান্য দেশের সঙ্গে তার নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের জন্য কাজ করছে। কৃষি, কমিউনিটি হেলথ কেয়ার, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ঋণ প্রদানে বাংলাদেশের অর্জন বিশ্বের অন্যান্য অংশে পৌঁছে গেছে। উন্নয়নের ক্ষেত্রে পশ্চাৎপদ দেশগুলোকে এগিয়ে নিতে প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নিতে হবে উন্নত দেশগুলোকে। মানব জাতির বিপদাপদে ব্যবসায়িক মনোভাবকে প্রাধান্য না নিয়ে মানবিক মনোভাব জাগ্রত রাখতে হবে। কভিড-১৯-এর মতো বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় বেরিয়ে আসতে হবে সংকীর্ণ চিন্তা-চেতনা থেকে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
আন্তর্জাতিক সহযোগিতা
উন্নত দেশগুলোকে উদার হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর