প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ সাউথ উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে সহায়তার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, অনেক উন্নত দেশ আন্তর্জাতিকভাবে সম্মত উন্নয়ন প্রতিশ্রুতির ক্ষেত্রে পিছিয়ে আছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের রাজধানীতে প্যারিস পিস ফোরামে (পিপিএফ) সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে ওই তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, সাউথ সাউথ সহযোগিতার ধারণাটি চার দশকের বেশি দিন ধরে বিদ্যমান। উন্নয়নের ২০৩০ এজেন্ডায়ও তা স্থান পেয়েছে। তার পরও এ সহযোগিতার প্রয়াস আন্তর্জাতিক উন্নয়ন আলোচনায় পেছনে পড়ে রয়েছে। কভিড-১৯ মহামারীকালে আন্তর্জাতিক শাসনব্যবস্থা গ্লোবাল সাউথের লাখ লাখ লোককে সেবা দিতে ব্যর্থ হয়েছে। ভ্যাকসিন ও চিকিৎসার সুযোগ লাভের বিশাল ব্যবধানটি খুব বেশি উল্লেখ করার মতো। বাংলাদেশের মতো কয়েকটি উন্নয়নশীল দেশের ভ্যাকসিনের সমতা ও গুণমান নিশ্চিত করার সক্ষমতা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভ্যাকসিন শেয়ার করার লক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রযুক্তিগত জ্ঞান বা ট্রিপস ছাড় দেওয়াসহ সহায়তা প্রয়োজন। বাংলাদেশ মহামারী চলাকালীন জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ ও অন্যান্য সুবিধা কয়েকটি বন্ধু দেশে পাঠিয়েছে এবং একটি ক্ষেত্রে ভ্যাকসিন প্রদানের জন্য তার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবাহিনীকে প্রেরণ করেছে। বাংলাদেশ অনেক বছর ধরে অন্যান্য দেশের সঙ্গে তার নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের জন্য কাজ করছে। কৃষি, কমিউনিটি হেলথ কেয়ার, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র ঋণ প্রদানে বাংলাদেশের অর্জন বিশ্বের অন্যান্য অংশে পৌঁছে গেছে। উন্নয়নের ক্ষেত্রে পশ্চাৎপদ দেশগুলোকে এগিয়ে নিতে প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নিতে হবে উন্নত দেশগুলোকে। মানব জাতির বিপদাপদে ব্যবসায়িক মনোভাবকে প্রাধান্য না নিয়ে মানবিক মনোভাব জাগ্রত রাখতে হবে। কভিড-১৯-এর মতো বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় বেরিয়ে আসতে হবে সংকীর্ণ চিন্তা-চেতনা থেকে।
শিরোনাম
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে নতুন কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ