পরিবহন খাতের মালিক ও শ্রমিকদের জোটের কাছে জিম্মি সাধারণ যাত্রীরা। তারা সিএনজির দাম বাড়লে চাপ সৃষ্টি করে সব বাসের ভাড়া বাড়িয়ে নেয়। ডিজেলের দাম বাড়লে ধর্মঘট ডেকে পুনরায় বাড়িয়ে নেয় ভাড়া। ঐতিহ্যগতভাবে নগর পরিবহনের বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চলে আসছে অর্ধশতাব্দী আগে থেকে। অথচ হাফ ভাড়া দিতে চাওয়ায় বেগম বদরুন্নেসা মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়েছেন সাইনবোর্ড থেকে গাবতলী রুটে চলাচলকারী ‘ঠিকানা’ পরিবহন বাসের এক হেলপার। সংশ্লিষ্ট চালক ও হেলপারকে আটক করেছে র্যাব। ধর্ষণ হুমকির প্রতিবাদে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্য ছয় কলেজের শিক্ষার্থীরা। রবিবার পুরান ঢাকার বকশীবাজারে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ- বাসের হেলপাররা তাদের থেকে ভাড়াও বেশি রাখেন, আবার নানাভাবে হেনস্তাও করেন। ধর্ষণের হুমকি দেওয়া হেলপারের বিচার ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীসহ সারা দেশে বাসে অতিরিক্ত ভাড়ার জন্য যাত্রীদের হেনস্তার ঘটনাকে একজন হেলপার বা শ্রমিকের অপকর্ম ভাবলে ভুল হবে। কারণ সড়ক পরিবহনই একমাত্র খাত যেখানে মালিক ও শ্রমিকদের স্বার্থ প্রায় অভিন্ন এবং তাদের জোট সবকিছুর নিয়ন্তা। দেশের রাজনীতিতে সরকারি, সংসদের কিংবা রাজপথের বিরোধী দলের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক থাকলেও পরিবহন খাতের মালিক ও শ্রমিক নেতা হিসেবে তারা একে অন্যের অনুষঙ্গ। বাস মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পর্ক সহযোগী হিসেবে। মালিকরা বলেন তাকে রোজ এত টাকা দিতে হবে। তার বাইরে যা আদায় হবে তা শ্রমিকের। এ চুক্তি পরিবহন শ্রমিকদের যথেচ্ছ আচরণে উৎসাহ জোগায়। নৈরাজ্য বন্ধে সরকারকে এ বিষয়ে সর্বাগ্রে উদ্যোগী হতে হবে।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?