সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ ও ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তটি খুবই তাৎপর্যপূর্ণ। বর্তমানে পুলিশ ও বিজিবিতে নিয়োগপ্রত্যাশীদের ডোপ টেস্টের সম্মুখীন হতে হয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতেও ডোপ টেস্টের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মাদকসেবীদের জন্য সরকারি চাকরির দ্বার রুদ্ধ হয়ে যাবে। কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও ঠাঁই পাবে না মাদকাসক্তরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণায় তাদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করছে। অন্যান্য মন্ত্রণালয় যাতে অভিন্ন সিদ্ধান্ত নেয় তা নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসায় মাদকবিরোধী প্রচার বৃদ্ধি এবং বিভিন্ন পণ্যের মোড়কের গায়ে ‘মাদককে না বলুন’ প্রচার যোগ করার পক্ষে মত দেওয়া হয়। বৈঠকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মাদকসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এবং বিভিন্ন সচিবও তাদের মন্ত্রণালয়ের অবস্থান প্রকাশ করেন। তারা মাদকবিরোধী অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা শুরু হবে। মাদকের ক্ষতিকর দিক নিয়ে গণমাধ্যমে চালানো হবে প্রচার। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠকে সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত হয়েছে তা প্রশংসার দাবিদার। তবে এটি যাতে বজ্র আঁটুনি ফসকা গেরোয় পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
- ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠাল ইসরায়েল
- শরীয়তপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
- গাজার রাফা ক্রসিং বন্ধ ও সীমিত ত্রাণ পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের
- আগামী নির্বাচন দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে : মির্জা ফখরুল
- কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল
- গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘের প্রতিবেদন
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিল আমিরাত
- ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা জব্দ
- মিরপুরে গুদামে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
- বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হারল ব্রাজিল
চাকরিতে ডোপ টেস্ট
বজ্র আঁটুনি ফসকা গেরো যেন না হয়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর