সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ ও ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তটি খুবই তাৎপর্যপূর্ণ। বর্তমানে পুলিশ ও বিজিবিতে নিয়োগপ্রত্যাশীদের ডোপ টেস্টের সম্মুখীন হতে হয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতেও ডোপ টেস্টের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মাদকসেবীদের জন্য সরকারি চাকরির দ্বার রুদ্ধ হয়ে যাবে। কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও ঠাঁই পাবে না মাদকাসক্তরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণায় তাদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করছে। অন্যান্য মন্ত্রণালয় যাতে অভিন্ন সিদ্ধান্ত নেয় তা নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসায় মাদকবিরোধী প্রচার বৃদ্ধি এবং বিভিন্ন পণ্যের মোড়কের গায়ে ‘মাদককে না বলুন’ প্রচার যোগ করার পক্ষে মত দেওয়া হয়। বৈঠকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মাদকসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এবং বিভিন্ন সচিবও তাদের মন্ত্রণালয়ের অবস্থান প্রকাশ করেন। তারা মাদকবিরোধী অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা শুরু হবে। মাদকের ক্ষতিকর দিক নিয়ে গণমাধ্যমে চালানো হবে প্রচার। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠকে সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত হয়েছে তা প্রশংসার দাবিদার। তবে এটি যাতে বজ্র আঁটুনি ফসকা গেরোয় পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
চাকরিতে ডোপ টেস্ট
বজ্র আঁটুনি ফসকা গেরো যেন না হয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর