ঈদ উদ্যাপনে প্রায় ১ কোটি মানুষ রাজধানী এবং রাজধানীর সম্প্রসারিত অংশ বলে বিবেচিত গাজীপুর ও নারায়ণগঞ্জ ছেড়ে যায়। স্বজনদের মধ্যে ঈদ করার আবেগে তারা ছুটে যায় নাড়ির টানে। স্বভাবতই সবাই চায় ঈদযাত্রাটা স্বস্তিকর হোক। পরপর দুই বছর করোনাঘাতে অনেকের পক্ষে ঈদে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। তাদের অনেকে এ বছর পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি ঈদ উদ্যাপনের স্বপ্ন দেখছে। কিন্তু যাত্রাপথের ভোগান্তিতে সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যানবাহন চলাচলের সুব্যবস্থা না করে রাজধানী থেকে বের হওয়ার সব সড়ক-মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় তীব্র যানজটের আশঙ্কা করছেন পরিবহনসংশ্লিষ্টরা। শুধু সড়কেই নয়, এবার রেল, লঞ্চ এমনকি আকাশপথেও ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সব এয়ারলাইনসে টিকিট সংকট দেখা দিয়েছে। লঞ্চ ও ট্রেনেও দেখা দিতে পারে মাত্রাতিরিক্ত ভিড়। পরিবহনসংশ্লিষ্টদের মতে বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ চলা ও ভাঙাচোরা সড়কের কারণে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন রুটে এবার পোহাতে হবে ভোগান্তি। এ ছাড়া পদ্মা সেতুতে ফেরির ধাক্কার কারণে মাওয়ার শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি পারাপারে বাস নেওয়া বন্ধ রয়েছে অনেক দিন। এ রুটের গাড়িগুলোও এখন পাটুরিয়া ঘুরে যাতায়াত করছে। এতে ভোগান্তি বেড়েছে দক্ষিণাঞ্চলের মানুষের। সড়কের বেহাল অবস্থায় এ বছর রেলপথে যাতায়াতে আগ্রহ বেড়েছে। স্বভাবতই রেলের টিকিট সোনার হরিণের মতোই কল্পনীয় বিষয় হয়ে উঠতে পারে। ঈদে পরিবহনে চাঁদাবাজি ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজদের কারণেও যানবাহন চলাচলে সংকট সৃষ্টি হয়। পুলিশের মধ্যেও লুকিয়ে থাকা চাঁদাবাজের সংখ্যা কম নয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি চাঁদাবাজদের দমনে দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য থামাতেও নিতে হবে উদ্যোগ।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী