ঈদ উদ্যাপনে প্রায় ১ কোটি মানুষ রাজধানী এবং রাজধানীর সম্প্রসারিত অংশ বলে বিবেচিত গাজীপুর ও নারায়ণগঞ্জ ছেড়ে যায়। স্বজনদের মধ্যে ঈদ করার আবেগে তারা ছুটে যায় নাড়ির টানে। স্বভাবতই সবাই চায় ঈদযাত্রাটা স্বস্তিকর হোক। পরপর দুই বছর করোনাঘাতে অনেকের পক্ষে ঈদে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। তাদের অনেকে এ বছর পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি ঈদ উদ্যাপনের স্বপ্ন দেখছে। কিন্তু যাত্রাপথের ভোগান্তিতে সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যানবাহন চলাচলের সুব্যবস্থা না করে রাজধানী থেকে বের হওয়ার সব সড়ক-মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় তীব্র যানজটের আশঙ্কা করছেন পরিবহনসংশ্লিষ্টরা। শুধু সড়কেই নয়, এবার রেল, লঞ্চ এমনকি আকাশপথেও ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সব এয়ারলাইনসে টিকিট সংকট দেখা দিয়েছে। লঞ্চ ও ট্রেনেও দেখা দিতে পারে মাত্রাতিরিক্ত ভিড়। পরিবহনসংশ্লিষ্টদের মতে বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ চলা ও ভাঙাচোরা সড়কের কারণে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন রুটে এবার পোহাতে হবে ভোগান্তি। এ ছাড়া পদ্মা সেতুতে ফেরির ধাক্কার কারণে মাওয়ার শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি পারাপারে বাস নেওয়া বন্ধ রয়েছে অনেক দিন। এ রুটের গাড়িগুলোও এখন পাটুরিয়া ঘুরে যাতায়াত করছে। এতে ভোগান্তি বেড়েছে দক্ষিণাঞ্চলের মানুষের। সড়কের বেহাল অবস্থায় এ বছর রেলপথে যাতায়াতে আগ্রহ বেড়েছে। স্বভাবতই রেলের টিকিট সোনার হরিণের মতোই কল্পনীয় বিষয় হয়ে উঠতে পারে। ঈদে পরিবহনে চাঁদাবাজি ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজদের কারণেও যানবাহন চলাচলে সংকট সৃষ্টি হয়। পুলিশের মধ্যেও লুকিয়ে থাকা চাঁদাবাজের সংখ্যা কম নয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি চাঁদাবাজদের দমনে দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য থামাতেও নিতে হবে উদ্যোগ।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
নির্বিঘ্ন ঈদযাত্রা
সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর