ঈদ উদ্যাপনে প্রায় ১ কোটি মানুষ রাজধানী এবং রাজধানীর সম্প্রসারিত অংশ বলে বিবেচিত গাজীপুর ও নারায়ণগঞ্জ ছেড়ে যায়। স্বজনদের মধ্যে ঈদ করার আবেগে তারা ছুটে যায় নাড়ির টানে। স্বভাবতই সবাই চায় ঈদযাত্রাটা স্বস্তিকর হোক। পরপর দুই বছর করোনাঘাতে অনেকের পক্ষে ঈদে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। তাদের অনেকে এ বছর পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি ঈদ উদ্যাপনের স্বপ্ন দেখছে। কিন্তু যাত্রাপথের ভোগান্তিতে সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যানবাহন চলাচলের সুব্যবস্থা না করে রাজধানী থেকে বের হওয়ার সব সড়ক-মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় তীব্র যানজটের আশঙ্কা করছেন পরিবহনসংশ্লিষ্টরা। শুধু সড়কেই নয়, এবার রেল, লঞ্চ এমনকি আকাশপথেও ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সব এয়ারলাইনসে টিকিট সংকট দেখা দিয়েছে। লঞ্চ ও ট্রেনেও দেখা দিতে পারে মাত্রাতিরিক্ত ভিড়। পরিবহনসংশ্লিষ্টদের মতে বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ চলা ও ভাঙাচোরা সড়কের কারণে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন রুটে এবার পোহাতে হবে ভোগান্তি। এ ছাড়া পদ্মা সেতুতে ফেরির ধাক্কার কারণে মাওয়ার শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি পারাপারে বাস নেওয়া বন্ধ রয়েছে অনেক দিন। এ রুটের গাড়িগুলোও এখন পাটুরিয়া ঘুরে যাতায়াত করছে। এতে ভোগান্তি বেড়েছে দক্ষিণাঞ্চলের মানুষের। সড়কের বেহাল অবস্থায় এ বছর রেলপথে যাতায়াতে আগ্রহ বেড়েছে। স্বভাবতই রেলের টিকিট সোনার হরিণের মতোই কল্পনীয় বিষয় হয়ে উঠতে পারে। ঈদে পরিবহনে চাঁদাবাজি ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজদের কারণেও যানবাহন চলাচলে সংকট সৃষ্টি হয়। পুলিশের মধ্যেও লুকিয়ে থাকা চাঁদাবাজের সংখ্যা কম নয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি চাঁদাবাজদের দমনে দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য থামাতেও নিতে হবে উদ্যোগ।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নির্বিঘ্ন ঈদযাত্রা
সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর