জ্যৈষ্ঠ মাসের প্রধান আকর্ষণ পাকা আম। দেশের প্রধান আম উৎপাদন কেন্দ্র রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় চলতি মৌসুমে প্রায় ৬ হাজার কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রত্যাশা, চলতি মৌসুমে রাজশাহীতে ৯০১ কোটি, চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার ১৫০ কোটি ও নওগাঁয় ১ হাজার ৯০০ কোটি টাকার ব্যবসা হবে। বাগানে থোকায় থোকায় দুলছে গোপালভোগ, ক্ষীরশাপাতি, রানীপছন্দ, ল্যাংড়া, ফজলি, আশ্বিনা, বারি-৪, আম্রপালিসহ নানা জাতের আম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাগানগুলোয় এমন দৃশ্য সবার নজর কাড়ছে। বিক্রির জন্য বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। গত দুই বছর আমের দাম না পাওয়ায় লোকসান গুনতে হয়েছে এ অঞ্চলের চাষিদের। চলতি মৌসুমে করোনার প্রভাব কেটে যাওয়ায় ও বাজারজাতকরণে বাধা না থাকায় আমের ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। এ বছর গাছে আম পাকলেই সে আম বাজারে নিতে পারবেন কৃষক। তবে কেউ অপরিপক্ব আম বাজারে নিলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। আম একদিকে যেমন পুষ্টিকর ফল তেমন তা চাষিদের জন্য সৌভাগ্যের হাতছানি। শুধু বৃহত্তর রাজশাহী নয়, রংপুর, দিনাজপুরে বিপুল পরিমাণ আম উৎপাদন হচ্ছে। সাতক্ষীরার আম রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। রাজশাহীর আমেরও চাহিদা রয়েছে দেশে-বিদেশে। করোনাভাইরাসের কারণে গত দ্ইু বছর আম চাষিরা সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। করোনাভাইরাসের ভয়ে অনেকে আম কেনা থেকেও বিরত ছিলেন। এ বছর আমের উৎপাদন ও বাজারজাতকরণে কোনো অন্তরায় না থাকায় কৃষক ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। দেশের কৃষির স্বার্থে আম চাষিদের ন্যায্যমূল্য পাওয়া জরুরি। এজন্য আম উৎপাদনকারী এলাকায় আম প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে সরকার উৎসাহ জোগাতে পারে। আমজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে যা ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল