জ্যৈষ্ঠ মাসের প্রধান আকর্ষণ পাকা আম। দেশের প্রধান আম উৎপাদন কেন্দ্র রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় চলতি মৌসুমে প্রায় ৬ হাজার কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রত্যাশা, চলতি মৌসুমে রাজশাহীতে ৯০১ কোটি, চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার ১৫০ কোটি ও নওগাঁয় ১ হাজার ৯০০ কোটি টাকার ব্যবসা হবে। বাগানে থোকায় থোকায় দুলছে গোপালভোগ, ক্ষীরশাপাতি, রানীপছন্দ, ল্যাংড়া, ফজলি, আশ্বিনা, বারি-৪, আম্রপালিসহ নানা জাতের আম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাগানগুলোয় এমন দৃশ্য সবার নজর কাড়ছে। বিক্রির জন্য বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। গত দুই বছর আমের দাম না পাওয়ায় লোকসান গুনতে হয়েছে এ অঞ্চলের চাষিদের। চলতি মৌসুমে করোনার প্রভাব কেটে যাওয়ায় ও বাজারজাতকরণে বাধা না থাকায় আমের ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। এ বছর গাছে আম পাকলেই সে আম বাজারে নিতে পারবেন কৃষক। তবে কেউ অপরিপক্ব আম বাজারে নিলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। আম একদিকে যেমন পুষ্টিকর ফল তেমন তা চাষিদের জন্য সৌভাগ্যের হাতছানি। শুধু বৃহত্তর রাজশাহী নয়, রংপুর, দিনাজপুরে বিপুল পরিমাণ আম উৎপাদন হচ্ছে। সাতক্ষীরার আম রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। রাজশাহীর আমেরও চাহিদা রয়েছে দেশে-বিদেশে। করোনাভাইরাসের কারণে গত দ্ইু বছর আম চাষিরা সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। করোনাভাইরাসের ভয়ে অনেকে আম কেনা থেকেও বিরত ছিলেন। এ বছর আমের উৎপাদন ও বাজারজাতকরণে কোনো অন্তরায় না থাকায় কৃষক ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। দেশের কৃষির স্বার্থে আম চাষিদের ন্যায্যমূল্য পাওয়া জরুরি। এজন্য আম উৎপাদনকারী এলাকায় আম প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে সরকার উৎসাহ জোগাতে পারে। আমজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে যা ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
বাজারে উঠেছে আম
ন্যায্যমূল্যের আশা করছে কৃষক
প্রিন্ট ভার্সন
