জ্যৈষ্ঠ মাসের প্রধান আকর্ষণ পাকা আম। দেশের প্রধান আম উৎপাদন কেন্দ্র রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় চলতি মৌসুমে প্রায় ৬ হাজার কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রত্যাশা, চলতি মৌসুমে রাজশাহীতে ৯০১ কোটি, চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার ১৫০ কোটি ও নওগাঁয় ১ হাজার ৯০০ কোটি টাকার ব্যবসা হবে। বাগানে থোকায় থোকায় দুলছে গোপালভোগ, ক্ষীরশাপাতি, রানীপছন্দ, ল্যাংড়া, ফজলি, আশ্বিনা, বারি-৪, আম্রপালিসহ নানা জাতের আম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাগানগুলোয় এমন দৃশ্য সবার নজর কাড়ছে। বিক্রির জন্য বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। গত দুই বছর আমের দাম না পাওয়ায় লোকসান গুনতে হয়েছে এ অঞ্চলের চাষিদের। চলতি মৌসুমে করোনার প্রভাব কেটে যাওয়ায় ও বাজারজাতকরণে বাধা না থাকায় আমের ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। এ বছর গাছে আম পাকলেই সে আম বাজারে নিতে পারবেন কৃষক। তবে কেউ অপরিপক্ব আম বাজারে নিলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। আম একদিকে যেমন পুষ্টিকর ফল তেমন তা চাষিদের জন্য সৌভাগ্যের হাতছানি। শুধু বৃহত্তর রাজশাহী নয়, রংপুর, দিনাজপুরে বিপুল পরিমাণ আম উৎপাদন হচ্ছে। সাতক্ষীরার আম রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। রাজশাহীর আমেরও চাহিদা রয়েছে দেশে-বিদেশে। করোনাভাইরাসের কারণে গত দ্ইু বছর আম চাষিরা সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। করোনাভাইরাসের ভয়ে অনেকে আম কেনা থেকেও বিরত ছিলেন। এ বছর আমের উৎপাদন ও বাজারজাতকরণে কোনো অন্তরায় না থাকায় কৃষক ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। দেশের কৃষির স্বার্থে আম চাষিদের ন্যায্যমূল্য পাওয়া জরুরি। এজন্য আম উৎপাদনকারী এলাকায় আম প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে সরকার উৎসাহ জোগাতে পারে। আমজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে যা ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
বাজারে উঠেছে আম
ন্যায্যমূল্যের আশা করছে কৃষক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর