কেমিক্যাল বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে এযাবৎ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো নজির নেই। সব সম্ভবের এই দেশে অপরাধ করেও পার পেয়ে যায় অপরাধীরা। বিশেষত অনুমতি ছাড়াই যেখানে সেখানে কেমিক্যাল মজুদের পরিণতিতে যেসব দুর্ঘটনা ঘটছে, এজন্য দায়ীদের বিচারের আওতায় আনা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এক যুগ আগে পুরান ঢাকার নিমতলীর অগ্নিকান্ডে ১২৭ জন প্রাণ হারান। ওই ঘটনার পর ফায়ার সার্ভিসের তদন্তে বেরিয়ে আসে অবৈধ কেমিক্যাল গুদামের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরিণতিতে বিপুলসংখ্যক প্রাণহানি ঘটে। কিন্তু সে কেমিক্যাল গুদামের কারণে কাউকে সাজা পেতে হয়নি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ঘটে ভয়াবহ অগ্নিকান্ড। রাসায়নিকের গুদাম থেকে লাগা আগুনে প্রাণ হারান অন্তত ৭১ জন। ওই ঘটনায় দায়ের মামলার আসামিদের বিরুদ্ধে দুই বছর পর পুলিশ আদালতে অভিযোগপত্র দিলেও এখনো বিচারকাজ শেষ হয়নি। গত বছরের ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারান ৫১ শ্রমিক। এ অগ্নিকান্ডেও কেমিক্যালের ভূমিকা ছিল। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার তদন্তে নানা অনিয়ম বেরিয়ে এলেও কাউকে শাস্তি পেতে হয়নি। ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ট্যামকা ফয়েলস প্যাকেজিং কারখানায় আগুনে প্রাণ হারান ৩১ শ্রমিক। ওই আগুনে দায়ীদেরও শাস্তি পেতে হয়নি। ২০১৯ সালের ১২ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম প্লাস্টিক কারখানার আগুনে ১৭ শ্রমিক দগ্ধ হয়ে প্রাণ হারান। ওই ঘটনায়ও বিচারের মুখোমুখি হতে হয়নি কাউকে। কেমিক্যালের মজুদস্থলে একের পর এক অগ্নিকান্ডে বিপুলসংখ্যক প্রাণহানির পরও এ ব্যাপারে সতর্কতা তৈরি হয়নি জবাবদিহি না থাকায়। কেমিক্যাল তৈরি, পরিবহন ও মজুদের নীতিমালা না থাকায় জানমালের জন্য হুমকি সৃষ্টি করছে। এ নৈরাজ্যের অবসান হওয়া উচিত।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
কেমিক্যালে অগ্নিকান্ড
অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর