মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

গোলামকে বিদায় দিন হে নবী!

মাওলানা সেলিম হোসাইন আজাদী

গোলামকে বিদায় দিন হে নবী!

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুলুল্লাহ! আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ! ওগো প্রাণের চেয়ে প্রিয় নবী! ওগো উম্মতের কান্ডারি! ওগো গুনাহগারের ক্ষমার আঁচল! হজের যাবতীয় কাজ শেষে আপনার কদমে গোলাম সমর্পিত। আপনার রওজা শরিফ থেকে সাড়ে ৩ হাজার মাইল দূরের বাসিন্দা আমি। আপনার যুগ থেকে সাড়ে চৌদ্দ শ বছর পরের উম্মত আমি। সাত সাগর তেরো নদী পেরিয়ে আপনার দেশে এসেছিলাম, এখন যাওয়ার সময় হয়েছে। বিদায়ের ক্ষণে লাজমাখা মুখে আপনার সামনে দাঁড়িয়ে। উম্মতকে বিদায় দিন। ওগো পেয়ারা নবী! অনেক কিছু চাওয়ার ছিল, পাওয়ার আকাক্সক্ষাও যে কম আপনার সামনে দাঁড়িয়ে এমন মিথ্যা বলি কোন সাহসে! তবে আপনার রওজা মুবারকের সুবাস নাকে লাগার সঙ্গে সঙ্গে ফুসফুস হয়ে সে সুবাস কলবকে আচ্ছন্ন করে ফেলেছে। এখন আমার হৃদয়ে আপনি ছাড়া, আপনার ধ্যান ছাড়া আর কিছুই নেই। হে নবী! হজের শেষে আপন দেশে ফেরার আগে একটি প্রার্থনাই আপনার কাছে, একটি চাওয়াই আপনার কদমে, হৃদয় যেন আমার এশকে রসুলে (সা.) ভরপুর হয়ে যায়। হজের সফরে আর কিছু যদি না-ও জোটে, হুব্বে রসুলের সম্পদ থেকে যেন বঞ্চিত না হই। হায়! রসুলের ভালোবাসা ছাড়া নাদান উম্মতের আর কী চাওয়ার আছে! রসুলের এশকের মতো আর কী পাওয়ার আছে! ওগো কামলিওয়ালা নবী! আগুনের খড় হাতে রাখার চেয়ে ইমান রাখা কঠিন হবে বলে যে ভবিষ্যদ্বাণী আপনি করেছিলেন, সে যুগের উম্মত হওয়া বুঝি বড় দুর্ভাগ্যের। আজ আপনার উম্মতের মধ্যে সব আছে কেবল নেই এশকে রসুলের রওশন। আজ বিশ্বজুড়ে নবীপ্রেমের বাঁশি বাজানো বাঁশরিরা কোণঠাসা হয়ে পড়ছে। সবাই সুন্নতের পাগল, হাদিস মানার ব্যাপারে আন্তরিক, কিন্তু সেটা শুধু ইবাদতসংক্রান্ত বিষয়ে। এর বাইরে কোথাও আমরা আপনার সুন্নত, হাদিস মানছি না। শুধু কি তাই? ইবাদতের হাদিসগুলো মানতে গিয়েও আমরা ঐক্যের বাঁধন ছিঁড়ে ফেলছি। অথচ মানুষে মানুষে জুড়ে দেওয়া, গোত্রে গোত্রে মিলিয়ে দেওয়া, দেশে দেশে বন্ধুত্ব পাতিয়ে শান্তি প্রতিষ্ঠা ছিল আপনার জীবনের একমাত্র ব্রত। থাক সে কথা। ওগো শাফিউল মুজনাবিন! আপনি নিশ্চয় বড় কষ্টে আছেন আমাদের মুনাফেকি জিন্দেগি দেখে। নামাজে কীভাবে দাঁড়াতে হবে এ নিয়ে আমরা ঝগড়া করি, সুন্নত প্রতিষ্ঠার জন্য লড়াই করি, কিন্তু পরিবার, সমাজ ও রাষ্ট্রে সুন্নত মানার তাগাদা দেখা যায় না আমাদের মধ্যে। সবচেয়ে বড় সুন্নত হলো মানুষের মনে কষ্ট না দেওয়া। মানুষের হক নষ্ট না করা। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ভাই ভাইকে মেরে ফেলছে। প্রতিবেশী প্রতিবেশীর কষ্টের কারণ। হিংসা-ঘৃণা এসব আমাদের ‘অলংকার’ হয়ে গেছে। আসলে সুন্নত বলতে কী বোঝায় তা-ই আমরা শিখতে পারিনি। লম্বা জোব্বা আর মিসওয়াকে দাঁত ঘষা অবশ্যই সুন্নত, তবে প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব, মানুষকে ঘৃণা না করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি-দলাদলি না করা, নারীর অধিকার প্রতিষ্ঠা যে আরও বড় সুন্নত সে ব্যাপারটি আমরা আজও বুঝতে পারিনি। ওগো সাইয়্যিদিল মুরসালিন! এই যে বড় সুন্নত রেখে ছোট সুন্নত নিয়ে মারামারি, এটা হয়েছে আমাদের হৃদয়ে নবীপ্রেমের রওশন না থাকায়। অসংখ্যবার আপনি বলেছেন, আপনাকে কেউ যদি জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে না পারে তাহলে সে মোমিন হতে পারবে না। একবার হজরত ওমর বললেন, ওগো মাওলায়ে মোমিনিন নবীজি আমার! আমি সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি নয়। আপনি সঙ্গে সঙ্গে বললেন, হে ওমর! তোমার ইমান পূর্ণ হয়নি। একটু ভেবে ওমর বললেন, এবার হে নবী! আমার জীবনের চেয়েও আপনি বেশি প্রিয় আমার কাছে। এরপর আপনি বললেন, এবার তুমি পরিপূর্ণ মোমিন হতে পেরেছ।

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি, পীর সাহেব, আউলিয়ানগর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর