নগরায়ণের প্রক্রিয়ায় দেশে একের পর এক পৌরসভা গড়ে উঠেছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পৌরসভাগুলো পরিচালিত হলেও দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার প্রায় প্রতিটি পৌরসভার অনুষঙ্গ হয়ে উঠেছে। বিশেষ করে চুক্তিভিত্তিক নিয়োগের নামে চলছে অর্থলুটের মচ্ছব। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে পৌরসভাকে লুটপাটের আরেক আখড়া হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে, মানিকগঞ্জ পৌরসভার সাংগঠনিক কাঠামো অনুযায়ী মাত্র ছয়টি পদে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ আছে। এগুলো হচ্ছে- সুইপার, সুইপার সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলভি, পুরোহিত ও ডোম। কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে নিয়ম ভেঙে বিভিন্ন পদে ২৪৮ জন অস্থায়ী কর্মচারীকে। পৌরসভাকে এ খাতে ব্যয় করতে হচ্ছে ১৪ লাখ ৮৮ হাজার টাকা। প্রায় একই চিত্র নীলফামারীর সৈয়দপুর পৌরসভায়। সেখানে আউটসোর্সিংয়ে কাজ করছেন ৪২২ জন কর্মচারী। তাঁদের বেতন-ভাতাও যথারীতি পরিশোধ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, কাগজে-কলমে ৪২২ জন দেখানো হলেও বাস্তবে কাজ করছেন কমবেশি ১০০ কর্মচারী। বাকিদের বেতন-ভাতার টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ২২ আগস্ট মানিকগঞ্জ পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারীর নাম, পদবি, কোন শাখায় কর্মরত, কবে থেকে নিয়োগ হয়েছে এবং মাসিক ভাতা কত তা জানতে চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। অনুমোদিত ছয়টি পদ ছাড়া অন্য পদে নিয়োগকৃতদের নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সৈয়দপুর পৌরসভার ৪২২ কর্মচারীর ব্যাপারে বিস্তারিত তথ্য চাওয়া হলেও এক মাস পরও তথ্য দেয়নি সংশ্লিষ্ট পৌরসভা। দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা ৩২৮। এর এক বড় অংশ পৌরসভা হওয়ার যোগ্যতা অর্জন করেছে রাজনৈতিক প্রভাবের কারণে। পৌরসভাগুলোয় রাজস্ব আয় এতই কম যে তা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা কঠিন। প্রতিটি পৌরসভায় রয়েছে ভুয়া কর্মচারীর বোঝা। পৌরসভাগুলোয় স্থায়ী কর্মী ১১ হাজার ৬৭৫ জন হলেও অস্থায়ী কর্মী ২০ হাজার ৩৫৫ জন। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করার নির্দেশনা মানা হচ্ছে না নিয়োগদাতাদের স্বার্থ থাকার কারণে। এ নৈরাজ্যের অবসানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
লুটপাটের আখড়া
পৌরসভার কর্মকান্ডে স্বচ্ছতা নিশ্চিত হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর