নগরায়ণের প্রক্রিয়ায় দেশে একের পর এক পৌরসভা গড়ে উঠেছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পৌরসভাগুলো পরিচালিত হলেও দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার প্রায় প্রতিটি পৌরসভার অনুষঙ্গ হয়ে উঠেছে। বিশেষ করে চুক্তিভিত্তিক নিয়োগের নামে চলছে অর্থলুটের মচ্ছব। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে পৌরসভাকে লুটপাটের আরেক আখড়া হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে, মানিকগঞ্জ পৌরসভার সাংগঠনিক কাঠামো অনুযায়ী মাত্র ছয়টি পদে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ আছে। এগুলো হচ্ছে- সুইপার, সুইপার সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলভি, পুরোহিত ও ডোম। কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে নিয়ম ভেঙে বিভিন্ন পদে ২৪৮ জন অস্থায়ী কর্মচারীকে। পৌরসভাকে এ খাতে ব্যয় করতে হচ্ছে ১৪ লাখ ৮৮ হাজার টাকা। প্রায় একই চিত্র নীলফামারীর সৈয়দপুর পৌরসভায়। সেখানে আউটসোর্সিংয়ে কাজ করছেন ৪২২ জন কর্মচারী। তাঁদের বেতন-ভাতাও যথারীতি পরিশোধ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, কাগজে-কলমে ৪২২ জন দেখানো হলেও বাস্তবে কাজ করছেন কমবেশি ১০০ কর্মচারী। বাকিদের বেতন-ভাতার টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ২২ আগস্ট মানিকগঞ্জ পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারীর নাম, পদবি, কোন শাখায় কর্মরত, কবে থেকে নিয়োগ হয়েছে এবং মাসিক ভাতা কত তা জানতে চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। অনুমোদিত ছয়টি পদ ছাড়া অন্য পদে নিয়োগকৃতদের নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সৈয়দপুর পৌরসভার ৪২২ কর্মচারীর ব্যাপারে বিস্তারিত তথ্য চাওয়া হলেও এক মাস পরও তথ্য দেয়নি সংশ্লিষ্ট পৌরসভা। দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা ৩২৮। এর এক বড় অংশ পৌরসভা হওয়ার যোগ্যতা অর্জন করেছে রাজনৈতিক প্রভাবের কারণে। পৌরসভাগুলোয় রাজস্ব আয় এতই কম যে তা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা কঠিন। প্রতিটি পৌরসভায় রয়েছে ভুয়া কর্মচারীর বোঝা। পৌরসভাগুলোয় স্থায়ী কর্মী ১১ হাজার ৬৭৫ জন হলেও অস্থায়ী কর্মী ২০ হাজার ৩৫৫ জন। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করার নির্দেশনা মানা হচ্ছে না নিয়োগদাতাদের স্বার্থ থাকার কারণে। এ নৈরাজ্যের অবসানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিনার
- বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন
- খাগড়াছড়িতে ‘পদোন্নতি বঞ্চিত’ প্রভাষকদের কর্মবিরতি শুরু
- কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
- ১২৪ রানের ছোট লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, ঘরের মাঠেই লজ্জার হার
- প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
লুটপাটের আখড়া
পৌরসভার কর্মকান্ডে স্বচ্ছতা নিশ্চিত হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর