মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মামলাজট

দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিন

বিলম্বিত বিচার যে বিচারহীনতার নামান্তর সে সত্যটি বারবার স্বীকার করেছেন বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তারাও। তার পরও এ দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে নানা সীমাবদ্ধতার কারণে। ৩০ জুন পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪১ লাখ ৯৮ হাজার ৫৫৩। এর মধ্যে উচ্চ আদালতের আপিল বিভাগে ১৭ হাজার ৫৪৭ এবং হাই কোর্ট বিভাগে ৫ লাখ ১৮ হাজার মামলা বিচারাধীন। সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্যানুযায়ী, আপিল বিভাগের বিচারাধীন মামলার মধ্যে ১১ হাজার ৯৭৮টি দেওয়ানি, ৫ হাজার ৪৫৪টি ফৌজদারি এবং ১১৫টি আদালত অবমাননার অভিযোগে করা। অন্যদিকে হাই কোর্টের বিচারাধীন মামলার মধ্যে ৮৯ হাজার ২০৭টি দেওয়ানি, ৩ লাখ ১২ হাজার ৬৫৯টি ফৌজদারি এবং রিট ও আদিম মিলিয়ে আরও ১ লাখ ১৬ হাজার ১৩৫টি রয়েছে। ৬৪ জেলার অধস্তন আদালতে বিচারাধীন মামলা ৩৬ লাখ ৬৩ হাজার ৫টি। নিম্ন আদালতে বিচারাধীন মামলার মধ্যে ২ লাখ ৯ হাজার ৫০৯টি অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে রয়েছে। মামলাজট কমাতে বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব

গ্রহণের পর বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ডেথ রেফারেন্সের নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। দেশের আট বিভাগের মামলা তদারকিতে আটজন বিচারপতিকে প্রধান করে পৃথক মনিটরিং সেল গঠনও একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ২০০০ সালের আগে দায়ের হওয়া মামলা নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। দেশের আদালতগুলোয় ভয়াবহ মামলাজট নিরসনে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তিকে টার্গেট করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন মামলা ঠেকাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপরও জোর দিয়েছেন তাঁরা। আইনগত ত্রুটির অবসানে আইন সংশোধনে নিতে হবে যথাযথ উদ্যোগ। মামলা নিষ্পত্তিতে আইনজীবীদের সহযোগিতা নিশ্চিত করার বিষয়টিও জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর