বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই ঘূর্ণিঝড়প্রবণ এলাকা। ১৯৭০ সালের ১০ নভেম্বরের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মারা গিয়েছিল কয়েক লাখ মানুষ। কালের বিবর্তনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে জীবন রক্ষার সক্ষমতা অর্জিত হলেও প্রাকৃতিক এ দুর্যোগের সংখ্যা কমার বদলে বাড়ছে। চলতি বছর ইতোমধ্যে দুটি ঘূর্ণিঝড় হানা দিয়েছে বাংলাদেশে। আরও একটির আশঙ্কায় ভুগছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংকের ‘কান্ট্রি ক্লাইমেট ও ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে বছরে প্রায় ১০০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে। বায়ুদূষণের কারণে বছরে প্রাক্কলিত ক্ষতি জিডিপির প্রায় ৯ শতাংশ এবং দেশের ৩২ শতাংশ মৃত্যু পরিবেশদূষণের সঙ্গে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের চারটি অঞ্চল- বরেন্দ্র, পার্বত্য চট্টগ্রাম, উপকূল ও হাওর এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। জেলা হিসাবে ধরলে হাওরের ময়মনসিংহ জেলার পশ্চিমাংশ, রংপুরের পূর্বাংশ ও খুলনার দক্ষিণাংশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে। নিয়মিতভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়, এমন এলাকার স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময়ের মধ্যে কৃষি খাতে জিডিপির এক-তৃতীয়াংশ কমতে পারে। বাংলাদেশে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বছরে দরকার ১ হাজার ২৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। বিশ্বব্যাংকের প্রতিবেদনে জলবায়ুর পরিবর্তন বিশেষত ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরা হয়েছে তা উদ্বেগজনক। স্বাধীনতার পর জনসংখ্যা প্রায় সোয়া ২ গুণ বাড়লেও কৃষি আধুনিকীকরণের সুবাদে চাষাবাদের জমি কমার পরও উৎপাদন বেড়েছে অন্তত তিন গুণ। কিন্তু আবহাওয়ার বিরূপ পরিবর্তন ইতোমধ্যে দেশের খাদ্য নিরাপত্তায় হুমকি সৃষ্টি করেছে; যা মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার