বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিপদের মুখে বিশ্ব

জলবায়ু দূষণ ঠেকাতে এক হতে হবে

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিসরের শার্ম আল শেখের জলবায়ু সম্মেলন বা ২৭তম কনফারেন্স অব পার্টিজে বক্তব্য দান প্রসঙ্গে বলেছেন, বিশ্ব এখন জলবায়ু নরকের মহাসড়কে রয়েছে। বিশ্বকে এ অবস্থা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে তিনি বলেছেন, জলবায়ু উষ্ণায়ন সমস্যার সমাধান একসঙ্গে করতে হবে। নতুবা একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। জাতিসংঘ মহাসচিবের উপলব্ধি আর কিছুদিনের মধ্যে আমাদের বিশ্বের জনসংখ্যা নতুন সীমা অতিক্রম করবে। আমাদের সদস্য সংখ্যা ৮ বিলিয়ন হতে যাচ্ছে। যে শিশুটি আসছে তাকে আমরা কী বলব? যখন জিজ্ঞাসা করবে আমরা পৃথিবীর জন্য কী করেছি? আমরা আমাদের জীবনের সঙ্গে লড়াই করছি আর হেরে যাচ্ছি। বৈশ্বিক তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। আমরা যে শঙ্কা করছি সেই বিন্দুর দিকেই যাচ্ছি। জলবায়ু সম্মেলনে সেনেগাল ও আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট ম্যাকি সল, মিসরের প্রেসিডেন্ট সিসি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অনেকেই যোগ দিয়েছেন। এবারের সম্মেলনে ১৯০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনের সবাই জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরছেন। প্রসঙ্গত, গত কয়েক মাসে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ে বন্যা ও ভূমিধসে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। পাকিস্তান ও নাইজেরিয়ায় ব্যাপক বন্যা, বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড়, আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে তীব্র খরা, ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় এবং তিন মহাদেশজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ বিশ্বকে বিপর্যস্ত করে তুলেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বিশ্বের বায়ুমণ্ডলের উষ্ণায়ন বাড়লে তা পৃথিবীকে বসবাসের অযোগ্য একটি হটহাউসের দিকে ঠেলে দিতে পারে। বিশ্ব জলবায়ু সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন তা খুবই প্রাসঙ্গিক। এ ব্যাপারে জলবায়ু দূষণের জন্য দায়ী ধনী দেশগুলোকে দায় মেনে নিয়ে এগিয়ে আসতে হবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর