বায়ান্নর মহান ভাষাসংগ্রামের রক্তস্নাত ইতিহাস ইতোমধ্যে একাত্তর বছর অতিক্রম করেছে। বাংলাদেশের মুক্তিসংগ্রামে একাত্তর একটি স্বকীয় দ্যোতনার নাম। বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার সে আন্দোলনের পথ ধরে বাঙালির জাতিরাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে বিশ্ব মানচিত্রে। বিশ্বের বাংলা এখন চতুর্থ বহুল ব্যবহৃত ভাষা। বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষ কথা বলে বাংলা ভাষায়। এর মধ্যে ২৬ কোটিরও বেশি বাঙালির বসবাস বাংলাদেশ ও ভারতে। আরও ৪ কোটি বাঙালি ছড়িয়ে আছে দুনিয়ার বহু দেশে। বাংলা এখন শুধু বাংলাদেশেরই দাফতরিক ভাষা নয়, ভারতের কয়েকটি রাজ্যে এবং সিয়েরা লিওনের দাফতরিক ভাষা বাংলা। বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা যে ত্যাগ ও সৌহার্দ্যরে স্বাক্ষর রেখেছেন তারই নিদর্শন হিসেবে সেখানকার স্থানীয় বাসিন্দারা বাংলা ভাষা শিখছেন, চর্চা করছেন। দেশে দেশে যেখানেই বাংলা কমিউনিটি রয়েছে সেখানেই বাংলা ভাষার প্রচলন বাড়ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি ২০ ফেব্রুয়ারি থেকে বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস সহজ করতে ইউএন বাংলা ফন্ট ইউনিকোড সংস্করণ চালু করেছে। বাংলাদেশ ভারতের বাইরে পাকিস্তানের করাচিতে প্রায় ২১ লাখ মানুষ বাংলা ভাষায় কথা বলে। করাচি সিটি করপোরেশনের অন্যতম অফিশিয়াল ভাষাও বাংলা। ইংল্যান্ডে স্বীকৃত পঞ্চম অভিবাসী ভাষা বাংলা। সেখানে প্রায় ৮ লাখ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও আছেন প্রচুর বাঙালি অভিবাসী। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকা-যেখানে বাঙালি সেখানেই বাংলা ভাষার প্রচলন রয়েছে। চারটি মহাদেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে চলে গবেষণা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মূল অধিবাসীদের চেয়েও অভিবাসী বাংলাভাষীর সংখ্যা বেশি। ভাষা আন্দোলন বাঙালিকে নিজেদের চেনার সুযোগ করে দিয়েছে। বিশ্বের সবচেয়ে গরিব ও পিছিয়ে পড়া দেশ থেকে বাংলাদেশ এখন ৩৫তম অর্থনীতিতে পরিণত হয়েছে নিজেকে চেনার ও আত্মমর্যাদার প্রতিষ্ঠার গরজ থেকে। জাতি হিসেবে আরও এগিয়ে যেতে হলে একুশের চেতনাকে ধারণ করতে হবে দৃঢ়ভাবে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
বিশ্বজুড়ে বাংলা ভাষা
একুশের পথ ধরে ঘটছে এ বিকাশ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর