বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিশ্বজুড়ে বাংলা ভাষা

একুশের পথ ধরে ঘটছে এ বিকাশ

বায়ান্নর মহান ভাষাসংগ্রামের রক্তস্নাত ইতিহাস ইতোমধ্যে একাত্তর বছর অতিক্রম করেছে। বাংলাদেশের মুক্তিসংগ্রামে একাত্তর একটি স্বকীয় দ্যোতনার নাম। বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার সে আন্দোলনের পথ ধরে বাঙালির জাতিরাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে বিশ্ব মানচিত্রে। বিশ্বের বাংলা এখন চতুর্থ বহুল ব্যবহৃত ভাষা। বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষ কথা বলে বাংলা ভাষায়। এর মধ্যে ২৬ কোটিরও বেশি বাঙালির বসবাস বাংলাদেশ ও ভারতে। আরও ৪ কোটি বাঙালি ছড়িয়ে আছে দুনিয়ার বহু দেশে। বাংলা এখন শুধু বাংলাদেশেরই দাফতরিক ভাষা নয়, ভারতের কয়েকটি রাজ্যে এবং সিয়েরা লিওনের দাফতরিক ভাষা বাংলা। বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা যে ত্যাগ ও সৌহার্দ্যরে স্বাক্ষর রেখেছেন তারই নিদর্শন হিসেবে সেখানকার স্থানীয় বাসিন্দারা বাংলা ভাষা শিখছেন, চর্চা করছেন। দেশে দেশে যেখানেই বাংলা কমিউনিটি রয়েছে সেখানেই বাংলা ভাষার প্রচলন বাড়ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি ২০ ফেব্রুয়ারি থেকে বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস সহজ করতে ইউএন বাংলা ফন্ট ইউনিকোড সংস্করণ চালু করেছে। বাংলাদেশ ভারতের বাইরে পাকিস্তানের করাচিতে প্রায় ২১ লাখ মানুষ বাংলা ভাষায় কথা বলে। করাচি সিটি করপোরেশনের অন্যতম অফিশিয়াল ভাষাও বাংলা। ইংল্যান্ডে স্বীকৃত পঞ্চম অভিবাসী ভাষা বাংলা। সেখানে প্রায় ৮ লাখ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও আছেন প্রচুর বাঙালি অভিবাসী। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকা-যেখানে বাঙালি সেখানেই বাংলা ভাষার প্রচলন রয়েছে। চারটি মহাদেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে চলে গবেষণা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মূল অধিবাসীদের চেয়েও অভিবাসী বাংলাভাষীর সংখ্যা বেশি। ভাষা আন্দোলন বাঙালিকে নিজেদের চেনার সুযোগ করে দিয়েছে। বিশ্বের সবচেয়ে গরিব ও পিছিয়ে পড়া দেশ থেকে বাংলাদেশ এখন ৩৫তম অর্থনীতিতে পরিণত হয়েছে নিজেকে চেনার ও আত্মমর্যাদার প্রতিষ্ঠার গরজ থেকে। জাতি হিসেবে আরও এগিয়ে যেতে হলে একুশের চেতনাকে ধারণ করতে হবে দৃঢ়ভাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর