বিলম্বিত বিচার প্রকারান্তরে বিচারহীনতার নামান্তর। বাংলাদেশের বিচারব্যবস্থা আন্তর্জাতিক মানের হলেও বিলম্বিত বিচার প্রক্রিয়ার কারণে বিচারপ্রার্থীরা হতাশায় ভোগেন। অপরাধীদের মধ্যে তা ভয় ঢোকাতে ব্যর্থ হয়। বিলম্বিত বিচারের কারণে অনেকে আদালতের শরণাপন্ন হওয়ার বদলে আইন নিজের হাতে তুলে নেন। দেশে অপরাধপ্রবণতা উসকে দেওয়ার পেছনে মান্ধাতা আমলের বাস্তবতা বিবর্জিত কিছু আইন অনেকাংশে দায়ী। দেশে যত অপরাধ সংঘটিত হয় তার সিংহভাগের পেছনে রয়েছে ভূমি-সংক্রান্ত বিরোধ। জমির ক্ষেত্রে দীর্ঘকাল জোর যার মুল্লুক তার নীতিই প্রাধান্য পেয়েছে। জমির বৈধ মালিকানাও উপেক্ষিত হয়েছে দখলদারদের দৌরাত্ম্যে। এজন্য যে বিরোধ দানা বেঁধে উঠেছে তা বংশ পরম্পরায় অমীমাংসিত থাকার নজির কম নয়। দেশের আদালতগুলোতে মামলাজট সৃষ্টির পেছনে ভূমি-সংক্রান্ত আইনের ত্রুটি অনেকাংশে দায়ী। ভূমি বিরোধ আরও অনেক অপরাধ সংঘটনে উৎসাহ জুগিয়েছে। জামিন প্রদানে নিম্ন আদালতগুলোর অনুদার নীতি হাই কোর্টে মামলার স্তূপ সৃষ্টিতে অবদান রেখেছে। আশার কথা বর্তমান প্রধান বিচারপতি মামলাজট হ্রাসে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মাত্র সোয়া দুই ঘণ্টায় ৩ হাজার ১৯০টি মামলা নিষ্পত্তি করেছেন হাই কোর্টের ৯টি বিশেষ বেঞ্চ। বেলা ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত অন্তর্র্বর্তীকালীন জামিন-সংক্রান্ত এসব মামলা নিষ্পত্তি করেছেন বেঞ্চগুলো। এর আগে ৯টি বিশেষ বেঞ্চ গঠনের বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এদিকে পুরনো মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরাও। মামলাজট কমাতে প্রধান বিচারপতিসহ সব বিচারপতি বিচারক এবং আইনজীবীদের পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। আইনজীবীদের অনেকে মামলা ঝুলিয়ে রাখেন এমন অভিযোগ ওপেন সিক্রেট। মামলাজট কমাতে হলে এ মনোভাবের অবসান ঘটাতে হবে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০