বিলম্বিত বিচার প্রকারান্তরে বিচারহীনতার নামান্তর। বাংলাদেশের বিচারব্যবস্থা আন্তর্জাতিক মানের হলেও বিলম্বিত বিচার প্রক্রিয়ার কারণে বিচারপ্রার্থীরা হতাশায় ভোগেন। অপরাধীদের মধ্যে তা ভয় ঢোকাতে ব্যর্থ হয়। বিলম্বিত বিচারের কারণে অনেকে আদালতের শরণাপন্ন হওয়ার বদলে আইন নিজের হাতে তুলে নেন। দেশে অপরাধপ্রবণতা উসকে দেওয়ার পেছনে মান্ধাতা আমলের বাস্তবতা বিবর্জিত কিছু আইন অনেকাংশে দায়ী। দেশে যত অপরাধ সংঘটিত হয় তার সিংহভাগের পেছনে রয়েছে ভূমি-সংক্রান্ত বিরোধ। জমির ক্ষেত্রে দীর্ঘকাল জোর যার মুল্লুক তার নীতিই প্রাধান্য পেয়েছে। জমির বৈধ মালিকানাও উপেক্ষিত হয়েছে দখলদারদের দৌরাত্ম্যে। এজন্য যে বিরোধ দানা বেঁধে উঠেছে তা বংশ পরম্পরায় অমীমাংসিত থাকার নজির কম নয়। দেশের আদালতগুলোতে মামলাজট সৃষ্টির পেছনে ভূমি-সংক্রান্ত আইনের ত্রুটি অনেকাংশে দায়ী। ভূমি বিরোধ আরও অনেক অপরাধ সংঘটনে উৎসাহ জুগিয়েছে। জামিন প্রদানে নিম্ন আদালতগুলোর অনুদার নীতি হাই কোর্টে মামলার স্তূপ সৃষ্টিতে অবদান রেখেছে। আশার কথা বর্তমান প্রধান বিচারপতি মামলাজট হ্রাসে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মাত্র সোয়া দুই ঘণ্টায় ৩ হাজার ১৯০টি মামলা নিষ্পত্তি করেছেন হাই কোর্টের ৯টি বিশেষ বেঞ্চ। বেলা ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত অন্তর্র্বর্তীকালীন জামিন-সংক্রান্ত এসব মামলা নিষ্পত্তি করেছেন বেঞ্চগুলো। এর আগে ৯টি বিশেষ বেঞ্চ গঠনের বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এদিকে পুরনো মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরাও। মামলাজট কমাতে প্রধান বিচারপতিসহ সব বিচারপতি বিচারক এবং আইনজীবীদের পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। আইনজীবীদের অনেকে মামলা ঝুলিয়ে রাখেন এমন অভিযোগ ওপেন সিক্রেট। মামলাজট কমাতে হলে এ মনোভাবের অবসান ঘটাতে হবে।
শিরোনাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫ : আল-জাজিরা
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
মামলাজট হ্রাস
আদালত সংশ্লিষ্টদের সক্রিয়তা কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর