সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বিচিত্রতা

বৃক্ষ রোপণ

পরিবেশ সুরক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ঘণ্টায় ১ কোটি ৩০ লাখেরও বেশি গাছ লাগিয়ে রেকর্ড গড়েছে তুরস্ক। ১১ নভেম্বর সোমবার দেশটির জাতীয় বনায়ন দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। ১১ নভেম্বর বেলা ১১টায় এক ঘণ্টার এই কর্মসূচির উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পরিচ্ছন্ন বাতাসে শ্বাস নিতে সবুজায়নের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেয় তুরস্কের কৃষি ও বনায়ন মন্ত্রক। জ্ঞাতীয় পর্যায়ের এ কর্মসূচির স্লোগান ছিল ‘ভবিষ্যতের জন্য নিঃশ্বাস’। এতে দেশটির মন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ এই কর্মসূচিতে অংশ নেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিস সাহিন নামের এক তুর্কি নাগরিকের একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে তিনি লিখেছিলেন, দুর্দান্ত একটি আইডিয়া পেয়েছি। মুসলিম দেশ হিসেবে আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি পাই। বৃক্ষ রোপণের জন্যও একটি সরকারি ছুটি হলে কেমন হয়? আসুন দেশের ৮ কোটি ২০ লাখ মানুষ একসঙ্গে ওই দিনটিতে একটি করে গাছ লাগাই।  এনিস সাহিনের এই পোস্টে নজর পড়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। তারপরই এনিসকে এমন আইডিয়ার জন্য ধন্যবাদ জানান প্রেসিডেন্ট এরদোগান এবং ১১ নভেম্বর গাছ লাগানোর জন্য ছুটি ঘোষণা করেন। প্রতি বছর ১১ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণা করেন তিনি। এবারের কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ১ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৭০৮টি গাছের চারা বিতরণ করা হয় বিনামূল্যে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর