শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বিচিত্রতা

কড়ি

কড়ি

কড়ি মালদ্বীপের একটি সামুদ্রিক শামুকের খোল। এটি দেখতে ক্ষুদ্র ও উজ্জ্বল। এককালে বাংলায় বিনিময়-মাধ্যম হিসেবে কড়ি ব্যবহৃত হতো। প্রাচীন ও মধ্যযুগেও বিনিময়ের মাধ্যম হিসেবে এর ব্যাপক প্রচলন ছিল। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় এর ব্যবহার ছিল সবচেয়ে বেশি। সীমিত আকারে হলেও চীন ও ইউরোপেও কড়ি বিনিময়-মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।

এটি সর্বত্র কড়ি নামে প্রচলিত থাকলেও এর আঞ্চলিক নামও ছিল। যেমন- সংস্কৃত ভাষায় কড়ির নাম ছিল কপর্দক। মধ্যযুগের মঙ্গলকাব্য আখ্যানে ব্যবসা-বাণিজ্যের মাধ্যম হিসেবে কড়ি বা কপর্দকের ব্যবহার সম্পর্কে বিস্তৃত উল্লেখ রয়েছে। এখনো কড়ি ও কপর্দক শব্দদ্বয় বাংলা ভাষায় চালু আছে। তবে ঠিক মুদ্রা অর্থে নয়, আর্থিক পরিস্থিতি বোঝায় এমন অর্থে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর