মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দালাল সিন্ডিকেট

হাসপাতালে ওদের দৌরাত্ম্য থামান

দেশের হাসপাতালগুলোয় চলছে দালাল সিন্ডিকেটের রাজত্ব। এ সিন্ডিকেটের কারণে রোগীর স্বজনদের হয়রানি হতে হচ্ছে হাসপাতালে ভর্তি, সেবা নেওয়া এবং অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়ার ক্ষেত্রে। হাসপাতালগুলোয় দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য এতই বেড়েছে যে, তাদের কাছে চিকিৎসকরাও অসহায়। দালাল সিন্ডিকেটের মাধ্যমে না গেলে হাসপাতালে শয্যা পাওয়া দুষ্কর হয়ে ওঠে। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার ব্যাপারে জড়িত সিন্ডিকেটের সদস্যরা। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে হাসপাতাল থেকে রোগী অথবা রোগীর লাশ নিতে দ্বিগুণ অথবা বেশি অর্থ গুনতে হয়। রোগীর স্বজনরা অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে নিয়ে গেলে তা হাসপাতালে ঢুকতে দেওয়া হয় না। ফলে প্রতিটি হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে সিন্ডিকেটের দ্বারা নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সের চালকদের বাগবিতন্ডা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাঝে মাঝে দালালদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিলেও তাতে কাজ হচ্ছে না। সরকারি হাসপাতালগুলোয় দালাল সিন্ডিকেটের প্রভাব এত বেশি যে, তাদের বাদ দিয়ে কোনো সেবা পাওয়া যায় না। হাসপাতালের ওয়ার্ডবয় ও পিয়নদের দ্বারা পরিচালিত এই সিন্ডিকেটের কারসাজিতে বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি প্রায়ই বিকল হয়ে পড়ে। বাইরের ডায়াগনস্টিক সেন্টারে রোগীরা যাতে যেতে বাধ্য হয় সেজন্য চলে এমন অন্তর্ঘাতমূলক কাজ। হাসপাতালগুলোয় রোগীর সেবা নিশ্চিত করতে দালাল সিন্ডিকেট এবং তাদের বস হিসেবে তৎপর ওয়ার্ডবয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাস্তানি বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। কোথাও দালাল সিন্ডিকেটের অপকর্ম চললে ভুক্তভোগীরা যাতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হতে পারে এমন ব্যবস্থা থাকাও জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর