গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী চলে গেছেন না ফেরার দেশে। মঙ্গলবার রাত সোয়া ১১টায় ধানমন্ডিতে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের স্বাস্থ্য খাতের এই প্রবাদ পুরুষ। মুক্তিযুদ্ধের এই মহান বীরের জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে। তবে তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। পড়াশোনা করেছেন বকশীবাজার স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা মেডিকেলে। ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে বিলাতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে এফআরসিএসের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঠিক সে মুহূর্তে দেশমাতৃকার ডাকে যোগ দেন মুক্তিযুদ্ধে। এফআরসিএসের চূড়ান্ত পর্ব শেষ না করেই চলে আসেন দেশের মুক্তাঞ্চলে। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে যারা নিজেদের রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত করেন সেই অসীম সাহসীদের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যতম। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য তিনি মুক্তাঞ্চলে গড়ে তোলেন মুক্তিযুদ্ধের ফিল্ড হাসপাতাল। স্বাধীনতার পর এ হাসপাতালটি চালু করেন কুমিল্লায় বঙ্গবন্ধুর দেওয়া ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ নামে। পরে সেটি সাভারে স্থানান্তর করা হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৮২ সালে বাংলাদেশের জাতীয় ওষুধ নীতি প্রণয়নে অনুঘটকের ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর এ ওষুধ নীতিকে সবচেয়ে বড় অর্জন হিসেবে ভাবা হয়। ওষুধ নীতির কারণেই বাংলাদেশ আজ অন্যতম ওষুধ রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে অল্প খরচে চিকিৎসা দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। স্বাধীনতা পদক, ম্যাগসাইসাই পদকসহ নানা পুরস্কারে ভূষিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনরা শোকবাণী দিয়েছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিদায়ী অভিবাদন।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
স্বাস্থ্য খাতের প্রবাদপুরুষ
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিদায়ী অভিবাদন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর