গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী চলে গেছেন না ফেরার দেশে। মঙ্গলবার রাত সোয়া ১১টায় ধানমন্ডিতে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের স্বাস্থ্য খাতের এই প্রবাদ পুরুষ। মুক্তিযুদ্ধের এই মহান বীরের জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে। তবে তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। পড়াশোনা করেছেন বকশীবাজার স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা মেডিকেলে। ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে বিলাতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে এফআরসিএসের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঠিক সে মুহূর্তে দেশমাতৃকার ডাকে যোগ দেন মুক্তিযুদ্ধে। এফআরসিএসের চূড়ান্ত পর্ব শেষ না করেই চলে আসেন দেশের মুক্তাঞ্চলে। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে যারা নিজেদের রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত করেন সেই অসীম সাহসীদের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যতম। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য তিনি মুক্তাঞ্চলে গড়ে তোলেন মুক্তিযুদ্ধের ফিল্ড হাসপাতাল। স্বাধীনতার পর এ হাসপাতালটি চালু করেন কুমিল্লায় বঙ্গবন্ধুর দেওয়া ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ নামে। পরে সেটি সাভারে স্থানান্তর করা হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৮২ সালে বাংলাদেশের জাতীয় ওষুধ নীতি প্রণয়নে অনুঘটকের ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর এ ওষুধ নীতিকে সবচেয়ে বড় অর্জন হিসেবে ভাবা হয়। ওষুধ নীতির কারণেই বাংলাদেশ আজ অন্যতম ওষুধ রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে অল্প খরচে চিকিৎসা দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। স্বাধীনতা পদক, ম্যাগসাইসাই পদকসহ নানা পুরস্কারে ভূষিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনরা শোকবাণী দিয়েছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিদায়ী অভিবাদন।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
স্বাস্থ্য খাতের প্রবাদপুরুষ
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিদায়ী অভিবাদন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর