ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩০০ দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১২০০। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইগামী ট্রেনের ওই দুর্ঘটনাকে মহাবিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ভুল সিগন্যালে ১২৭ কিলোমিটার গতি নিয়ে ট্রেন নির্ধারিত লাইন ছেড়ে চলে যায় অন্যদিকে। তারপরই ঘটে ভয়ংকর দুর্ঘটনা। শুক্রবার বিকাল ৩টার দিকে কলকাতায় হাওড়ার নিকটবর্তী শালিমার স্টেশন থেকে ছাড়ে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস। এটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওড়িশার বালেশ্বরে পৌঁছায়, আধা ঘণ্টা পর বাহানগা বাজারের কাছে ২৩ কামরার ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২৮৮ আর আহত হাজার ছাড়িয়ে গেছে। করমন্ডল এক্সপ্রেস লাইন ছেড়ে যাওয়ার পর পেছন থেকে ধাক্কা দেয় একটি মালগাড়িকে। এক্সপ্রেসের ইঞ্জিন সেই মালগাড়ির ওপর উঠে যায়। ২৩টি বগির মধ্যে ১৫টি লাইন থেকে ছিটকে পড়ে পাশের ডাউন লাইনে। সেই লাইন দিয়ে তখন আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। করমন্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো গিয়ে পড়ে সেই লাইনের ওপর। বেঙ্গালুরু-হাওড়া ট্রেনটির দুটি কামরাও লাইনচ্যুত হয়। মালগাড়ির ওপরে উঠে যায় আস্ত একটা ইঞ্জিন। রেললাইনের সিমেন্টের স্লিপারগুলো ভেঙেচুরে লোহার রড বেরিয়ে গেছে। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। বিশ্বের সবচেয়ে জনসংখ্যা অধ্যুষিত দেশ ভারতে রেলপথে যাতায়াত ধারে-কাছের দেশগুলোর চেয়ে স্বাচ্ছন্দ্যের। সেই সুনাম নষ্ট করেছে ওড়িশার দুর্ঘটনা। ইতোমধ্যে দুর্ঘটনার জন্য সিগন্যালের ত্রুটিকে দায়ী করা হয়েছে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে। ওড়িশা সরকার নিহতদের ১০ লাখ এবং গুরুতর আহতদের চিকিৎসায় ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দানের ঘোষণা দিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে বেশ কয়েকজন বাংলাদেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজন আহত হয়েছেন। চারজন নিখোঁজের খবর জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। ভুল সিগন্যাল কী বিপর্যয় ঘটাতে পারে ওড়িশার ট্রেন দুর্ঘটনা তারই প্রমাণ। আমাদের দেশেও এটি ট্রেন দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত। এ ব্যাপারে সংশ্লিষ্টরা সতর্ক হবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
ভারতে ট্রেন দুর্ঘটনা
ভুল সিগন্যালে মহাবিপর্যয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর