দক্ষিণ এশিয়ায় বাস করে পৃথিবীর এক-চতুর্থাংশ মানুষ। একবিংশ শতাব্দীতে এসে দ্রুত এগোচ্ছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। এক সময়ের দরিদ্র দেশ ভারত আগামী এক যুগের মধ্যে জাপানকে হটিয়ে পৃথিবীর তৃতীয় অর্থনীতিতে পরিণত হবে। মুক্তিযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশ উড়াল দেওয়ার ক্ষেত্রে গত দুই দশক ধরে রূপকথার ফিনিক্স পাখিকেও হার মানাতে চলেছে। হতদরিদ্র অবস্থা থেকে ইতোমধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। অর্ধ শতাব্দী পর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর কাতারে ঠাঁই পাবে এমন বিশ্লেষণ বিশ্বসেরা বিভিন্ন সংস্থার। দক্ষিণ এশিয়া বিশ্ব পরিসরে দ্রুত এগোলেও অনুদার মনোভাবের জন্য নিজেদের মধ্যে আন্তবাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে। বিশ্বব্যাংকের মতে, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সব দেশে উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল নিজেদের মধ্যে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে আনুমানিক ১৭ বিলিয়ন ডলার মূলধন সাশ্রয় করতে পারে। পরিবহন ও সেবার উন্নতির মাধ্যমে ওইসিডি দেশগুলোর তুলনায় দক্ষিণ এশিয়ায় কনটেইনার চলাচলের জন্য ৫১ শতাংশের বেশি খরচ কমাতে পারে। সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে ১৯৯৩ সালে সাপটা চুক্তি করে, যা ২০০৬ সালে দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য এলাকা বা সাফটায় রূপান্তরিত হয়। এ ছাড়াও দক্ষিণ এশিয়ায় ভারত-শ্রীলঙ্কা, ভারত-ভুটান এবং পাকিস্তান-শ্রীলঙ্কা এই তিনটি মুক্তবাণিজ্য চুক্তি রয়েছে। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালকে নিয়ে ২০১৫ সালে বিবিআইএন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা উপ-আঞ্চলিক সহযোগিতার আরেকটি উদ্যোগ। এত কিছুর পরও দক্ষিণ এশিয়ার আন্তআঞ্চলিক বাণিজ্য সম্ভাবনা অনেক কম। বর্তমানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য আনুমানিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা সম্ভাব্য বাণিজ্য প্রবাহের মাত্র ৫ শতাংশ। আন্তবাণিজ্যের অযুত সম্ভাবনা থাকলেও তা কাজে না লাগানো দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে নিজেদের স্বার্থেই।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
আন্তবাণিজ্যের সুযোগ
সার্ক দেশগুলোকে উদার হতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর