দক্ষিণ এশিয়ায় বাস করে পৃথিবীর এক-চতুর্থাংশ মানুষ। একবিংশ শতাব্দীতে এসে দ্রুত এগোচ্ছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। এক সময়ের দরিদ্র দেশ ভারত আগামী এক যুগের মধ্যে জাপানকে হটিয়ে পৃথিবীর তৃতীয় অর্থনীতিতে পরিণত হবে। মুক্তিযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশ উড়াল দেওয়ার ক্ষেত্রে গত দুই দশক ধরে রূপকথার ফিনিক্স পাখিকেও হার মানাতে চলেছে। হতদরিদ্র অবস্থা থেকে ইতোমধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। অর্ধ শতাব্দী পর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর কাতারে ঠাঁই পাবে এমন বিশ্লেষণ বিশ্বসেরা বিভিন্ন সংস্থার। দক্ষিণ এশিয়া বিশ্ব পরিসরে দ্রুত এগোলেও অনুদার মনোভাবের জন্য নিজেদের মধ্যে আন্তবাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে। বিশ্বব্যাংকের মতে, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সব দেশে উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল নিজেদের মধ্যে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে আনুমানিক ১৭ বিলিয়ন ডলার মূলধন সাশ্রয় করতে পারে। পরিবহন ও সেবার উন্নতির মাধ্যমে ওইসিডি দেশগুলোর তুলনায় দক্ষিণ এশিয়ায় কনটেইনার চলাচলের জন্য ৫১ শতাংশের বেশি খরচ কমাতে পারে। সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে ১৯৯৩ সালে সাপটা চুক্তি করে, যা ২০০৬ সালে দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য এলাকা বা সাফটায় রূপান্তরিত হয়। এ ছাড়াও দক্ষিণ এশিয়ায় ভারত-শ্রীলঙ্কা, ভারত-ভুটান এবং পাকিস্তান-শ্রীলঙ্কা এই তিনটি মুক্তবাণিজ্য চুক্তি রয়েছে। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালকে নিয়ে ২০১৫ সালে বিবিআইএন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা উপ-আঞ্চলিক সহযোগিতার আরেকটি উদ্যোগ। এত কিছুর পরও দক্ষিণ এশিয়ার আন্তআঞ্চলিক বাণিজ্য সম্ভাবনা অনেক কম। বর্তমানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য আনুমানিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা সম্ভাব্য বাণিজ্য প্রবাহের মাত্র ৫ শতাংশ। আন্তবাণিজ্যের অযুত সম্ভাবনা থাকলেও তা কাজে না লাগানো দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে নিজেদের স্বার্থেই।
শিরোনাম
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
- যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
- আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- গোপন প্রতিরক্ষা নথি কাছে রাখায় যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত গ্রেফতার
- বগুড়ার শেরপুরে নবাগত ইউএনও মনজুরুল আলমের যোগদান
- ফুলবাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- ভারতে চিকিৎসা নিতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
- নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
- চার্লি কার্কের সমালোচনা করায় ছয় বিদেশির মার্কিন ভিসা বাতিল
- ১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ করলো যুক্তরাষ্ট্র
- ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে তিনজনের কারাদণ্ড
- মিরপুরে রাসায়নিকের গোডাউন থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে : ফায়ার সার্ভিস
- রাকসুতে যতজন ভোটার তত ব্যালট, কেন্দ্রে তিন স্তরে ভোটারদের যাচাই
আন্তবাণিজ্যের সুযোগ
সার্ক দেশগুলোকে উদার হতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর