রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সংলগ্ন শহরতলি এলাকার ১৮টি ওয়ার্ড যুক্ত হয় ২০১৭ সালে। তারপর ছয় বছর কেটে গেলেও এগুলো যে রাজধানীর অংশ তা ভাবাই কঠিন হয়ে পড়েছে। বিশ্বের অন্যতম মেগা সিটির বাসিন্দা হলেও ঢাকা দক্ষিণের ১৮টি ওয়ার্ডের নাগরিকরা নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে কোন যুগে বসবাস করছেন তা নিয়ে নিজেরাও সংশয়ে ভোগেন। ঢাকা দক্ষিণ সিটিতে নতুন যোগ হওয়া ১৮টি ওয়ার্ডের সিংহভাগ এলাকায় গত ছয় বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া। ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশনভুক্ত হওয়া ওয়ার্ডগুলোর শুধু কাগুজে মর্যাদার পরিবর্তন হয়েছে। নগর এলাকার সেবা বলতে তেমন কিছুই পাচ্ছেন না এসব ওয়ার্ডের বাসিন্দারা। একদিকে মশা অন্যদিকে জলজট ও ভাঙাচোরা সড়কে চলাচলের দুর্ভোগে জর্জরিত ১৮টি ওয়ার্ডের লাখ লাখ মানুষ। এসব এলাকায় নেই নগর উপযোগী সড়ক, ড্রেন ও ফুটপাত। পার্ক ও উদ্যান, খেলার মাঠ, ব্যায়ামাগার, কমিউনিটি সেন্টার, পাবলিক টয়লেট, মাতৃমঙ্গল কেন্দ্র নেই কোনো ওয়ার্ডে। ডিএসসিসি থেকে এসব ওয়ার্ড নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনার কথা বলা হলেও অর্ধ যুগেরও বেশি সময়ে কয়েকটি সড়ক ও এলইডি বাতি ছাড়া কোনো উন্নয়ন কাজ হয়নি বললেই চলে। ১৮টি ওয়ার্ডের বাসিন্দারা মশার জ্বালায় অতিষ্ঠ। দিনের বেলায় মশা কম থাকলেও সন্ধ্যা হতেই শুরু হয় আক্রমণ। বেশির ভাগ রাস্তাঘাটের চেহারা দেখলে মনে করা কঠিন হবে সেগুলো রাজধানীর সড়ক কি না। দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে ১৮টি ওয়ার্ড যুক্ত হওয়ার পর উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করে সংশ্লিষ্ট এলাকার মানুষ। কিন্তু সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে কর্তৃপক্ষীয় অমনোযোগিতায়। হচ্ছে হবে এমন প্রতিশ্রুতি দিয়েই আশ্বস্ত করে রাখা হচ্ছে এসব ওয়ার্ডের অসহায় বাসিন্দাদের। ইউনিয়ন পরিষদের এলাকা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করলেও ওইসব এলাকার উন্নয়নে এযাবৎ চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অসঙ্গতি দূর করতে কর্তৃপক্ষ সক্রিয় হবে এমনটি প্রত্যাশিত।
শিরোনাম
- পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা
- উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, বলল ভারত
- শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
- ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারে ভারত, দাবি পিটিআই’র
- তুরস্কের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের
- এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৩৬ স্থানে ৪০০ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি দিল্লির
- রোহিতের পর এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি!
- বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
- পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত : ভারতীয় শেয়ারের দাম কমেছে ৮৩ বিলিয়ন ডলার
- পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছেন শেহবাজ শরিফ
- ভারতের পাঁচ বিমানঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের
- সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া আইনের শাসন থাকবে না: আইন উপদেষ্টা
- সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল
- পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু
- ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দিল পাকিস্তান
- পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
- সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ মে)
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
উন্নয়ন বঞ্চিত ১৮ ওয়ার্ড
কর্তৃপক্ষের সক্রিয়তা কাম্য
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর