ডেঙ্গু রোগী নিয়ে কঠিন সমস্যায় পড়েছে রাজধানীর সরকারি হাসপাতালগুলো। বিশেষ করে হাসপাতালগুলোতে শিশু রোগীর ভিড় পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে। শিশু রোগীদের সঙ্গে অভিভাবকদের থাকতে হচ্ছে হাসপাতালে। অথচ কোনো হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য সিট খালি পাওয়া দুষ্কর। ফলে যেখানে-সেখানে মেঝে বারান্দা করিডোরে রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা বিপুল হওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের। মুগদা হাসপাতালের আটতলার শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় কয়েকগুণ রোগী ভর্তি। হাঁটাচলার মতো অবস্থা নেই। অন্য ওয়ার্ডগুলোরও একই অবস্থা। রাজধানীর অন্য হাসপাতালগুলোর পরিস্থিতিও প্রায় অভিন্ন। সরকারি-বেসরকারি সব হাসপাতালেই তিল ধারণের জায়গা মিলছে না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের রেকর্ড ভাঙছে। বাড়ছে মৃত্যুও। ঢাকার বাইরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, মঙ্গলবার সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৪ জন, মারা গেছেন ১০ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১৩১ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪১৬ জন, মারা গেছেন ২৬১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ২৬৪ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮৬৯ জন। সরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ৪৮২ জন, বেসরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৮৭ জন। ডেঙ্গু পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে এই আতঙ্ক সৃষ্টিকারী রোগ। হাসপাতালের বাইরে বাড়িতে রেখে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যা বিপুল। ডেঙ্গুর কারণে রাজধানীর বাইরেও জটিল সংকট সৃষ্টি হয়েছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ঠেকানোর প্রধান উপায় এডিস মশা নিধন। সে ব্যাপারে রাজধানীর দুই সিটি করপোরেশনের দায়বোধ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। কর্তাব্যক্তিদের সদিচ্ছার অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ। এটি কোনোভাবেই নাগরিকদের কাছে মেনে নেওয়ার মতো বিষয় নয়।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
ডেঙ্গুর আগ্রাসন
কর্তাদের সদিচ্ছার অভাবেই ভোগান্তি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর