ডেঙ্গু রোগী নিয়ে কঠিন সমস্যায় পড়েছে রাজধানীর সরকারি হাসপাতালগুলো। বিশেষ করে হাসপাতালগুলোতে শিশু রোগীর ভিড় পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে। শিশু রোগীদের সঙ্গে অভিভাবকদের থাকতে হচ্ছে হাসপাতালে। অথচ কোনো হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য সিট খালি পাওয়া দুষ্কর। ফলে যেখানে-সেখানে মেঝে বারান্দা করিডোরে রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা বিপুল হওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের। মুগদা হাসপাতালের আটতলার শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় কয়েকগুণ রোগী ভর্তি। হাঁটাচলার মতো অবস্থা নেই। অন্য ওয়ার্ডগুলোরও একই অবস্থা। রাজধানীর অন্য হাসপাতালগুলোর পরিস্থিতিও প্রায় অভিন্ন। সরকারি-বেসরকারি সব হাসপাতালেই তিল ধারণের জায়গা মিলছে না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের রেকর্ড ভাঙছে। বাড়ছে মৃত্যুও। ঢাকার বাইরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, মঙ্গলবার সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৪ জন, মারা গেছেন ১০ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১৩১ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪১৬ জন, মারা গেছেন ২৬১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ২৬৪ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮৬৯ জন। সরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ৪৮২ জন, বেসরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৮৭ জন। ডেঙ্গু পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে এই আতঙ্ক সৃষ্টিকারী রোগ। হাসপাতালের বাইরে বাড়িতে রেখে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যা বিপুল। ডেঙ্গুর কারণে রাজধানীর বাইরেও জটিল সংকট সৃষ্টি হয়েছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ঠেকানোর প্রধান উপায় এডিস মশা নিধন। সে ব্যাপারে রাজধানীর দুই সিটি করপোরেশনের দায়বোধ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। কর্তাব্যক্তিদের সদিচ্ছার অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ। এটি কোনোভাবেই নাগরিকদের কাছে মেনে নেওয়ার মতো বিষয় নয়।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ডেঙ্গুর আগ্রাসন
কর্তাদের সদিচ্ছার অভাবেই ভোগান্তি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর