রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে শনিবার উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কায় দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দুটি উড়োজাহাজের যাত্রীদের অন্য উড়োজাহাজে গন্তব্যস্থলে পাঠানো হয়। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৮ যাত্রীবাহী ফ্লাইটটি যাত্রা শুরু করে। উড্ডয়নের সময় রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। উড্ডয়ন বাতিল হওয়ায় যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়। যাত্রীদের পরে বিমানের অন্য একটি ফ্লাইটে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বিমানের প্রকৌশলী দলের তত্ত্বাবধানে রয়েছে। একই দিন দ্বিতীয় ঘটনাটি ঘটে দুবাইয়ের একটি উড়োজাহাজের সঙ্গে। ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এতে এর বাম পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ও দুটি চাকা ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গত বছর ডিসেম্বরে শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঢাকা শাহজালাল বিমানবন্দরে পাখির সঙ্গে সংঘর্ষ নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বিমান সংস্থাগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। হযরত শাহজালাল বিমানবন্দরে পাখির উৎপাত উড়োজাহাজের জন্য বিপদসংকুল হয়ে উঠেছে। পাখি তাড়ানোর ব্যবস্থা থাকলেও গাফিলতির কারণে উড়োজাহাজ উড্ডীনের সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। বিঘ্নিত হচ্ছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সুনাম। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সচেতনতা অপরিহার্য হয়ে উঠেছে। পাখি তাড়ানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হওয়ায় বিমান উড্ডীনের সময় বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।
শিরোনাম
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
শাহজালালে পাখির উৎপাত
উড়োজাহাজ উড্ডীনে বিঘ্ন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর