বাংলাদেশ পর্যটনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে পড়া দেশ। তালেবান প্রভাবিত আফগানিস্তান ছাড়া পর্যটন থেকে বাংলাদেশের আয় সবচেয়ে কম। অথচ বাংলাদেশকে বলা হয় নদনদী ও সবুজ প্রকৃতির দেশ। এ দেশে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। সেখানকার রয়েল বেঙ্গল টাইগার নামের বাঘ বিশ্বের ব্যাঘ্রপ্রজাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সুন্দর। সুন্দরবনের চিত্রল হরিণের কোনো তুলনা নেই। বাংলাদেশের কক্সবাজারে রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত। এ দেশের হাওর-বাঁওড় ও নদনদীর শোভা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কিন্তু পর্যটনবান্ধব পরিবেশের অভাবে পর্যটকরা এ দেশে সুখী হচ্ছে না। বিদ্যমান বৈপরীত্য অবস্থার অবস্থানে পর্যটনবান্ধব পথে হাঁটছে বাংলাদেশ। পর্যটনের মহাপরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সেরা আইল্যান্ড দৃশ্যমান হতে যাচ্ছে বাংলাদেশেই। কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী ইউনিয়নে নির্মিত হচ্ছে তিনটি ট্যুরিজম পার্ক। সেখানে বিদেশি পর্যটকদের জন্যও থাকবে সব সুযোগ-সুবিধা। থাকবে ব্যাংকক-পাতায়ার মতো নাইটলাইফ। এ ছাড়া কক্সবাজারেই সাগর ছুঁয়ে নির্মাণ হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে সংবলিত আন্তর্জাতিক বিমানবন্দর। আগামী মাসেই উদ্বোধন হতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল ও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে শুধু কক্সবাজারেই লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক ছুটবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতু উদ্বোধনের পর রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের দূরত্ব কমে যাওয়ায় সহজ হয়েছে সুন্দরবন ভ্রমণ। ফলে গত দুই বছরেই বাগেরহাটের মোংলা ও দাকোপে সুন্দরবন ঘেঁষে অন্তত ২৬টি রিসোর্ট গড়ে উঠেছে। পর্যটন কেন্দ্রগুলো পুরোদমে চালু হলে ও পর্যটকবান্ধব সেবা দিতে পারলে এই খাত থেকেই জিডিপির উল্লেখযোগ্য অংশ আসবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে বিদেশি পর্যটকদের আকর্ষিত করা সম্ভব হলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বিদেশি পর্যটকরা এক নতুন বাংলাদেশের সঙ্গে পরিচিত হবে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। সৃষ্টি হবে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
পর্যটন সম্ভাবনা
অবশেষে বাস্তবমুখী পথে হাঁটছে দেশ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর