বাংলাদেশ পর্যটনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে পড়া দেশ। তালেবান প্রভাবিত আফগানিস্তান ছাড়া পর্যটন থেকে বাংলাদেশের আয় সবচেয়ে কম। অথচ বাংলাদেশকে বলা হয় নদনদী ও সবুজ প্রকৃতির দেশ। এ দেশে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। সেখানকার রয়েল বেঙ্গল টাইগার নামের বাঘ বিশ্বের ব্যাঘ্রপ্রজাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সুন্দর। সুন্দরবনের চিত্রল হরিণের কোনো তুলনা নেই। বাংলাদেশের কক্সবাজারে রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত। এ দেশের হাওর-বাঁওড় ও নদনদীর শোভা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কিন্তু পর্যটনবান্ধব পরিবেশের অভাবে পর্যটকরা এ দেশে সুখী হচ্ছে না। বিদ্যমান বৈপরীত্য অবস্থার অবস্থানে পর্যটনবান্ধব পথে হাঁটছে বাংলাদেশ। পর্যটনের মহাপরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সেরা আইল্যান্ড দৃশ্যমান হতে যাচ্ছে বাংলাদেশেই। কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী ইউনিয়নে নির্মিত হচ্ছে তিনটি ট্যুরিজম পার্ক। সেখানে বিদেশি পর্যটকদের জন্যও থাকবে সব সুযোগ-সুবিধা। থাকবে ব্যাংকক-পাতায়ার মতো নাইটলাইফ। এ ছাড়া কক্সবাজারেই সাগর ছুঁয়ে নির্মাণ হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে সংবলিত আন্তর্জাতিক বিমানবন্দর। আগামী মাসেই উদ্বোধন হতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল ও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে শুধু কক্সবাজারেই লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক ছুটবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতু উদ্বোধনের পর রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের দূরত্ব কমে যাওয়ায় সহজ হয়েছে সুন্দরবন ভ্রমণ। ফলে গত দুই বছরেই বাগেরহাটের মোংলা ও দাকোপে সুন্দরবন ঘেঁষে অন্তত ২৬টি রিসোর্ট গড়ে উঠেছে। পর্যটন কেন্দ্রগুলো পুরোদমে চালু হলে ও পর্যটকবান্ধব সেবা দিতে পারলে এই খাত থেকেই জিডিপির উল্লেখযোগ্য অংশ আসবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে বিদেশি পর্যটকদের আকর্ষিত করা সম্ভব হলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বিদেশি পর্যটকরা এক নতুন বাংলাদেশের সঙ্গে পরিচিত হবে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। সৃষ্টি হবে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
পর্যটন সম্ভাবনা
অবশেষে বাস্তবমুখী পথে হাঁটছে দেশ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর