ভোররাতের আগুনে পুড়ে গেছে মোহাম্মদপুরের কৃষি মার্কেট। এ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮টি জুয়েলারিসহ ৪ শতাধিক দোকান। বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের পর ভোররাতের আগুনে কৃষি মার্কেট পুড়ে ছারখার হওয়ার ঘটনায় এটা নিছক অগ্নিকান্ড না নাশকতা সে প্রশ্নও মাথা চাড়া দিয়ে উঠেছে। বিশেষত সংসদ নির্বাচনের সাড়ে তিন মাস আগে পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে স্বার্থান্বেষী কোনো মহল নাশকতার আশ্রয় নিচ্ছে কি না এমন সংশয়ও দানা বেঁধে উঠছে। যেসব মার্কেটে এ পর্যন্ত আগুন লেগেছে সেগুলোতে ভোরের দিকে আগুন লাগার অভিন্নতা উদ্বেগ বাড়িয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় মার্কেটের ডান দিকে এ আগুনের সূত্রপাত। এরপর একে একে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল পরিদর্শন করেন দোকান মালিক সমিতি ব্যবসায়ী নেতৃবৃন্দ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও আঞ্চলিক কর্মকর্তা এবং ঢাকার জেলা প্রশাসক। ভয়াবহ এ আগুনে ওই মার্কেটের ১৮টি জুয়েলারি দোকান ছাড়াও কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান পুড়ে গেছে। মার্কেটটিতে ৪ শতাধিক দোকানে কাজ করতেন ২ হাজার লোক। এখানে সবজির পাশাপাশি জুতা, কাপড়, জুয়েলারিসহ অনেক ধরনের দোকান ছিল। মুদি, চাল, তৈজসপত্র, হার্ডওয়্যার, প্লাস্টিক, রূপসজ্জার পণ্যও বিক্রি হতো। শুধু মার্কেটের এক পাশে থাকা মাছ-মাংসের দোকানগুলোয় আগুন পৌঁছাতে পারেনি। এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মোহাম্মদপুরের কৃষি মার্কেটের অগ্নিকান্ড শুধু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নয়, তাদের ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জন্য এক বড় ক্ষতি। আমরা আশা করব অগ্নিকান্ডের কারণ উদঘাটনে যথাযথ তদন্ত করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
কৃষি মার্কেটে আগুন
পুনর্বাসনের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
