যানবাহনে আগুন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলাসহ নানা সন্ত্রাসী তৎপরতায় চারজনের প্রাণহানির মধ্য দিয়ে বিএনপি-জামায়াত ঘোষিত হরতাল পালিত হয়েছে। হরতালের পর বিএনপির পক্ষ থেকে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিনের অবরোধ ঘোষণা করা হয়েছে। এর আগে রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পুলিশ হত্যাসহ সন্ত্রাসী তৎপরতায় বিভিন্ন মামলায় বিএনপির সহস্রাধিক নেতাকে আসামি করা হয়েছে। বিএনপি-জামায়াতের হরতালে রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন লাগায় পিকেটাররা। আগুন লাগিয়ে পালানোর সময় গণপিটুনিতে পিকেটারদের একজন মারা যান বলে জানিয়েছে পুলিশ। অবশ্য বিএনপির দাবি- ওই ব্যক্তিকে পিটিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। ডেমরায় পিকেটাররা বাসে আগুন দিলে চালকের সহকারী প্রাণ হারান। লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বগুড়ায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। রাজধানীতে ১৯টি যানবাহন পিকেটারদের আগুন ও ভাঙচুরের শিকার হয়। ২৮ তারিখে সমাবেশের নামে নানামুখী তৎপরতা এবং পরদিন হরতালে পণ্য চলাচলে বিঘ্ন হওয়ায় বেড়ে গেছে প্রতিটি নিত্যপণ্যের দাম। আলুর দাম উঠেছে প্রতি কেজি ৭০ টাকা। দেশি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আমদানিকৃত পিঁয়াজের দামেও সেঞ্চুরি ছুঁয়েছে। তিন দিনের অবরোধে নিত্যপণ্যের সরবরাহ ব্যাপকভাগে বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। রবিবার বাস মালিক ও শ্রমিকরা গাড়ি চালানোর ঘোষণা দিলেও আগুনসন্ত্রাসের ভয়ে তাদের অনেকেই পিছিয়ে যায়। নিরাপত্তাগত কারণে আন্তজেলা বাস চলেনি। হরতালের সময় জননিরাপত্তা রক্ষায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাক্সিক্ষত সাফল্যের পরিচয় দিতে পারেননি। যা দেশকে ২০১৪ সালের মতো সন্ত্রাস ও অন্তর্ঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এ আশঙ্কা দমনে নৈরাজ্য দমনে প্রশাসন দৃঢ় সংকল্পবদ্ধ হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
জনভোগান্তির কর্মসূচি
নৈরাজ্য সৃষ্টির প্রয়াস দুর্ভাগ্যজনক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর