যানবাহনে আগুন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলাসহ নানা সন্ত্রাসী তৎপরতায় চারজনের প্রাণহানির মধ্য দিয়ে বিএনপি-জামায়াত ঘোষিত হরতাল পালিত হয়েছে। হরতালের পর বিএনপির পক্ষ থেকে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিনের অবরোধ ঘোষণা করা হয়েছে। এর আগে রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পুলিশ হত্যাসহ সন্ত্রাসী তৎপরতায় বিভিন্ন মামলায় বিএনপির সহস্রাধিক নেতাকে আসামি করা হয়েছে। বিএনপি-জামায়াতের হরতালে রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন লাগায় পিকেটাররা। আগুন লাগিয়ে পালানোর সময় গণপিটুনিতে পিকেটারদের একজন মারা যান বলে জানিয়েছে পুলিশ। অবশ্য বিএনপির দাবি- ওই ব্যক্তিকে পিটিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। ডেমরায় পিকেটাররা বাসে আগুন দিলে চালকের সহকারী প্রাণ হারান। লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বগুড়ায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। রাজধানীতে ১৯টি যানবাহন পিকেটারদের আগুন ও ভাঙচুরের শিকার হয়। ২৮ তারিখে সমাবেশের নামে নানামুখী তৎপরতা এবং পরদিন হরতালে পণ্য চলাচলে বিঘ্ন হওয়ায় বেড়ে গেছে প্রতিটি নিত্যপণ্যের দাম। আলুর দাম উঠেছে প্রতি কেজি ৭০ টাকা। দেশি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আমদানিকৃত পিঁয়াজের দামেও সেঞ্চুরি ছুঁয়েছে। তিন দিনের অবরোধে নিত্যপণ্যের সরবরাহ ব্যাপকভাগে বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। রবিবার বাস মালিক ও শ্রমিকরা গাড়ি চালানোর ঘোষণা দিলেও আগুনসন্ত্রাসের ভয়ে তাদের অনেকেই পিছিয়ে যায়। নিরাপত্তাগত কারণে আন্তজেলা বাস চলেনি। হরতালের সময় জননিরাপত্তা রক্ষায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাক্সিক্ষত সাফল্যের পরিচয় দিতে পারেননি। যা দেশকে ২০১৪ সালের মতো সন্ত্রাস ও অন্তর্ঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এ আশঙ্কা দমনে নৈরাজ্য দমনে প্রশাসন দৃঢ় সংকল্পবদ্ধ হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
জনভোগান্তির কর্মসূচি
নৈরাজ্য সৃষ্টির প্রয়াস দুর্ভাগ্যজনক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর