প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের নারীরা অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সংস্কার ও গণতান্ত্রিক সংগ্রামে সব সময় প্রথম সারিতে থেকেছেন। নারীরা নিজেরাই যেন কাজের মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তন করতে পারেন তিনি তাদের সেই আহ্বান জানান। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি এবং অবৈধ দখলদারিত্ব বন্ধেরও উদাত্ত আহ্বান জানান। গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও অবিলম্বে যুদ্ধ বিরতির জন্য তিনি সব পক্ষের প্রতি আহ্বান জানান। বলেন, ‘ভয়াবহ যুদ্ধ, নির্বিচার হত্যাযজ্ঞ ও অবৈধ দখলদারিত্ব বন্ধে বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে।’ আমাদের অবশ্যই একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে বাংলাদেশের ভূমিকা অব্যাহত রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। দৃঢ়তার সঙ্গে বলেন, তাদের মুসলিম নারীদের আওয়াজ শুনতে হবে। ফিলিস্তিনের নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরায়েলি নৃশংসতার নিন্দা করে বাংলাদেশের সরকার প্রধান বলেন, এ নৃশংসতা, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় অমানবিক নির্যাতনের শিকার দুই লাখ নারীর কথা মনে করিয়ে দিচ্ছে। এ নৃশংস ঘটনাগুলো ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার বাবা-মা এবং নারী ও শিশুসহ পরিবারের অন্য সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে। এটি মিয়ানমারের হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশু নির্যাতনের দৃশ্যকেই ফুটিয়ে তোলে- যারা নৃশংসতার শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে আমাদের সীমান্তে আশ্রয় চেয়েছিল। জেদ্দায় আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই প্রাথমিক ও তাৎপর্যপূর্ণ। বিশেষ করে গাজায় যুদ্ধবিরতি এবং অবৈধ দখলদারিত্ব রোধের যে দাবি তিনি তুলেছেন সে বিষয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্বের বিবেকবান সব মানুষকে ফিলিস্তিনিদের পক্ষে আনতে হবে। ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে বিশ্বসমাজকে। শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বশান্তির জন্যও তা প্রাসঙ্গিক এবং জরুরি বিষয়।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত