গাজা শিশু হত্যার উপত্যকায় রূপ নিয়েছে। প্রতি ১০ মিনিটে এক শিশু প্রাণ হারাচ্ছে। গাজার বৃহত্তম চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালের ভিতরে ইনকিউবেটরে ৪৫ নবজাতক রয়েছে। এ হাসপাতালে বর্তমানে ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। ইসরায়েলি স্নাইপাররা হাসপাতালের চারদিকে অবস্থান নিয়েছে। আকাশ থেকে ড্রোন তাক করে আছে। হাসপাতাল থেকে কেউ বের হওয়ার চেষ্টা করলেই তাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে সেনারা। তাদের গুলি করে হত্যা করা হচ্ছে। এমন কিছু মৃতদেহ হাসপাতাল চত্বরে পড়ে আছে। চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালের সর্বত্রই রক্ত। মেঝেতে রক্ত। তা পরিষ্কারও করতে পারছেন না তারা। ইসরায়েলি কিলিং মেশিন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং টেলিভিশনের পর্দায় তা দেখানো হচ্ছে। একের পর এক হত্যাকান্ড ঘটালেও সারা বিশ্ব নিশ্চুপ। ফিলিস্তিন রেড ক্রিসেন্টের প্রধান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, বেসামরিক নাগরিকদের গাজা থেকে উৎখাত করার জন্য সেখানকার হাসপাতালগুলোকে নির্বিচারে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইহুদিরা নিজেদের সভ্য মানুষ হিসেবে দাবি করে। বিশ্বে প্রথম আইনপ্রণেতা। জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার বিকাশেও তাদের অবদান অনন্য। তবে প্রতিহিংসাপরায়ণ জাতি হিসেবেও তারা নিন্দিত নানাভাবে। মানবপ্রেম ও ভালোবাসার মূর্ত প্রতীক খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বা হজরত ঈসা (আ.) ইহুদিদের প্রতিহিংসার নির্মম শিকার হয়েছিলেন। খ্রিস্টানদের বিশ্বাস, ইহুদিরা মহাপুরুষ যিশুখ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করে নির্মমভাবে হত্যা করে। যে কারণে পরবর্তীতে ফিলিস্তিন থেকে উৎখাত করা হয় ইহুদিদের। মুসলমানরা এ উদ্বাস্তু জাতিকে বরং তাদের পবিত্র স্থানে এসে বসবাস করতে সহায়তা করেছে নানাভাবে। ফিলিস্তিনিদের অস্তিত্ব বিনাশ করে তারা যে জিঘাংসার পরিচয় দিচ্ছে তা দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে বিশ্বসমাজের নির্বিকার ভূমিকা আরও লজ্জার। ফিলিস্তিনের গাজায় যে মানবতাবিরোধী অভিযান চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। টেকসই শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা