গাজা শিশু হত্যার উপত্যকায় রূপ নিয়েছে। প্রতি ১০ মিনিটে এক শিশু প্রাণ হারাচ্ছে। গাজার বৃহত্তম চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালের ভিতরে ইনকিউবেটরে ৪৫ নবজাতক রয়েছে। এ হাসপাতালে বর্তমানে ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। ইসরায়েলি স্নাইপাররা হাসপাতালের চারদিকে অবস্থান নিয়েছে। আকাশ থেকে ড্রোন তাক করে আছে। হাসপাতাল থেকে কেউ বের হওয়ার চেষ্টা করলেই তাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে সেনারা। তাদের গুলি করে হত্যা করা হচ্ছে। এমন কিছু মৃতদেহ হাসপাতাল চত্বরে পড়ে আছে। চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালের সর্বত্রই রক্ত। মেঝেতে রক্ত। তা পরিষ্কারও করতে পারছেন না তারা। ইসরায়েলি কিলিং মেশিন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং টেলিভিশনের পর্দায় তা দেখানো হচ্ছে। একের পর এক হত্যাকান্ড ঘটালেও সারা বিশ্ব নিশ্চুপ। ফিলিস্তিন রেড ক্রিসেন্টের প্রধান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, বেসামরিক নাগরিকদের গাজা থেকে উৎখাত করার জন্য সেখানকার হাসপাতালগুলোকে নির্বিচারে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইহুদিরা নিজেদের সভ্য মানুষ হিসেবে দাবি করে। বিশ্বে প্রথম আইনপ্রণেতা। জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার বিকাশেও তাদের অবদান অনন্য। তবে প্রতিহিংসাপরায়ণ জাতি হিসেবেও তারা নিন্দিত নানাভাবে। মানবপ্রেম ও ভালোবাসার মূর্ত প্রতীক খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বা হজরত ঈসা (আ.) ইহুদিদের প্রতিহিংসার নির্মম শিকার হয়েছিলেন। খ্রিস্টানদের বিশ্বাস, ইহুদিরা মহাপুরুষ যিশুখ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করে নির্মমভাবে হত্যা করে। যে কারণে পরবর্তীতে ফিলিস্তিন থেকে উৎখাত করা হয় ইহুদিদের। মুসলমানরা এ উদ্বাস্তু জাতিকে বরং তাদের পবিত্র স্থানে এসে বসবাস করতে সহায়তা করেছে নানাভাবে। ফিলিস্তিনিদের অস্তিত্ব বিনাশ করে তারা যে জিঘাংসার পরিচয় দিচ্ছে তা দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে বিশ্বসমাজের নির্বিকার ভূমিকা আরও লজ্জার। ফিলিস্তিনের গাজায় যে মানবতাবিরোধী অভিযান চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। টেকসই শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা