দেশের প্রতিটি এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে সরকার। ১৫ বছর আগে যখন এমন প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হয়েছিল তখন সেটিকে উদ্ভট কল্পনা বলে ভেবেছিলেন অনেকেই। কারণ তখন দেশের সিংহভাগ এলাকা ছিল বিদ্যুতের বাইরে। যেসব এলাকায় বিদ্যুৎ ছিল সেখানেও বিদ্যুৎ কখন আসে কখন যায় সে ব্যাপারে পরিসংখ্যান নেওয়ার প্রয়োজন হতো। কিন্তু দেড় দশক পর দেশের দ্বীপ এলাকা, দুর্গম পাহাড় এবং বিচ্ছিন্ন চরাঞ্চল-সব জনপদে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। গ্রিড সুবিধা না থাকায় এসব এলাকায় কোথাও নদীর তলদেশ দিয়ে আবার কোথাও সাগরের তলদেশ দিয়ে টানা হয়েছে সাবমেরিন ক্যাবল। যেখানে এটি করা যায়নি সেখানে বসানো হয়েছে সৌরবিদ্যুৎ সোলার হোম সিস্টেম। আর এভাবেই দেশের প্রতিটি জনপদে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ সুবিধা। শতভাগ বিদ্যুতায়নে আলোকিত এখন দেশের সব প্রান্ত। বেশ কিছুদিন আগেও যেখানে সূর্য ডুবে যাওয়ার পর কুপি ও হারিকেনের আলোই ছিল একমাত্র ভরসা, সেখানে এখন বৈদ্যুতিক আলোয় আলোকিত হচ্ছে গোটা জনপদ। যেসব জায়গায় এক সময় কৃষিকাজ করে এবং মাছ ধরেই মানুষ জীবিকা নির্বাহ করত, এখন বিদ্যুতের সুবিধাভোগী হওয়ায় লোকজন ছোট আকারে ধানকল থেকে শুরু করে হাঁস-মুরগির খামার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা, তাঁতশিল্প এবং যন্ত্রচালিত উপকরণ ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। দুর্গম চর এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে ৩১৭ কোটি টাকা ব্যয়ে দেশের অর্ধশত এলাকায় ৫৩ কিলোমিটার সাবমেরিন ক্যাবল বসানো হয়েছে। দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহ দৃশ্যত খুবই অলাভজনক প্রকল্প হলেও সরকার এটিকে লাভ-লোকসানের ব্যবসায়ী মনোভাবে বিচার করেনি। বরং সব এলাকার মানুষকে মূল ধারায় যুক্ত করে দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার প্রয়াস চালিয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষও প্রযুক্তিগত সুবিধা আয়ত্তে আনতে পারছে- যা এক অনন্য অর্জন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বিদ্যুৎ ঘরে ঘরে
নিশ্চিত হবে দেশের সার্বিক অগ্রগতি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর