জলবায়ু পরিবর্তন মানব জাতির জন্য বিপর্যয় ডেকে আনছে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী দেশগুলোর জন্য তা ইতোমধ্যে সাক্ষাৎ সমস্যা হয়ে উঠেছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার দেশের উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জলাবদ্ধতা কেড়ে নিচ্ছে জীবন জীবিকার সব উপায়। লবণাক্ততার কারণে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন কমছে। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে ২১ কোটি ৬০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এরমধ্যে বাংলাদেশে প্রায় দুই থেকে চার কোটি মানুষ এ ধরনের বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে ২০ শতাংশ মানুষের বসবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জলবায়ুবিষয়ক এক সম্মেলনে দেওয়া ভিডিও বিবৃতিতে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনযাপনে যে প্রভাব পড়ছে তা মোকাবিলায় পাঁচটি পরামর্শ দিয়েছেন। এগুলো হচ্ছে : প্রথমত. নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের জন্য গ্লোবাল কমপ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে সবার সমান অধিকার নিশ্চিত করা। দ্বিতীয়ত. জলবায়ু অভিবাসীদের অভিঘাত এবং ক্ষতির প্রসঙ্গে নির্দিষ্ট সমাধান খুঁজে বের করার জন্য ‘ক্লাইমেট জাস্টিজ লেন্সের’ মাধ্যমে আমাদের পরিস্থিতি বিবেচনা করা উচিত। তৃতীয়ত. অভিবাসনকে জলবায়ু অভিযোজন কৌশল হিসেবে দেখার জন্য স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রস্তুত হতে হবে, যেখানে এটি সর্বোত্তম সম্ভাব্য সমাধান হিসেবে প্রমাণিত হয়। চতুর্থত. জলবায়ু অভিবাসী বিশেষ করে নারী, শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর পুনর্বাসনে বিদ্যমান আন্তর্জাতিক সুরক্ষা মানগুলো পর্যালোচনা করতে হবে। পঞ্চমত. সংকীর্ণ রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে একটি গঠনমূলক অবস্থান তৈরি করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আমাদের ভালোভাবে গবেষণা করতে হবে। জলবায়ু অভিঘাতের মোকাবিলায় প্রধানমন্ত্রীর পরামর্শগুলো খুবই প্রাসঙ্গিক। মানব জাতির অস্তিত্বের স্বার্থে জলবায়ু পরিবর্তনের বিপদ এড়াতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
জলবায়ু পরিবর্তন
বিপদ এড়াতে চাই ঐক্যবদ্ধ প্রয়াস
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর