জলবায়ু পরিবর্তন মানব জাতির জন্য বিপর্যয় ডেকে আনছে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী দেশগুলোর জন্য তা ইতোমধ্যে সাক্ষাৎ সমস্যা হয়ে উঠেছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার দেশের উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জলাবদ্ধতা কেড়ে নিচ্ছে জীবন জীবিকার সব উপায়। লবণাক্ততার কারণে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন কমছে। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে ২১ কোটি ৬০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এরমধ্যে বাংলাদেশে প্রায় দুই থেকে চার কোটি মানুষ এ ধরনের বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে ২০ শতাংশ মানুষের বসবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জলবায়ুবিষয়ক এক সম্মেলনে দেওয়া ভিডিও বিবৃতিতে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনযাপনে যে প্রভাব পড়ছে তা মোকাবিলায় পাঁচটি পরামর্শ দিয়েছেন। এগুলো হচ্ছে : প্রথমত. নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের জন্য গ্লোবাল কমপ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে সবার সমান অধিকার নিশ্চিত করা। দ্বিতীয়ত. জলবায়ু অভিবাসীদের অভিঘাত এবং ক্ষতির প্রসঙ্গে নির্দিষ্ট সমাধান খুঁজে বের করার জন্য ‘ক্লাইমেট জাস্টিজ লেন্সের’ মাধ্যমে আমাদের পরিস্থিতি বিবেচনা করা উচিত। তৃতীয়ত. অভিবাসনকে জলবায়ু অভিযোজন কৌশল হিসেবে দেখার জন্য স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রস্তুত হতে হবে, যেখানে এটি সর্বোত্তম সম্ভাব্য সমাধান হিসেবে প্রমাণিত হয়। চতুর্থত. জলবায়ু অভিবাসী বিশেষ করে নারী, শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর পুনর্বাসনে বিদ্যমান আন্তর্জাতিক সুরক্ষা মানগুলো পর্যালোচনা করতে হবে। পঞ্চমত. সংকীর্ণ রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে একটি গঠনমূলক অবস্থান তৈরি করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আমাদের ভালোভাবে গবেষণা করতে হবে। জলবায়ু অভিঘাতের মোকাবিলায় প্রধানমন্ত্রীর পরামর্শগুলো খুবই প্রাসঙ্গিক। মানব জাতির অস্তিত্বের স্বার্থে জলবায়ু পরিবর্তনের বিপদ এড়াতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
শিরোনাম
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
জলবায়ু পরিবর্তন
বিপদ এড়াতে চাই ঐক্যবদ্ধ প্রয়াস
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর