ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দুই দিন ধরে হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ায় পিঁয়াজের দাম সর্বকালের সব রেকর্ড ছাড়িয়েছে। দেশি পিঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ২২০ টাকা কেজি কিংবা তারও ওপরে। ভারতীয় পিঁয়াজের দাম ছিল প্রতি কেজি ১৮০ টাকা। এ দাম এক সপ্তাহ আগের চেয়ে প্রায় দ্বিগুণ। ভারত ২০২৪ সালের মার্চ পর্যন্ত পিঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করায় বাংলাদেশের পিঁয়াজের বাজারে নজিরবিহীন অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানীতে এখন প্রতি কেজি পাবনার পিঁয়াজ ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। গত সপ্তাহে ১১০ টাকা করে বিক্রি হওয়া ফরিদপুরের পিঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। এ ছাড়া আমদানি করা ভারতীয় পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ৯০-১০০ টাকা। পিঁয়াজের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে বিক্রেতারা বলেন, দেশি পিঁয়াজের সিজন শেষ। তাই দাম বেশি। ১৫ দিন পর নতুন পিঁয়াজ আসবে, তখন দাম কমবে। দেশে পিঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার ভারত ছাড়া অন্যান্য দেশ থেকেও আমদানির উদ্যোগ নেয়। তবে সে উদ্যোগ থেমে যায় অদৃশ্য কারণে। আমদানিকারকদের মতে, বাংলাদেশে শুধু ভারত ও মিয়ানমারের পিঁয়াজের চাহিদা রয়েছে। ফলে মিসর বা অন্য দেশ থেকে আমদানির ঝুঁকি তারা নিতে চান না। পিঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে ওঠায় জনমনে অসন্তুষ্টি দেখা দিয়েছে। নির্বাচনের আগে এমন মূল্যবৃদ্ধিকে অনাকাক্সিক্ষত মনে করছে সরকার। তবে তাদেরও যেন করার কিছু নেই। এর আগে আলু ও পিঁয়াজের দাম সরকার বেঁধে দিলেও কেউ তাতে পাত্তা দেয়নি। সরকার নির্ধারিত দামকে বুড়ো আঙুল দেখিয়ে আলু, পিঁয়াজ বিক্রি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ দামে। ভারত চার মাসের জন্য বিদেশে রপ্তানি নিষিদ্ধ করেছে অভ্যন্তরীণ বাজারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। ফলে সংকটে পড়েছে বাংলাদেশি ভোক্তারা। এ সমস্যার স্থায়ী সমাধানে পরনির্ভরতা কাটিয়ে দেশে পিঁয়াজের উৎপাদন বাড়াতে হবে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল