৭ জানুয়ারি হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এর মধ্যে কয়েকটি এলাকায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি, প্রার্থীদের নিরপেক্ষ ভোটবিরোধী তৎপরতা সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঢাকার পাশের রূপগঞ্জের একজন প্রার্থীর সমর্থকদের অবৈধ অস্ত্রের প্রদর্শনীর খবর ও ছবি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী গাজী গোলাম দস্তগীর ভোটে কারচুপির জন্য গভীর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন, এমন অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বীরা। ওই প্রার্থীর মালিকানাধীন যমুনা ব্যাংকের ২২ জন কর্মকর্তাকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাংকের পরিচালক হিসেবে রয়েছেন গাজী গোলাম দস্তগীরের ছেলেসহ পরিবারের সদস্যরা। এ ছাড়া ওই প্রার্থীর কাছের আরও কিছু শিক্ষককে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার চেষ্টা চলছে। নির্বাচনে অংশগ্রহণকারীরা এ নিয়ে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ অভিযোগ আমলে নিতে হবে। তদন্ত করে ব্যবস্থা না নিলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। ব্যাহত হবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। পাশাপাশি যারা অবৈধ অস্ত্র প্রদর্শন করেছে, তাদের অবিলম্বে আটক করতে হবে আইন প্রয়োগকারী সংস্থাকে। কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন নিরপেক্ষ নির্বাচনে তাঁর সরকার সর্বাত্মক সহযোগিতা করছে। বলেছেন, দলের কেউ সংঘাতে জড়ালে ক্ষমা করা হবে না। প্রধান নির্বাচন কমিশনারও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংকল্পবদ্ধ মনোভাবের কথা বলেছেন। দেশবাসী ও আন্তর্জাতিক মহলের কাছে দেওয়া এসব অঙ্গীকার যেন কোনো মহল চক্রান্ত করে নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নির্বাচন হলো জনগণের উৎসব। এ উৎসবের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যক্তি ও দলের ঊর্ধ্বে দেশ, জাতি ও গণতন্ত্রের জয় হোক- এমনটিই দেখতে চায় দেশবাসী।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে
কারচুপির হোতাদের রুখতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর