৭ জানুয়ারি হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এর মধ্যে কয়েকটি এলাকায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি, প্রার্থীদের নিরপেক্ষ ভোটবিরোধী তৎপরতা সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঢাকার পাশের রূপগঞ্জের একজন প্রার্থীর সমর্থকদের অবৈধ অস্ত্রের প্রদর্শনীর খবর ও ছবি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী গাজী গোলাম দস্তগীর ভোটে কারচুপির জন্য গভীর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন, এমন অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বীরা। ওই প্রার্থীর মালিকানাধীন যমুনা ব্যাংকের ২২ জন কর্মকর্তাকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাংকের পরিচালক হিসেবে রয়েছেন গাজী গোলাম দস্তগীরের ছেলেসহ পরিবারের সদস্যরা। এ ছাড়া ওই প্রার্থীর কাছের আরও কিছু শিক্ষককে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার চেষ্টা চলছে। নির্বাচনে অংশগ্রহণকারীরা এ নিয়ে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ অভিযোগ আমলে নিতে হবে। তদন্ত করে ব্যবস্থা না নিলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। ব্যাহত হবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। পাশাপাশি যারা অবৈধ অস্ত্র প্রদর্শন করেছে, তাদের অবিলম্বে আটক করতে হবে আইন প্রয়োগকারী সংস্থাকে। কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন নিরপেক্ষ নির্বাচনে তাঁর সরকার সর্বাত্মক সহযোগিতা করছে। বলেছেন, দলের কেউ সংঘাতে জড়ালে ক্ষমা করা হবে না। প্রধান নির্বাচন কমিশনারও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংকল্পবদ্ধ মনোভাবের কথা বলেছেন। দেশবাসী ও আন্তর্জাতিক মহলের কাছে দেওয়া এসব অঙ্গীকার যেন কোনো মহল চক্রান্ত করে নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নির্বাচন হলো জনগণের উৎসব। এ উৎসবের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যক্তি ও দলের ঊর্ধ্বে দেশ, জাতি ও গণতন্ত্রের জয় হোক- এমনটিই দেখতে চায় দেশবাসী।
শিরোনাম
- চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৬১ জেলে
- জুলাই-আগস্টের ৭ মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির
- নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য
- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ
- সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন
- নারায়ণগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার
- মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন
- ৩৬ বছরের প্রতীক্ষার অবসান, চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ঝালকাঠিতে জলাতঙ্কে যুবকের মৃত্যু
- কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ আজ থেকে, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
- ঋণখেলাপির ভুল তালিকা : নিরপরাধদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রকৃতরা ধরাছোঁয়ার বাইরে
- বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার : দূরদৃষ্টির অনন্য দৃষ্টান্ত
- ‘অপমান থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম’
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত