গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ হয়। গণতন্ত্র কিংবা নির্বাচনের সঙ্গে সন্ত্রাসের দূরতম সম্পর্কও নেই। আমাদের দেশে গণতন্ত্র চর্চার দুর্বলতায় স্থানীয় ও জাতীয় যে কোনো নির্বাচনের অনুষঙ্গ হয়ে দাঁড়ায় সহিংসতা। বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচন বর্জন করায় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তার মিত্র দলগুলোই কেবল অংশ নিয়েছে। দলের পক্ষ থেকে বাধা না থাকায় সিংহভাগ আসনে আওয়ামী লীগের অফিশিয়াল নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে একই দলের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনি লড়াই হয়। কিন্তু নির্বাচনের আগে ও পরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একই দলের অফিশিয়াল ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা উদ্বেগ বাড়িয়েছে। নির্বাচনের পর মঙ্গলবার পর্যন্ত দেশের অন্তত ৩৯ জেলায় জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদেরই মধ্যে সংঘর্ষ ঘটেছে। এসব ঘটনায় ১৫ জন নিহত, ১ হাজার ২০০ জনের বেশি আহত, ১০০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ৩৫০টির বেশি ঘরবাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। বোদ্ধাজনদের মতে, নির্বাচনকেন্দ্রিক এসব সহিংস ঘটনার লাগাম টানা সম্ভব না হলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে। সৃষ্টি হতে পারে ভয়াবহ রকমের সামাজিক অস্থিরতা। সহিংসতার নেপথ্য ইন্ধনদাতা ও অপরাধীদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভয়াবহ সহিংসতায় উত্তাল ছিল সারা দেশ। ১৫ নভেম্বর তফসিল ঘোষণা থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বেশির ভাগ জেলায় নির্বাচন ঘিরে সংঘর্ষ, সংঘাত, হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ঘটেছে। তবে নির্বাচন-পরবর্তী সহিংসতার মাত্রা ছিল আরও তীব্র। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে দলীয় পরিচয় দেখে অপরাধী শনাক্ত করা হবে না। আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। যে সহিংসতা দানা বেঁধে উঠেছে তা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স গ্রহণ করতে হবে। সাংগঠনিকভাবেও কঠোর হতে হবে সংশ্লিষ্টদের সম্পর্কে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ