গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ হয়। গণতন্ত্র কিংবা নির্বাচনের সঙ্গে সন্ত্রাসের দূরতম সম্পর্কও নেই। আমাদের দেশে গণতন্ত্র চর্চার দুর্বলতায় স্থানীয় ও জাতীয় যে কোনো নির্বাচনের অনুষঙ্গ হয়ে দাঁড়ায় সহিংসতা। বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচন বর্জন করায় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তার মিত্র দলগুলোই কেবল অংশ নিয়েছে। দলের পক্ষ থেকে বাধা না থাকায় সিংহভাগ আসনে আওয়ামী লীগের অফিশিয়াল নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে একই দলের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনি লড়াই হয়। কিন্তু নির্বাচনের আগে ও পরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একই দলের অফিশিয়াল ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা উদ্বেগ বাড়িয়েছে। নির্বাচনের পর মঙ্গলবার পর্যন্ত দেশের অন্তত ৩৯ জেলায় জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদেরই মধ্যে সংঘর্ষ ঘটেছে। এসব ঘটনায় ১৫ জন নিহত, ১ হাজার ২০০ জনের বেশি আহত, ১০০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ৩৫০টির বেশি ঘরবাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। বোদ্ধাজনদের মতে, নির্বাচনকেন্দ্রিক এসব সহিংস ঘটনার লাগাম টানা সম্ভব না হলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে। সৃষ্টি হতে পারে ভয়াবহ রকমের সামাজিক অস্থিরতা। সহিংসতার নেপথ্য ইন্ধনদাতা ও অপরাধীদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভয়াবহ সহিংসতায় উত্তাল ছিল সারা দেশ। ১৫ নভেম্বর তফসিল ঘোষণা থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বেশির ভাগ জেলায় নির্বাচন ঘিরে সংঘর্ষ, সংঘাত, হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ঘটেছে। তবে নির্বাচন-পরবর্তী সহিংসতার মাত্রা ছিল আরও তীব্র। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে দলীয় পরিচয় দেখে অপরাধী শনাক্ত করা হবে না। আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। যে সহিংসতা দানা বেঁধে উঠেছে তা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স গ্রহণ করতে হবে। সাংগঠনিকভাবেও কঠোর হতে হবে সংশ্লিষ্টদের সম্পর্কে।
শিরোনাম
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
নির্বাচনি সহিংসতা
ওদের বিষয়ে কঠোর হতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর