বিদ্রোহ কবলিত মিয়ানমারের বাংলাদেশ লাগোয়া রাখাইন রাজ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাখাইন বিদ্রোহীদের সঙ্গে চলছে সরকারি বাহিনীর সংঘর্ষ। এ গৃহযুদ্ধে সে দেশের বেশকিছু এলাকা বিদ্রোহীদের দখলে চলে গেছে। মিয়ানমারের গৃহযুদ্ধ সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং এ বিষয়ে বাংলাদেশের বলার কিছু নেই। তবে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধের আঁচ বাংলাদেশেও অনুভূত হচ্ছে। দুই পক্ষের গোলাগুলি এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরেও। মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড সম্প্রতি মিয়ানমার বাহিনীকে হটিয়ে রাখাইনের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মিয়ানমার বাহিনী এখন স্থল এলাকা থেকে কামান ও মেশিনগানের গোলাবর্ষণ ছাড়াও বিমান ও হেলিকপ্টার থেকে হাতছাড়া হওয়া এলাকায় অনবরত বোমাবর্ষণ করছে। ফলে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন এবং তারা প্রতিবেশী ভারত ও বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করছেন। এ কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এবং নাফ নদ এলাকায় বিজিবি সর্বাত্মক সতর্ক অবস্থান নিয়েছে। রাখাইনে বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দে বাংলাদেশ সীমান্ত এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাঝেমধ্যেই বাংলাদেশ অংশে গোলা ছুটে আসায় আতঙ্ক নতুন মাত্রা পেয়েছে। শঙ্কা দেখা দিয়েছে মিয়ানমার থেকে আবার রোহিঙ্গাদের ঢল বাংলাদেশে এসে পড়ে কি না তা নিয়ে। মিয়ানমারে বিদ্রোহ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার স্বদেশ প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে উঠেছে। অতি সম্প্রতি সে দেশের সামরিক জান্তা রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূলে মনোভাব দেখালেও রাখাইনে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে শরণার্থীরা দেশে ফিরতে রাজি হবে কি না সংশয় দেখা দিয়েছে। আমরা আশা করব মিয়ানমার থেকে অনুপ্রবেশ বন্ধে সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী সতর্কাবস্থায় থাকবে।
শিরোনাম
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা